ETV Bharat / bharat

Vinod Tomar Suspended: রেসলিং ফেডারেশনের সহকারী সম্পাদক বিনোদ তোমারকে সাসপেন্ড করল কেন্দ্র - Central Govt formed a Committee

রেসলিং ফেডারেশনের সহকারী সম্পাদককে সরিয়ে দেওয়া হল । কেন্দ্রীয় সরকার মনে করে এখন বিনোদ তোমারের পদে থেকে যাওয়া বিশৃঙ্খলার নামান্তর । এর আগে কেন্দ্রীয় আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করেছিলেন ববিতা ফোগাট থেকে শুরু করে বজরং পুনিয়ারা (Wrestlers Withdrew Protest After Meeting with Central Sports Minister )

Vinod Tomar Suspended
বিনোদ তোমার
author img

By

Published : Jan 22, 2023, 8:03 AM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি: রেসলিং ফেডারেশনের একাধিক কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে । মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ ঘিরে এমনিতেই তোলপাড় পডেছে সারা দেশে। নিজেদের দাবি নিয়ে দিল্লিতে ধরনায় বসেন অলিম্পিক থেকে শুরু করে কমনওয়েলথের মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী কুস্তিগীররা । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে শেষমেশ ধরনা ওঠে । এবার সংগঠনের সহকারী সম্পাদক বিনোদ তোমারকে সরিয়ে দেওয়া হল শনিবার।

এমনই উত্তেজনার আবহে রবিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা । একটা সময় মনে হয়েছিল যৌন হেনস্থার মতো অভিযোগ থাকায় এই সভাতেই পদত্যাগ করবেন সভাপতি ব্রিজভূষণ সরণ সিং । তবে পরে জানা যায় পদত্যাগ করছেন না, সাময়িক সময়ের জন্য সরে দাঁড়াবেন । এরইমধ্যে বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্র । সংগঠনের প্রতিদিনের কাজকর্মের পাশপাশি যৌন হেনস্থার মতো যে গুরুতর অভিযোগ উঠেছে তারও তদন্ত করবে (Central Govt formed a Committee to Investigate the Matter) ।

কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রকাশ্যে আসার আগে সংবাদসংস্থার এএনআইয়ের সঙ্গে কথা বলেন তোমার । সরাসরি না-বললেও এই বিতর্কে তিনি যে কার্যত সভাপতির পক্ষেই রয়েছেন তা বুঝিয়ে দেন । তাঁকে বলতে শোনা যায়, কুস্তিগীরদের প্রতিবাদ নিয়ে তিনি বিশেষ কিছু জানেন না । খোঁজ নিতে শুরু করেছেন। পাশাপাশি তাঁর দাবি এখনও কোনও কুস্তিগীর সংস্থায় অভিযোগ দায়ের করেননি। সেটা করলেই সমস্যা মিটে যাবে । এরপরই তাঁর অপসারণের খবর আসে ।

বিনোদ তোমার গত 20 বছর ধরে কুস্তি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন । সেই 2002 সাল থেকে সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকার সুবাদে সংস্থায় তাঁর প্রতিপত্তি ছিল বিরাট। তাছাড়া সভাপতির সঙ্গে তাঁর সংখ্যতাও ছিল। সংস্থার বহু গুরুত্বপূর্ণ কাজ তিনিই করতেন । তাছাড়া তাঁর বেতন নিয়েও কয়েকটি অসঙ্গতি চোখে পড়েছে কেন্দ্রের । জানা গিয়েছে, সাইয়ের একটি বিশেষ তহবিল থেকে তাঁর বেতন আসত । এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার মনে করছে বিনোদ তোমারের ফেডারেশনে পদে থেকে যাওয়া বিশৃঙ্খলার নামান্তর। এমতাবস্থায় তাঁকে সরিয়ে দেওয়া হল । নির্দেশিকা জারি করে সরকারি সিদ্ধান্ত ইতিমধ্যে জানানো হয়েছে ।

ববিতা ফোগাট, বজরং পুনিয়া থেকে শুরু করে সাকসি মালিক- ভারতীয় কুস্তির তাবড় চরিত্ররা ফেডারেশনের কার্যকলাপের বিরুদ্ধে সরব হন। দিল্লির যন্তরমন্তরে তাঁদের প্রতিবাদ করতে দেখে থমকে দাঁড়ায় দেশ । তৎপর হয় কেন্দ্র । দ্রুত দিল্লি ফিরে কুস্তিগীরদের সঙ্গে কথা বলেন ক্রীড়ামন্ত্রী । পরপর দু'দিন বৈঠক হয়। কেন্দ্রীয় ভূমিকায় আশ্বস্ত হন কুস্তিগীররা । উঠে যায় বিক্ষোভ । এরাব কুস্তি সংস্থার সহকারি সম্পাদককেও সরে যেতে হল ।

আরও পড়ুন: বিজেন্দর সিংকে প্রতিবাদ মঞ্চ ছাড়ার অনুরোধ কুস্তিগীরদের

নয়াদিল্লি, 22 জানুয়ারি: রেসলিং ফেডারেশনের একাধিক কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে । মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ ঘিরে এমনিতেই তোলপাড় পডেছে সারা দেশে। নিজেদের দাবি নিয়ে দিল্লিতে ধরনায় বসেন অলিম্পিক থেকে শুরু করে কমনওয়েলথের মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী কুস্তিগীররা । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে শেষমেশ ধরনা ওঠে । এবার সংগঠনের সহকারী সম্পাদক বিনোদ তোমারকে সরিয়ে দেওয়া হল শনিবার।

এমনই উত্তেজনার আবহে রবিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা । একটা সময় মনে হয়েছিল যৌন হেনস্থার মতো অভিযোগ থাকায় এই সভাতেই পদত্যাগ করবেন সভাপতি ব্রিজভূষণ সরণ সিং । তবে পরে জানা যায় পদত্যাগ করছেন না, সাময়িক সময়ের জন্য সরে দাঁড়াবেন । এরইমধ্যে বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্র । সংগঠনের প্রতিদিনের কাজকর্মের পাশপাশি যৌন হেনস্থার মতো যে গুরুতর অভিযোগ উঠেছে তারও তদন্ত করবে (Central Govt formed a Committee to Investigate the Matter) ।

কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রকাশ্যে আসার আগে সংবাদসংস্থার এএনআইয়ের সঙ্গে কথা বলেন তোমার । সরাসরি না-বললেও এই বিতর্কে তিনি যে কার্যত সভাপতির পক্ষেই রয়েছেন তা বুঝিয়ে দেন । তাঁকে বলতে শোনা যায়, কুস্তিগীরদের প্রতিবাদ নিয়ে তিনি বিশেষ কিছু জানেন না । খোঁজ নিতে শুরু করেছেন। পাশাপাশি তাঁর দাবি এখনও কোনও কুস্তিগীর সংস্থায় অভিযোগ দায়ের করেননি। সেটা করলেই সমস্যা মিটে যাবে । এরপরই তাঁর অপসারণের খবর আসে ।

বিনোদ তোমার গত 20 বছর ধরে কুস্তি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন । সেই 2002 সাল থেকে সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকার সুবাদে সংস্থায় তাঁর প্রতিপত্তি ছিল বিরাট। তাছাড়া সভাপতির সঙ্গে তাঁর সংখ্যতাও ছিল। সংস্থার বহু গুরুত্বপূর্ণ কাজ তিনিই করতেন । তাছাড়া তাঁর বেতন নিয়েও কয়েকটি অসঙ্গতি চোখে পড়েছে কেন্দ্রের । জানা গিয়েছে, সাইয়ের একটি বিশেষ তহবিল থেকে তাঁর বেতন আসত । এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার মনে করছে বিনোদ তোমারের ফেডারেশনে পদে থেকে যাওয়া বিশৃঙ্খলার নামান্তর। এমতাবস্থায় তাঁকে সরিয়ে দেওয়া হল । নির্দেশিকা জারি করে সরকারি সিদ্ধান্ত ইতিমধ্যে জানানো হয়েছে ।

ববিতা ফোগাট, বজরং পুনিয়া থেকে শুরু করে সাকসি মালিক- ভারতীয় কুস্তির তাবড় চরিত্ররা ফেডারেশনের কার্যকলাপের বিরুদ্ধে সরব হন। দিল্লির যন্তরমন্তরে তাঁদের প্রতিবাদ করতে দেখে থমকে দাঁড়ায় দেশ । তৎপর হয় কেন্দ্র । দ্রুত দিল্লি ফিরে কুস্তিগীরদের সঙ্গে কথা বলেন ক্রীড়ামন্ত্রী । পরপর দু'দিন বৈঠক হয়। কেন্দ্রীয় ভূমিকায় আশ্বস্ত হন কুস্তিগীররা । উঠে যায় বিক্ষোভ । এরাব কুস্তি সংস্থার সহকারি সম্পাদককেও সরে যেতে হল ।

আরও পড়ুন: বিজেন্দর সিংকে প্রতিবাদ মঞ্চ ছাড়ার অনুরোধ কুস্তিগীরদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.