ETV Bharat / bharat

UP Minister Slams Akhilesh Yadav: প্রধানমন্ত্রী হবেন অখিলেশ ! 'দিবাস্বপ্ন' বলে কটাক্ষ বিজেপির - অখিলেশ যাদব

'ইন্ডিয়া' জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি ৷ বিরোধী জোটের তরফে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না করা হলেও ইতিমধ্যেই জোটের বিভিন্ন দল নিজেদের মতো করে প্রধানমন্ত্রী চেহারার ইঙ্গিত দিতে শুরু করেছে ৷ তেমনই সমাজবাদী পার্টির তরফেও পোস্টার দেওয়া হয়েছিল অখিলেশ যাদবই প্রধানমন্ত্রীর মুখ ৷ য৷র পালটা খোঁচা দিয়েছে বিজেপি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 3:54 PM IST

লখনউ, 23 অক্টোবর: সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদবকে 'ভবিষ্যত প্রধানমন্ত্রী' হিসাবে চিহ্নিত করে পোস্টার দেওয়ায় তীব্র আক্রমণ করেছে বিজেপি ৷ উত্তরপ্রদেশের মন্ত্রী এবং বিজেপি নেতা ড্যানিশ আজাদ আনসারি রবিবার চরম কটাক্ষ করে জানান, সমাজবাদী দল দিবাস্বপ্ন দেখছিল কিন্তু জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরেই আস্থা রেখেছে।

'ইন্ডিয়া' জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি ৷ বিরোধী জোটের তরফে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না করা হলেও ইতিমধ্যেই জোটের বিভিন্ন দল নিজেদের মতো করে প্রধানমন্ত্রী চেহারার ইঙ্গিত দিতে শুরু করেছে ৷ তেমনই সমাজবাদী পার্টির তরফেও পোস্টার দেওয়া হয়েছিল অখিলেশ যাদবই প্রধানমন্ত্রী মুখ ৷ য৷র পালটা এদিন আনসারি বলেন, "একটি প্রচলিত প্রবাদ আছে, 'মুঙ্গেরি লাল কে হাসিন স্বপ্নে'। কেউ কাউকে দিবাস্বপ্ন দেখা থেকে আটকাতে পারে না। কিন্তু একজনের নিজের সামর্থ্য অনুযায়ী স্বপ্ন দেখা উচিত। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ৷" এরই সঙ্গে জোর দিয়ে আনসারি বলেন, "দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বাস করে এবং দেশ অবশ্যই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ৷"

এর আগে, সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদবকে "ভবিষ্যত প্রধানমন্ত্রী" হিসাবে চিত্রিত করা বেশ কয়েকটি পোস্টার পার্টি কর্মীরা লখনউতে দলীয় সদর দফতরের বাইরে লাগিয়েছিল। এই বিষয়ে এসপি মুখপাত্র ফখরুল হাসান চন্দ বলেন, "অখিলেশ যাদবের জন্মদিন 1 জুলাই, কিন্তু তাদের নেতার প্রতি তাদের ভালবাসা এবং শ্রদ্ধা জানাতে সমাজবাদী পার্টির কর্মীরা একাধিকবার তাঁর জন্মদিন উদযাপন করেন। কিছু দলের নেতা ও কর্মী তাঁর জন্মদিন উদযাপন করছেন ৷" তাঁর দাবি, দলের কর্মীরা প্রার্থনা করছেন যে অখিলেশ যাদব দেশের প্রধানমন্ত্রী হন এবং মানুষের সেবা করুন ৷

আরও পড়ুন: 'চব্বিশের নির্বাচনে বিজেপিকে হারানো দেশপ্রেমের কাজ', মন্তব্য কেজরিওয়ালের

অখিলেশ যাদবের এসপি ইন্ডিয়া জোটের অন্যতম শরিক। ইন্ডিয়া জোট হল 28টি রাজনৈতিক দলের একটি জোট, যা 2024 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত হয়েছে ৷ জোটের তরফে অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদের প্রার্থীর মুখ ঘোষণা করা হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.