ETV Bharat / bharat

India Slams China Over Ship অযাচিত চাপের বদলে শ্রীলঙ্কার প্রয়োজন সাহায্য, চিনা তরী নিয়ে তোপ দিল্লির

অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্ক নয়, শ্রীলঙ্কার (Sri Lanka Needs Support) এখন প্রয়োজন সাহায্য ৷ কলম্বোর হামবানটোটা বন্দরে চিনা তরী (High-tech Ship) নোঙর করা নিয়ে ফের বেজিংকে একহাত নিল ভারত (India Slams China Over Ship)৷

Sri Lanka Needs Support, Not "Unwanted Pressure": India Slams China Over high-tech Ship
অযাচিত চাপের বদলে শ্রীলঙ্কার প্রয়োজন সাহায্য, চিনা তরী নিয়ে তোপ দিল্লির
author img

By

Published : Aug 28, 2022, 10:58 AM IST

কলম্বো, 28 অগস্ট: শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনের হাই-টেক জাহাজের নোঙর করা নিয়ে বেজিং-এর তোপের পাল্টা জবাব দিল ভারত (India Slams China Over Ship)৷ কড়া বার্তা দিয়ে দিল্লি বলেছে, অন্য কোনও দেশের এজেন্ডা পূরণের জন্য কলম্বোর উপর অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টির কোনও প্রয়োজন এখন নেই ৷ দ্বীপরাষ্ট্রের (Sri Lanka Needs Support) এখন প্রয়োজন সাহায্য ৷

শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশন টুইট করে লিখেছে, "চিনা রাষ্ট্রদূতের মন্তব্য লক্ষ্য করেছি ৷ তাঁর মৌলিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়তো তাঁর ব্যক্তিগত বৈশিষ্ট্য বা এর দ্বারা একটি বৃহত্তর জাতীয় মনোভাব প্রতিফলিত হয়েছে ৷" ভারত সম্পর্কে চিনা রাষ্ট্রদূত কিই জেনহং-এর দৃষ্টিভঙ্গি তাঁর নিজের দেশের আচরণকেই প্রতিফলিত করছে বলে তোপ দাগেন ভারতীয় হাই কমিশনার (High-tech Ship)৷ তাঁর কথায়, "আমরা আশ্বস্ত করছি যে ভারত অনেকটাই আলাদা ৷" তিনি স্পষ্ট জানিয়েছেন, "শ্রীলঙ্কার সাহায্য প্রয়োজন ৷ অন্য দেশের এজেন্ডা পূরণের জন্য তাদের অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্কের কোনও দরকার নেই ৷"

  • ➡️We have noted the remarks of the Chinese Ambassador. His violation of basic diplomatic etiquette may be a personal trait or reflecting a larger national attitude.(1/3)

    — India in Sri Lanka (@IndiainSL) August 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে শুক্রবার চিন (India China) বলেছিল, কোনও রকম তথ্য-প্রমাণ ছাড়াই নিরাপত্তার ঝুঁকির নাম করে শ্রীলঙ্কার সার্বভৌমত্ব ও স্বাধীনতায় হস্তক্ষেপ করছে দিল্লি ৷ চিনের ব্যালিস্টিক মিসাইল ও স্যাটালাইট ট্র্যাকিং-এ সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ 'ইউয়ান ওয়াং 5' শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত ৷ সে প্রসঙ্গেই শ্রীলঙ্কায় চিনা রাষ্ট্রদূত বলেন, নিজেদের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের যৌথ সুরক্ষার কথা বিবেচনা করে এই বিষয়টি নিয়ে সমঝোতা করছে চিন ও শ্রীলঙ্কা ৷ ভারতের নাম না করেও বিবৃতিতে কড়া ভাষায় তোপ দেগেছেন চিনা রাষ্ট্রদূত ৷ তিনি বলেন, "তথাকথিত নিরাপত্তার উদ্বেগের উপর ভিত্তি করে বাহ্যিক বাধা আসছে ৷ কিন্তু কোনও বাহিনীর তরফ থেকে কোনও প্রমাণ ছাড়াই এই বাধা প্রকৃতপক্ষে শ্রীলঙ্কার সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর সম্পূর্ণ হস্তক্ষেপ ।"

আরও পড়ুন: দিল্লির আপত্তি উড়িয়ে চিনা গুপ্তচর জাহাজ নোঙর করল শ্রীলঙ্কার বন্দরে

ভারতের তরফেও স্পষ্ট করা হয়েছে যে, শ্রীলঙ্কার বন্দরে চিনা তরী নোঙর করা রুখতে কলম্বোর উপর কোনও চাপ দেয়নি দিল্লি ৷ বরং নিরাপত্তার কথা বিবেচনা করে এ বিষয়ে দ্বীপরাষ্ট্রের সরকারকে সিদ্ধান্ত নিতে আবেদন জানানো হয়েছে বলে ভারতের তরফে জানানো হয় ৷

কলম্বো, 28 অগস্ট: শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনের হাই-টেক জাহাজের নোঙর করা নিয়ে বেজিং-এর তোপের পাল্টা জবাব দিল ভারত (India Slams China Over Ship)৷ কড়া বার্তা দিয়ে দিল্লি বলেছে, অন্য কোনও দেশের এজেন্ডা পূরণের জন্য কলম্বোর উপর অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টির কোনও প্রয়োজন এখন নেই ৷ দ্বীপরাষ্ট্রের (Sri Lanka Needs Support) এখন প্রয়োজন সাহায্য ৷

শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশন টুইট করে লিখেছে, "চিনা রাষ্ট্রদূতের মন্তব্য লক্ষ্য করেছি ৷ তাঁর মৌলিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়তো তাঁর ব্যক্তিগত বৈশিষ্ট্য বা এর দ্বারা একটি বৃহত্তর জাতীয় মনোভাব প্রতিফলিত হয়েছে ৷" ভারত সম্পর্কে চিনা রাষ্ট্রদূত কিই জেনহং-এর দৃষ্টিভঙ্গি তাঁর নিজের দেশের আচরণকেই প্রতিফলিত করছে বলে তোপ দাগেন ভারতীয় হাই কমিশনার (High-tech Ship)৷ তাঁর কথায়, "আমরা আশ্বস্ত করছি যে ভারত অনেকটাই আলাদা ৷" তিনি স্পষ্ট জানিয়েছেন, "শ্রীলঙ্কার সাহায্য প্রয়োজন ৷ অন্য দেশের এজেন্ডা পূরণের জন্য তাদের অযাচিত চাপ বা অপ্রয়োজনীয় বিতর্কের কোনও দরকার নেই ৷"

  • ➡️We have noted the remarks of the Chinese Ambassador. His violation of basic diplomatic etiquette may be a personal trait or reflecting a larger national attitude.(1/3)

    — India in Sri Lanka (@IndiainSL) August 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে শুক্রবার চিন (India China) বলেছিল, কোনও রকম তথ্য-প্রমাণ ছাড়াই নিরাপত্তার ঝুঁকির নাম করে শ্রীলঙ্কার সার্বভৌমত্ব ও স্বাধীনতায় হস্তক্ষেপ করছে দিল্লি ৷ চিনের ব্যালিস্টিক মিসাইল ও স্যাটালাইট ট্র্যাকিং-এ সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ 'ইউয়ান ওয়াং 5' শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত ৷ সে প্রসঙ্গেই শ্রীলঙ্কায় চিনা রাষ্ট্রদূত বলেন, নিজেদের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের যৌথ সুরক্ষার কথা বিবেচনা করে এই বিষয়টি নিয়ে সমঝোতা করছে চিন ও শ্রীলঙ্কা ৷ ভারতের নাম না করেও বিবৃতিতে কড়া ভাষায় তোপ দেগেছেন চিনা রাষ্ট্রদূত ৷ তিনি বলেন, "তথাকথিত নিরাপত্তার উদ্বেগের উপর ভিত্তি করে বাহ্যিক বাধা আসছে ৷ কিন্তু কোনও বাহিনীর তরফ থেকে কোনও প্রমাণ ছাড়াই এই বাধা প্রকৃতপক্ষে শ্রীলঙ্কার সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর সম্পূর্ণ হস্তক্ষেপ ।"

আরও পড়ুন: দিল্লির আপত্তি উড়িয়ে চিনা গুপ্তচর জাহাজ নোঙর করল শ্রীলঙ্কার বন্দরে

ভারতের তরফেও স্পষ্ট করা হয়েছে যে, শ্রীলঙ্কার বন্দরে চিনা তরী নোঙর করা রুখতে কলম্বোর উপর কোনও চাপ দেয়নি দিল্লি ৷ বরং নিরাপত্তার কথা বিবেচনা করে এ বিষয়ে দ্বীপরাষ্ট্রের সরকারকে সিদ্ধান্ত নিতে আবেদন জানানো হয়েছে বলে ভারতের তরফে জানানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.