ETV Bharat / bharat

1 ফেব্রুয়ারি থেকে অযোধ্যায় পরিষেবা দেবে স্পাইসজেট - রাম মন্দির

Spice jet Announces Connecting Flights to Ayodhya: 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা ৷ তার একদিন আগে থেকে বিশেষ পরিষেবা দেবে স্পাইসজেট ৷ আর 1 ফেব্রুয়ারি থেকে কয়েকটি নির্ধারিত শহর থেকে নিয়মিত পরিষেবা দেবে বিমানসংস্থাটি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 7:50 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: অযোধ্যা বিমানবন্দরে প্রথম বিমান পরিষেবা দেওয়া শুরু করেছে ইন্ডিগো ৷ এবার দ্বিতীয় সংস্থা হিসেবে সেই তালিকায় জুড়ল স্পাইসজেটের ৷ 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে পরিষেবা দেওয়া শুরু করবে ভারতের তৃতীয় সর্বোচ্চ বিমান সংস্থা ৷ চেন্নাই, বেঙ্গালুরু ও মুম্বই থেকে অযোধ্যায় রোজ বিমান ওঠা নামা করবে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, অযোধ্যা থেকে 189 আসনের বোয়িং 737 বিমান এই তিনটি রুটে চলাচল করবে ৷

স্পাইসজেটের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "স্পাইসজেট নিজেদের নেটওয়ার্ককে আরও বড় ও শক্তিশালী করতে বদ্ধপরিকর ৷ আর সেই লক্ষ্যে বিমানসংস্থা অযোধ্যার সঙ্গে ভারতের বড় শহরগুলিকে খুব শীঘ্র জুড়তে চলেছে ৷" গত সপ্তাহে স্পাইসজেটের তরফে জানানো হয়েছিল, দিল্লি থেকে অযোধ্যার মধ্যে 21 জানুয়ারি বিশেষ বিমান পরিষেবা দেবে তারা ৷ মূলত, 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান উপলক্ষে এই বিশেষ পরিষেবা দেওয়ার কথা বলেছিল স্পাইসজেট ৷ ওই দিন অযোধ্যা থেকে ফেরার বিমান পরিষেবাও দেবে সংস্থাটি ৷

স্পাইসজেট দাবি করেছে, তারা অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাওয়া ভক্তরা নির্ঝঞ্ঝাট পরিষেবা পাবেন ৷ আর আগামী 1 ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই থেকে সংযোগকারী বিমান পরিষেবা দেবে ৷ অর্থাৎ, মুম্বই থেকে শ্রীনগরগামী বিমান অযোধ্যা হয়ে যাবে ৷ তেমনি চেন্নাই থেকে অযোধ্যা হয়ে জয়পুর যাবে সংস্থার বিমান ৷ আর বেঙ্গালুরু-অযোধ্যা হয়ে বারাণসী বিমানবন্দরে পরিষেবা দেবে স্পাইসজেট ৷

স্পাইসজেটের চিফ কমার্শিয়াল অফিসার শিল্পা ভাটিয়া জানিয়েছেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, চেন্নাই, বেঙ্গালুরু এবং মুম্বই থেকে অযোধ্যায় সংযোগকারী অবিরাম বিমান পরিষেবা চালু করা হচ্ছে ৷ এই নতুন বিমান পরিষেবার মাধ্যমে যোগাযোগ বাড়ানো ও যাত্রীদের সুবিধাজনক ভ্রমণের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷ স্পাইসজেট খুব দ্রুত ভারতের অন্যান্য শহরের সঙ্গে অযোধ্যাকে যুক্ত করবে ৷ সঙ্গে নির্ঝঞ্ঝাট পরিষেবা দেওয়া হবে যাত্রীদের ৷"

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে স্পাইসজেট-সহ একাধিক বিমান পরিবহণ সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে ৷ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, বোর্ডিংয়ের পর যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করানো, বিমান দেরিতে ছাড়ার কারণ যাত্রীদের না জানানোর মতো ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে ৷ এমনকি বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধেও একাধিক অসহযোগিতার অভিযোগ করেছেন সাধারণ মানুষ থেকে তারকা অনেকেই ৷

আরও পড়ুন:

  1. বিমান ছাড়তে দেরির ঘোষণায় ইন্ডিগোর পাইলটকে ঘুষি, গ্রেফতার অভিযুক্ত যাত্রী
  2. রাধিকা আপ্তের পর সুরভি, বিমান পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ 'নাগিন' অভিনেত্রীর
  3. বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী

নয়াদিল্লি, 15 জানুয়ারি: অযোধ্যা বিমানবন্দরে প্রথম বিমান পরিষেবা দেওয়া শুরু করেছে ইন্ডিগো ৷ এবার দ্বিতীয় সংস্থা হিসেবে সেই তালিকায় জুড়ল স্পাইসজেটের ৷ 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে পরিষেবা দেওয়া শুরু করবে ভারতের তৃতীয় সর্বোচ্চ বিমান সংস্থা ৷ চেন্নাই, বেঙ্গালুরু ও মুম্বই থেকে অযোধ্যায় রোজ বিমান ওঠা নামা করবে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, অযোধ্যা থেকে 189 আসনের বোয়িং 737 বিমান এই তিনটি রুটে চলাচল করবে ৷

স্পাইসজেটের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "স্পাইসজেট নিজেদের নেটওয়ার্ককে আরও বড় ও শক্তিশালী করতে বদ্ধপরিকর ৷ আর সেই লক্ষ্যে বিমানসংস্থা অযোধ্যার সঙ্গে ভারতের বড় শহরগুলিকে খুব শীঘ্র জুড়তে চলেছে ৷" গত সপ্তাহে স্পাইসজেটের তরফে জানানো হয়েছিল, দিল্লি থেকে অযোধ্যার মধ্যে 21 জানুয়ারি বিশেষ বিমান পরিষেবা দেবে তারা ৷ মূলত, 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান উপলক্ষে এই বিশেষ পরিষেবা দেওয়ার কথা বলেছিল স্পাইসজেট ৷ ওই দিন অযোধ্যা থেকে ফেরার বিমান পরিষেবাও দেবে সংস্থাটি ৷

স্পাইসজেট দাবি করেছে, তারা অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাওয়া ভক্তরা নির্ঝঞ্ঝাট পরিষেবা পাবেন ৷ আর আগামী 1 ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই থেকে সংযোগকারী বিমান পরিষেবা দেবে ৷ অর্থাৎ, মুম্বই থেকে শ্রীনগরগামী বিমান অযোধ্যা হয়ে যাবে ৷ তেমনি চেন্নাই থেকে অযোধ্যা হয়ে জয়পুর যাবে সংস্থার বিমান ৷ আর বেঙ্গালুরু-অযোধ্যা হয়ে বারাণসী বিমানবন্দরে পরিষেবা দেবে স্পাইসজেট ৷

স্পাইসজেটের চিফ কমার্শিয়াল অফিসার শিল্পা ভাটিয়া জানিয়েছেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, চেন্নাই, বেঙ্গালুরু এবং মুম্বই থেকে অযোধ্যায় সংযোগকারী অবিরাম বিমান পরিষেবা চালু করা হচ্ছে ৷ এই নতুন বিমান পরিষেবার মাধ্যমে যোগাযোগ বাড়ানো ও যাত্রীদের সুবিধাজনক ভ্রমণের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷ স্পাইসজেট খুব দ্রুত ভারতের অন্যান্য শহরের সঙ্গে অযোধ্যাকে যুক্ত করবে ৷ সঙ্গে নির্ঝঞ্ঝাট পরিষেবা দেওয়া হবে যাত্রীদের ৷"

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে স্পাইসজেট-সহ একাধিক বিমান পরিবহণ সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে ৷ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, বোর্ডিংয়ের পর যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করানো, বিমান দেরিতে ছাড়ার কারণ যাত্রীদের না জানানোর মতো ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে ৷ এমনকি বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধেও একাধিক অসহযোগিতার অভিযোগ করেছেন সাধারণ মানুষ থেকে তারকা অনেকেই ৷

আরও পড়ুন:

  1. বিমান ছাড়তে দেরির ঘোষণায় ইন্ডিগোর পাইলটকে ঘুষি, গ্রেফতার অভিযুক্ত যাত্রী
  2. রাধিকা আপ্তের পর সুরভি, বিমান পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ 'নাগিন' অভিনেত্রীর
  3. বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.