ETV Bharat / bharat

Uttarakhand Tourist Death : উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত আসানসোলের শ্রাবণী, শোকে মুহ্যমান প্রতিবেশীরা - উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত আসানসোলের মহিলা

উত্তরাখণ্ডে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ৷ যার জেরে পর্যটকদের নিয়ে একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে ৷ ঘটনায় এ রাজ্যের 5 জনের মৃত্যু হয়েছে ৷ উত্তরাখণ্ডের শামা এলাকার জাসরৌলিতে দুর্ঘটনাটি ঘটেছে ৷

Uttarakhand Tourist Death
শোকে পাথর উত্তরাখন্ডে মৃত শ্রাবনী চক্রবর্তীর প্রতিবেশীরা
author img

By

Published : Oct 28, 2021, 12:28 PM IST

Updated : Oct 28, 2021, 6:58 PM IST

আসানসোল, 28 অক্টোবর : বেড়াতে যাওয়ার আগে হাসিখুশি মুখে প্রতিবেশীদের জানিয়েছিলেন, 'দেরাদুন যাচ্ছেন, কয়েকদিন পরে বাড়িতে ফিরবেন' । কিন্তু পাড়ার সেই দিদি আর কখনই বাড়ি ফিরবেন না ৷ এটা ভেবেই শোকে পাথর মহিশীলার শিমুলতলা এলাকার বাসিন্দারা । গতকাল উত্তরাখণ্ডের বাগেশ্বরে দুর্ঘটনা ঘটে যে 5 জনের মৃত্যু হয়েছে, তারমধ্যে রয়েছেন আসানসোলের মহিশীলার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীও (54) ।

গত 21 অক্টোবর আসানসোল রানিগঞ্জ থেকে মোট 35 জন পর্যটকের দল গিয়েছিলেন দেরাদুন বেড়াতে । গতকাল তিনটি গাড়ি করে তাঁরা কৌশানী যাচ্ছিলেন । তারমধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । ওই গাড়িতে মোট 12 জন যাত্রী ছিলেন । যার মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে । রাতেই উত্তরাখণ্ডের বাগেশ্বরের জেলাশাসক বিনীত কুমার এবং পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মৃতদের নাম প্রকাশ করেছেন । মৃতরা হলেন কিশোর ঘটক (59), শ্রাবণী চক্রবর্তী (56), সুব্রত ভট্টাচার্য (61), রুনা ভট্টাচার্য (56) এবং চন্দনা খাঁ (64) । এদের মধ্যে সুব্রত ভট্টাচার্য ও রুনা ভট্টাচার্য স্বামী-স্ত্রী । তাঁরা দুর্গাপুরের বাসিন্দা । কিশোর ঘটক ও চন্দনা খাঁ রানীগঞ্জের বাসিন্দা । শ্রাবণী চক্রবর্তী আসানসোলের বাসিন্দা।

উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত আসানসোলের শ্রাবণী, শোকে মুহ্যমান প্রতিবেশীরা

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

আসানসোলের মহিশীলায় শ্রাবণী দেবীর বাড়িতে তালা । প্রতিবেশীরাই জানালেন, ছেলে দিল্লিতে থাকেন । আর মেয়ে বিবাহ সূত্রে থাকেন শহরের অন্যপ্রান্তে ।স্বামী যদুনাথ চক্রবর্তীর সঙ্গেই মহিশীলার একটি ট্যুর এজেন্টের মাধ্যমে বেড়াতে গিয়েছিলেন শ্রাবণী দেবী । দুর্ঘটনায় তাঁর স্বামীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে । রানিগঞ্জের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ও আসানসোলের মহিশীলার বাসিন্দা । তিনি জানান, মোট 35 জন বেড়াতে গিয়েছিলেন । মহিশীলার থেকে যাঁরা গিয়েছিলেন তাঁদের আজই ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে । বাকিদের 30 অক্টোবর টিকিট হয়েছে । মৃতদেহগুলিও ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সরকার ৷

আসানসোল, 28 অক্টোবর : বেড়াতে যাওয়ার আগে হাসিখুশি মুখে প্রতিবেশীদের জানিয়েছিলেন, 'দেরাদুন যাচ্ছেন, কয়েকদিন পরে বাড়িতে ফিরবেন' । কিন্তু পাড়ার সেই দিদি আর কখনই বাড়ি ফিরবেন না ৷ এটা ভেবেই শোকে পাথর মহিশীলার শিমুলতলা এলাকার বাসিন্দারা । গতকাল উত্তরাখণ্ডের বাগেশ্বরে দুর্ঘটনা ঘটে যে 5 জনের মৃত্যু হয়েছে, তারমধ্যে রয়েছেন আসানসোলের মহিশীলার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীও (54) ।

গত 21 অক্টোবর আসানসোল রানিগঞ্জ থেকে মোট 35 জন পর্যটকের দল গিয়েছিলেন দেরাদুন বেড়াতে । গতকাল তিনটি গাড়ি করে তাঁরা কৌশানী যাচ্ছিলেন । তারমধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । ওই গাড়িতে মোট 12 জন যাত্রী ছিলেন । যার মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে । রাতেই উত্তরাখণ্ডের বাগেশ্বরের জেলাশাসক বিনীত কুমার এবং পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মৃতদের নাম প্রকাশ করেছেন । মৃতরা হলেন কিশোর ঘটক (59), শ্রাবণী চক্রবর্তী (56), সুব্রত ভট্টাচার্য (61), রুনা ভট্টাচার্য (56) এবং চন্দনা খাঁ (64) । এদের মধ্যে সুব্রত ভট্টাচার্য ও রুনা ভট্টাচার্য স্বামী-স্ত্রী । তাঁরা দুর্গাপুরের বাসিন্দা । কিশোর ঘটক ও চন্দনা খাঁ রানীগঞ্জের বাসিন্দা । শ্রাবণী চক্রবর্তী আসানসোলের বাসিন্দা।

উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত আসানসোলের শ্রাবণী, শোকে মুহ্যমান প্রতিবেশীরা

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

আসানসোলের মহিশীলায় শ্রাবণী দেবীর বাড়িতে তালা । প্রতিবেশীরাই জানালেন, ছেলে দিল্লিতে থাকেন । আর মেয়ে বিবাহ সূত্রে থাকেন শহরের অন্যপ্রান্তে ।স্বামী যদুনাথ চক্রবর্তীর সঙ্গেই মহিশীলার একটি ট্যুর এজেন্টের মাধ্যমে বেড়াতে গিয়েছিলেন শ্রাবণী দেবী । দুর্ঘটনায় তাঁর স্বামীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে । রানিগঞ্জের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ও আসানসোলের মহিশীলার বাসিন্দা । তিনি জানান, মোট 35 জন বেড়াতে গিয়েছিলেন । মহিশীলার থেকে যাঁরা গিয়েছিলেন তাঁদের আজই ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে । বাকিদের 30 অক্টোবর টিকিট হয়েছে । মৃতদেহগুলিও ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সরকার ৷

Last Updated : Oct 28, 2021, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.