নয়াদিল্লি, 15 জানুয়ারি: অযোধ্যা বিমানবন্দরে প্রথম বিমান পরিষেবা দেওয়া শুরু করেছে ইন্ডিগো ৷ এবার দ্বিতীয় সংস্থা হিসেবে সেই তালিকায় জুড়ল স্পাইসজেটের ৷ 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে পরিষেবা দেওয়া শুরু করবে ভারতের তৃতীয় সর্বোচ্চ বিমান সংস্থা ৷ চেন্নাই, বেঙ্গালুরু ও মুম্বই থেকে অযোধ্যায় রোজ বিমান ওঠা নামা করবে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, অযোধ্যা থেকে 189 আসনের বোয়িং 737 বিমান এই তিনটি রুটে চলাচল করবে ৷
স্পাইসজেটের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "স্পাইসজেট নিজেদের নেটওয়ার্ককে আরও বড় ও শক্তিশালী করতে বদ্ধপরিকর ৷ আর সেই লক্ষ্যে বিমানসংস্থা অযোধ্যার সঙ্গে ভারতের বড় শহরগুলিকে খুব শীঘ্র জুড়তে চলেছে ৷" গত সপ্তাহে স্পাইসজেটের তরফে জানানো হয়েছিল, দিল্লি থেকে অযোধ্যার মধ্যে 21 জানুয়ারি বিশেষ বিমান পরিষেবা দেবে তারা ৷ মূলত, 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান উপলক্ষে এই বিশেষ পরিষেবা দেওয়ার কথা বলেছিল স্পাইসজেট ৷ ওই দিন অযোধ্যা থেকে ফেরার বিমান পরিষেবাও দেবে সংস্থাটি ৷
স্পাইসজেট দাবি করেছে, তারা অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাওয়া ভক্তরা নির্ঝঞ্ঝাট পরিষেবা পাবেন ৷ আর আগামী 1 ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই থেকে সংযোগকারী বিমান পরিষেবা দেবে ৷ অর্থাৎ, মুম্বই থেকে শ্রীনগরগামী বিমান অযোধ্যা হয়ে যাবে ৷ তেমনি চেন্নাই থেকে অযোধ্যা হয়ে জয়পুর যাবে সংস্থার বিমান ৷ আর বেঙ্গালুরু-অযোধ্যা হয়ে বারাণসী বিমানবন্দরে পরিষেবা দেবে স্পাইসজেট ৷
স্পাইসজেটের চিফ কমার্শিয়াল অফিসার শিল্পা ভাটিয়া জানিয়েছেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, চেন্নাই, বেঙ্গালুরু এবং মুম্বই থেকে অযোধ্যায় সংযোগকারী অবিরাম বিমান পরিষেবা চালু করা হচ্ছে ৷ এই নতুন বিমান পরিষেবার মাধ্যমে যোগাযোগ বাড়ানো ও যাত্রীদের সুবিধাজনক ভ্রমণের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷ স্পাইসজেট খুব দ্রুত ভারতের অন্যান্য শহরের সঙ্গে অযোধ্যাকে যুক্ত করবে ৷ সঙ্গে নির্ঝঞ্ঝাট পরিষেবা দেওয়া হবে যাত্রীদের ৷"
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে স্পাইসজেট-সহ একাধিক বিমান পরিবহণ সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে ৷ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, বোর্ডিংয়ের পর যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করানো, বিমান দেরিতে ছাড়ার কারণ যাত্রীদের না জানানোর মতো ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে ৷ এমনকি বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধেও একাধিক অসহযোগিতার অভিযোগ করেছেন সাধারণ মানুষ থেকে তারকা অনেকেই ৷
আরও পড়ুন: