ETV Bharat / bharat

India Slams China Over Ship অযাচিত চাপের বদলে শ্রীলঙ্কার প্রয়োজন সাহায্য, চিনা তরী নিয়ে তোপ দিল্লির - India China

অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্ক নয়, শ্রীলঙ্কার (Sri Lanka Needs Support) এখন প্রয়োজন সাহায্য ৷ কলম্বোর হামবানটোটা বন্দরে চিনা তরী (High-tech Ship) নোঙর করা নিয়ে ফের বেজিংকে একহাত নিল ভারত (India Slams China Over Ship)৷

Sri Lanka Needs Support, Not "Unwanted Pressure": India Slams China Over high-tech Ship
অযাচিত চাপের বদলে শ্রীলঙ্কার প্রয়োজন সাহায্য, চিনা তরী নিয়ে তোপ দিল্লির
author img

By

Published : Aug 28, 2022, 10:58 AM IST

কলম্বো, 28 অগস্ট: শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনের হাই-টেক জাহাজের নোঙর করা নিয়ে বেজিং-এর তোপের পাল্টা জবাব দিল ভারত (India Slams China Over Ship)৷ কড়া বার্তা দিয়ে দিল্লি বলেছে, অন্য কোনও দেশের এজেন্ডা পূরণের জন্য কলম্বোর উপর অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টির কোনও প্রয়োজন এখন নেই ৷ দ্বীপরাষ্ট্রের (Sri Lanka Needs Support) এখন প্রয়োজন সাহায্য ৷

শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশন টুইট করে লিখেছে, "চিনা রাষ্ট্রদূতের মন্তব্য লক্ষ্য করেছি ৷ তাঁর মৌলিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়তো তাঁর ব্যক্তিগত বৈশিষ্ট্য বা এর দ্বারা একটি বৃহত্তর জাতীয় মনোভাব প্রতিফলিত হয়েছে ৷" ভারত সম্পর্কে চিনা রাষ্ট্রদূত কিই জেনহং-এর দৃষ্টিভঙ্গি তাঁর নিজের দেশের আচরণকেই প্রতিফলিত করছে বলে তোপ দাগেন ভারতীয় হাই কমিশনার (High-tech Ship)৷ তাঁর কথায়, "আমরা আশ্বস্ত করছি যে ভারত অনেকটাই আলাদা ৷" তিনি স্পষ্ট জানিয়েছেন, "শ্রীলঙ্কার সাহায্য প্রয়োজন ৷ অন্য দেশের এজেন্ডা পূরণের জন্য তাদের অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্কের কোনও দরকার নেই ৷"

  • ➡️We have noted the remarks of the Chinese Ambassador. His violation of basic diplomatic etiquette may be a personal trait or reflecting a larger national attitude.(1/3)

    — India in Sri Lanka (@IndiainSL) August 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে শুক্রবার চিন (India China) বলেছিল, কোনও রকম তথ্য-প্রমাণ ছাড়াই নিরাপত্তার ঝুঁকির নাম করে শ্রীলঙ্কার সার্বভৌমত্ব ও স্বাধীনতায় হস্তক্ষেপ করছে দিল্লি ৷ চিনের ব্যালিস্টিক মিসাইল ও স্যাটালাইট ট্র্যাকিং-এ সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ 'ইউয়ান ওয়াং 5' শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত ৷ সে প্রসঙ্গেই শ্রীলঙ্কায় চিনা রাষ্ট্রদূত বলেন, নিজেদের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের যৌথ সুরক্ষার কথা বিবেচনা করে এই বিষয়টি নিয়ে সমঝোতা করছে চিন ও শ্রীলঙ্কা ৷ ভারতের নাম না করেও বিবৃতিতে কড়া ভাষায় তোপ দেগেছেন চিনা রাষ্ট্রদূত ৷ তিনি বলেন, "তথাকথিত নিরাপত্তার উদ্বেগের উপর ভিত্তি করে বাহ্যিক বাধা আসছে ৷ কিন্তু কোনও বাহিনীর তরফ থেকে কোনও প্রমাণ ছাড়াই এই বাধা প্রকৃতপক্ষে শ্রীলঙ্কার সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর সম্পূর্ণ হস্তক্ষেপ ।"

আরও পড়ুন: দিল্লির আপত্তি উড়িয়ে চিনা গুপ্তচর জাহাজ নোঙর করল শ্রীলঙ্কার বন্দরে

ভারতের তরফেও স্পষ্ট করা হয়েছে যে, শ্রীলঙ্কার বন্দরে চিনা তরী নোঙর করা রুখতে কলম্বোর উপর কোনও চাপ দেয়নি দিল্লি ৷ বরং নিরাপত্তার কথা বিবেচনা করে এ বিষয়ে দ্বীপরাষ্ট্রের সরকারকে সিদ্ধান্ত নিতে আবেদন জানানো হয়েছে বলে ভারতের তরফে জানানো হয় ৷

কলম্বো, 28 অগস্ট: শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনের হাই-টেক জাহাজের নোঙর করা নিয়ে বেজিং-এর তোপের পাল্টা জবাব দিল ভারত (India Slams China Over Ship)৷ কড়া বার্তা দিয়ে দিল্লি বলেছে, অন্য কোনও দেশের এজেন্ডা পূরণের জন্য কলম্বোর উপর অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টির কোনও প্রয়োজন এখন নেই ৷ দ্বীপরাষ্ট্রের (Sri Lanka Needs Support) এখন প্রয়োজন সাহায্য ৷

শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশন টুইট করে লিখেছে, "চিনা রাষ্ট্রদূতের মন্তব্য লক্ষ্য করেছি ৷ তাঁর মৌলিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়তো তাঁর ব্যক্তিগত বৈশিষ্ট্য বা এর দ্বারা একটি বৃহত্তর জাতীয় মনোভাব প্রতিফলিত হয়েছে ৷" ভারত সম্পর্কে চিনা রাষ্ট্রদূত কিই জেনহং-এর দৃষ্টিভঙ্গি তাঁর নিজের দেশের আচরণকেই প্রতিফলিত করছে বলে তোপ দাগেন ভারতীয় হাই কমিশনার (High-tech Ship)৷ তাঁর কথায়, "আমরা আশ্বস্ত করছি যে ভারত অনেকটাই আলাদা ৷" তিনি স্পষ্ট জানিয়েছেন, "শ্রীলঙ্কার সাহায্য প্রয়োজন ৷ অন্য দেশের এজেন্ডা পূরণের জন্য তাদের অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্কের কোনও দরকার নেই ৷"

  • ➡️We have noted the remarks of the Chinese Ambassador. His violation of basic diplomatic etiquette may be a personal trait or reflecting a larger national attitude.(1/3)

    — India in Sri Lanka (@IndiainSL) August 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে শুক্রবার চিন (India China) বলেছিল, কোনও রকম তথ্য-প্রমাণ ছাড়াই নিরাপত্তার ঝুঁকির নাম করে শ্রীলঙ্কার সার্বভৌমত্ব ও স্বাধীনতায় হস্তক্ষেপ করছে দিল্লি ৷ চিনের ব্যালিস্টিক মিসাইল ও স্যাটালাইট ট্র্যাকিং-এ সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ 'ইউয়ান ওয়াং 5' শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত ৷ সে প্রসঙ্গেই শ্রীলঙ্কায় চিনা রাষ্ট্রদূত বলেন, নিজেদের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের যৌথ সুরক্ষার কথা বিবেচনা করে এই বিষয়টি নিয়ে সমঝোতা করছে চিন ও শ্রীলঙ্কা ৷ ভারতের নাম না করেও বিবৃতিতে কড়া ভাষায় তোপ দেগেছেন চিনা রাষ্ট্রদূত ৷ তিনি বলেন, "তথাকথিত নিরাপত্তার উদ্বেগের উপর ভিত্তি করে বাহ্যিক বাধা আসছে ৷ কিন্তু কোনও বাহিনীর তরফ থেকে কোনও প্রমাণ ছাড়াই এই বাধা প্রকৃতপক্ষে শ্রীলঙ্কার সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর সম্পূর্ণ হস্তক্ষেপ ।"

আরও পড়ুন: দিল্লির আপত্তি উড়িয়ে চিনা গুপ্তচর জাহাজ নোঙর করল শ্রীলঙ্কার বন্দরে

ভারতের তরফেও স্পষ্ট করা হয়েছে যে, শ্রীলঙ্কার বন্দরে চিনা তরী নোঙর করা রুখতে কলম্বোর উপর কোনও চাপ দেয়নি দিল্লি ৷ বরং নিরাপত্তার কথা বিবেচনা করে এ বিষয়ে দ্বীপরাষ্ট্রের সরকারকে সিদ্ধান্ত নিতে আবেদন জানানো হয়েছে বলে ভারতের তরফে জানানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.