ETV Bharat / bharat

Minor Rape in Madhya Pradesh : পরীক্ষায় পাসের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত ধর্মগুরু - MP police arrested spiritual guru in rape case

এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ (MP police arrested spiritual guru in rape case) ৷ তবে মূল অভিযুক্ত সীতারাম মহারাজ-সহ আরও দু’জন পলাতক ৷

Madhya Pradesh Crime News
পরীক্ষায় পাসের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত ধর্মগুরু
author img

By

Published : Mar 30, 2022, 7:29 PM IST

রেওয়া (মধ্যপ্রদেশ), 30 মার্চ : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ধর্মীয় গুরুর বিরুদ্ধে (Spiritual Guru Allegedly raped a teenage girl in Madhya Pradesh) ৷ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ায় ৷ ওই ধর্মগুরুর নাম সীতারাম মহারাজ ৷ এই ঘটনায় অভিযুক্ত আরও তিনজন ৷ তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় সিভিল লাইন পুলিশ (MP police arrested spiritual guru in rape case) ৷ ধৃতের নাম বিনোদ পান্ডে ৷

পুলিশ জানিয়েছে, বিনোদ পান্ডে ওই নাবালিকাকে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখায় ৷ তার কথায় বিশ্বাস করে ওই নাবালিকা বিনোদের কথা মতো সে প্রথমে স্থানীয় সৈনিক স্কুলের কাছে যায় ৷ তার পর সেখান থেকে তাকে সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয় ৷

পুলিশের কাছে নির্যাতিতা জানিয়েছে, সার্কিট হাউজেই ওই সীতারাম মহারাজ ছিল ৷ প্রথমে অভিযুক্তরা মদ্যপান করে ৷ তার পর তাকেও জোর করে মদ খাওয়ানো হয় ৷ শুরুতে সীতারাম মহারাজ তাকে ধর্ষণ করে ৷ তার পর বাকিরাও তার উপর যৌন নির্যাতন চালায় ৷

পুলিশ জানিয়েছে, একজনকে গ্রেফতার করা গেলেও সীতারাম মহারাজ-সহ বাকিরা পলাতক ৷ পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷ সীতারাম মহারাজের কাছে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে ৷ ধৃত বিনোদের নামও আগে থেকেও পুলিশের কাছে রয়েছে ৷

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে মধ্যপ্রদেশে ৷ কংগ্রেস এই ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছে (Congress demands CID enquiry in Rewa rape case) ৷ অভিযুক্তদের ফাঁসির দাবিতেও সরব হয়েছে কংগ্রেস ৷

আরও পড়ুন : Delhi Rape Case Arrest in Kolkata : ধোসায় মাদক মিশিয়ে দিল্লির হোটেলে যুবতীকে ধর্ষণ ! কলকাতায় গ্রেফতার যুবক

রেওয়া (মধ্যপ্রদেশ), 30 মার্চ : নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ধর্মীয় গুরুর বিরুদ্ধে (Spiritual Guru Allegedly raped a teenage girl in Madhya Pradesh) ৷ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়ায় ৷ ওই ধর্মগুরুর নাম সীতারাম মহারাজ ৷ এই ঘটনায় অভিযুক্ত আরও তিনজন ৷ তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় সিভিল লাইন পুলিশ (MP police arrested spiritual guru in rape case) ৷ ধৃতের নাম বিনোদ পান্ডে ৷

পুলিশ জানিয়েছে, বিনোদ পান্ডে ওই নাবালিকাকে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখায় ৷ তার কথায় বিশ্বাস করে ওই নাবালিকা বিনোদের কথা মতো সে প্রথমে স্থানীয় সৈনিক স্কুলের কাছে যায় ৷ তার পর সেখান থেকে তাকে সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয় ৷

পুলিশের কাছে নির্যাতিতা জানিয়েছে, সার্কিট হাউজেই ওই সীতারাম মহারাজ ছিল ৷ প্রথমে অভিযুক্তরা মদ্যপান করে ৷ তার পর তাকেও জোর করে মদ খাওয়ানো হয় ৷ শুরুতে সীতারাম মহারাজ তাকে ধর্ষণ করে ৷ তার পর বাকিরাও তার উপর যৌন নির্যাতন চালায় ৷

পুলিশ জানিয়েছে, একজনকে গ্রেফতার করা গেলেও সীতারাম মহারাজ-সহ বাকিরা পলাতক ৷ পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷ সীতারাম মহারাজের কাছে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে ৷ ধৃত বিনোদের নামও আগে থেকেও পুলিশের কাছে রয়েছে ৷

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে মধ্যপ্রদেশে ৷ কংগ্রেস এই ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছে (Congress demands CID enquiry in Rewa rape case) ৷ অভিযুক্তদের ফাঁসির দাবিতেও সরব হয়েছে কংগ্রেস ৷

আরও পড়ুন : Delhi Rape Case Arrest in Kolkata : ধোসায় মাদক মিশিয়ে দিল্লির হোটেলে যুবতীকে ধর্ষণ ! কলকাতায় গ্রেফতার যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.