ETV Bharat / bharat

Natwar singh: সোনিয়াই 'অল-টাইম বস', ওয়ার্কিং কমিটির বৈঠক 'লোকদেখানো'; কটাক্ষ নটবরের

গত সপ্তাহে নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল ৷ সেখানেই সোনিয়া গান্ধি বুঝিয়ে দেন, কংগ্রেসের রাশ এখনও রয়েছে তাঁর হাতেই ৷ তিনি স্বচ্ছতায় বিশ্বাস করেন ৷ কিছু বলার থাকলে তিনি দলের অন্দরেই বলবেন ৷ সংবাদমাধ্যমের সাহায্য নিয়ে তিনি কাউকে বার্তা দিতে চান না ৷

Natwar singh
Natwar singh
author img

By

Published : Oct 17, 2021, 10:11 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর : 24 ঘণ্টা আগে নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে (Congress Working Committee Meeting) সোনিয়া জানিয়ে দিয়েছেন, আপাতত তিনিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী ৷ সেই বৈঠককেই একপ্রকার নস্যাৎ করে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মনমোহন সিং জমানার প্রাক্তন বিদেশমন্ত্রী মন্ত্রী নটবর সিং ৷

আরও পড়ুন : Sonia Gandhi : আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী, বিক্ষুব্ধদের জবাব সোনিয়ার

গত বছর থেকেই কংগ্রেসে (Congress) সাংগঠনিক নির্বাচন চেয়ে সরব দলের নেতাদের একাংশ ৷ যাঁরা এই দাবি তুলেছেন, তাঁদের জি-23 বলা হচ্ছে ৷ কারণ, 23 জন নেতা এই দাবিতে চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধিকে ৷ সেই তালিকায় গুলাম নবি আজাদ, আনন্দ শর্মার মতো বর্ষীয়ান কংগ্রেস নেতাও ছিলেন ৷ এই নেতারা পরবর্তী সময়েও একই দাবিতে সরব হয়েছিলেন ৷ মূলত তাঁদের দাবিতেই ডাকা হয়েছিল ওয়ার্কিং কমিটির বৈঠক ৷

আরও পড়ুন : kerala flood: ভারী বৃষ্টির জেরে কেরালায় ধস, শবরীমালা দর্শন বন্ধ রাখার অনুরোধ সরকারের

শীর্ষ নেতৃত্বর দিকে কটাক্ষ ছুড়ে দিয়ে নটবর সিং বলেন, "ওই বৈঠকের কোনও মানেই হয় না ৷ 21 বছর ধরে সোনিয়াই কংগ্রেসের সর্বেসর্বা, দলের অল টাইম বস ৷ একথা জানতেন বলেই জি-23 মেম্বাররা মিটিংয়ের আগে হম্বিতম্বি করছিলেন, মিটিং চলাকালীন টুঁ শব্দটি করেননি ৷"

প্রসঙ্গত, 2019-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election 2019) পরাজয়ের দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তার পর থেকে অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধি ৷ আগামী বছরের সেপ্টেম্বরে কংগ্রেসের সভাপতি নির্বাচন হতে পারে ৷

নয়াদিল্লি, 17 অক্টোবর : 24 ঘণ্টা আগে নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে (Congress Working Committee Meeting) সোনিয়া জানিয়ে দিয়েছেন, আপাতত তিনিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী ৷ সেই বৈঠককেই একপ্রকার নস্যাৎ করে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মনমোহন সিং জমানার প্রাক্তন বিদেশমন্ত্রী মন্ত্রী নটবর সিং ৷

আরও পড়ুন : Sonia Gandhi : আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী, বিক্ষুব্ধদের জবাব সোনিয়ার

গত বছর থেকেই কংগ্রেসে (Congress) সাংগঠনিক নির্বাচন চেয়ে সরব দলের নেতাদের একাংশ ৷ যাঁরা এই দাবি তুলেছেন, তাঁদের জি-23 বলা হচ্ছে ৷ কারণ, 23 জন নেতা এই দাবিতে চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধিকে ৷ সেই তালিকায় গুলাম নবি আজাদ, আনন্দ শর্মার মতো বর্ষীয়ান কংগ্রেস নেতাও ছিলেন ৷ এই নেতারা পরবর্তী সময়েও একই দাবিতে সরব হয়েছিলেন ৷ মূলত তাঁদের দাবিতেই ডাকা হয়েছিল ওয়ার্কিং কমিটির বৈঠক ৷

আরও পড়ুন : kerala flood: ভারী বৃষ্টির জেরে কেরালায় ধস, শবরীমালা দর্শন বন্ধ রাখার অনুরোধ সরকারের

শীর্ষ নেতৃত্বর দিকে কটাক্ষ ছুড়ে দিয়ে নটবর সিং বলেন, "ওই বৈঠকের কোনও মানেই হয় না ৷ 21 বছর ধরে সোনিয়াই কংগ্রেসের সর্বেসর্বা, দলের অল টাইম বস ৷ একথা জানতেন বলেই জি-23 মেম্বাররা মিটিংয়ের আগে হম্বিতম্বি করছিলেন, মিটিং চলাকালীন টুঁ শব্দটি করেননি ৷"

প্রসঙ্গত, 2019-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election 2019) পরাজয়ের দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তার পর থেকে অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধি ৷ আগামী বছরের সেপ্টেম্বরে কংগ্রেসের সভাপতি নির্বাচন হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.