নয়াদিল্লি, 26 নভেম্বর: প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি মল্লিকার্জুন খাড়গের জীবনের পাঁচ দশকের উপর লেখা বই প্রকাশ করবেন আগামী 29 নভেম্বর ৷ কংগ্রেস সর্বভারতীয় সভাপতি হিসাবে ওই দিনই তাঁর এক বছর পূর্তি হচ্ছে ৷ সুখদেব থোরাট এবং চেতন শিন্ডে সম্পাদিত বইটি মূলত খাড়গের পাঁচ দশকের রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেছে ৷ একই সঙ্গে, সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তির রাজনীতি নিয়ে খাড়গের মনোভাবও বইতে স্থান পেয়েছে।
দলের অভ্যন্তরীণ ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে পরাজিত করে গত 19 অক্টোবর 2022-এ খাড়গে দলীয় শীর্ষ পদে নির্বাচিত হন ৷ যেখানে সারা দেশ থেকে নয় হাজার প্রতিনিধি ভোট দিয়েছিলেন। এরপর খাড়গে গত 26 অক্টোবর কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। গত 24 বছরের ব্যবধানে অ-গান্ধি পরিবারের কোনও ব্যক্তি দলের প্রধান হওয়ায় একাধিক জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল ৷ যদিও মল্লিকার্জুন খাড়গের দায়িত্ব গ্রহণের প্রথম বছরটি বেশ ঘটনাবহুল ছিল। দলের নেতারা এমনটাই জানাচ্ছেন ৷
কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, যিনি 19 অক্টোবর 24 বছরের মধ্যে প্রথম অ-গান্ধি সভাপতি হিসাবে এক বছর পূর্ণ করেছেন ৷ তিনি সফলভাবে দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে নিজের ভূমিকা পালন করেছেন বলে দলের নেতারা জানিয়েছেন। 1996 সালে কংগ্রেসের শেষ অ-গান্ধি সভাপতি ছিলেন যখন সীতারাম কেশরী ৷ সে সময় শরদ পাওয়ার এবং রাজেশ পাইলটকে পরাজিত করে দলের শীর্ষ পদে নির্বাচিত হন।
এআইসিসি নেতা মনীশ চত্রথ বলেন, “অত্যন্ত সমৃদ্ধ রাজনৈতিক জীবন। পাঁচ দশক ধরে রাজনীতিতে থাকা অনেক বড় অর্জন। তিনি অন্তত 10টি নির্বাচনে লড়েছেন এবং মাত্র একবার হেরেছেন। তিনি সর্বদা জনগণের সমস্যাগুলির কথা তুলে ধরেছেন ৷ এখনও একইভাবে কাজ করছেন ৷ খাড়গে কর্ণাটক নির্বাচনে 25টি জনসভায় ভাষণ দিয়েছেন এবং সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে সক্রিয়ভাবে প্রচার চালিয়েছেন। তিনি এখনও তেলেঙ্গানা নিয়ে ব্যস্ত ৷"
এআইসিসি'র ওই নেতার মতে, দলীয় প্রধান হিসেবে খাড়গের প্রথম বছর অনেকটাই ভালো ছিল দলের পক্ষে ৷ তাঁর কথায়, “দলের সঙ্গে তাঁর একটা সুক্ষ্ম বোঝাপড়া আছে। তিনি বিভিন্ন দলীয় প্যানেলে রয়েছেন এবং সংগঠনকে ভালোভাবে তৃণমূল স্তর থেকে চেনেন। তাঁর অভিজ্ঞতা দলের জন্য সম্পদ। তিনি বিরোধী দলগুলোকেও ঐক্যবদ্ধ করেছেন। রাহুল, খাড়গে নেতৃত্বের কম্বো দলের জন্য ভাল হয়েছে এবং ভাল ফলাফল আনবে বলেও আমাদের বিশ্বাস। সোনিয়া গান্ধিও খাড়গেকে সম্মান করেন ৷ তাঁকে দল পরিচালনা করার জন্য সম্পূর্ণ জায়গা দিয়েছেন ৷" দলের অভ্যন্তরীণ সূত্রের মতে, গত এক বছরে খাড়গে কংগ্রেস ওয়ার্কিং কমিটি পুনর্গঠন করেছেন ৷ সংগঠনে বেশ কিছু পরিবর্তন করেছেন ৷ গত বছর হিমাচল প্রদেশ এবং কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে দল ৷ রাহুল গান্ধির দেশব্যাপী ভারত জোড়ো যাত্রার তত্ত্বাবধানও করেছেন ৷
আরও পড়ুন