গুয়াহাটি, 9 অক্টোবর: চলমান একটি ট্রাকের ধাক্কায় অসমের কাজিরাঙা অভয়ারণ্যে অল্পের জন্য রক্ষা পেল একটি একশৃঙ্গ গণ্ডার ৷ প্রাণে বাঁচলেও দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে গণ্ডারটি (Speeding Truck Hits Rhinoceros at Kaziranga National Park) ৷ শনিবার সকাল সাড়ে 10টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে অভয়ারণ্যের মধ্যবর্তী জাতীয় সড়কে ৷
বিভিন্ন সংবাদমাধ্যমের হাতে ঘটনার যে সিসিটিভি ফুটেজ পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে, রাস্তা পারাপার করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে গণ্ডারটি ৷ অভয়ারণ্যের রাস্তা দিয়ে দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ রাখতে না-পেরে গণ্ডারটিকে আঘাত করে ৷ প্রাণে বাঁচলেও ট্রাকের ধাক্কায় গুরুতর আহত গণ্ডারটি দুর্ঘটনাস্থলের অনতিদূরে গিয়ে লুটিয়ে পড়ে ৷
32 কিলোমিটার বিস্তৃত হলদিবাড়ির অ্যানিমাল করিডোর (Haldibari animal corridore) দিয়ে গুয়াহাটির উদ্দেশে যাওয়া ট্রাকটিকে পরবর্তীতে বাগোরি পুলিশের সহায়তায় বাজেয়াপ্ত করে বন দফতর ৷ পরিবহণ দফতর এবং বনদফতরের তরফে আলাদা আলাদা অংকের জরিমানা হয়েছে ট্রাকটির ৷
আরও পড়ুন: ছাগল চুরি নিয়ে ঝামেলা, গুলি করে খুন কৃষককে
গোলাঘাট বন দফতরের অফিসার রমেশ কুমার গগৈ (DFO Ramesh Kumar Gogoi) জানিয়েছেন, হলদিবাড়ি অ্যানিম্যাল করিডোর দিয়ে যাওয়ার ক্ষেত্রে গাড়ির জন্য বরাদ্দ গতিসীমা লঙ্ঘন করেছিল ট্রাকটি ৷ পাশাপাশি আহত গণ্ডারটির সন্ধান পেতে বন দফতরের তরফে ড্রোনেরও বন্দোবস্ত করা হয়েছে বলে খবর ৷