নয়াদিল্লি, 20 জুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress President Sonia Gandhi discharged from hospital) ৷ সোমবার সন্ধ্যায় তিনি দিল্লির গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পান ৷ দলীয় সূত্রে খবর, কংগ্রেস সভানেত্রীকে আপাতত বাড়িতেই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ গত 2 জুন সোনিয়ার করোনা সংক্রমণ ধরা পড়ে ৷ 12 জুন তিনি হাসপাতালে ভর্তি হন ৷
এদিন কংগ্রেস সভানেত্রীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ টুইটারে তিনি লেখেন, "আজ সন্ধ্যায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷" কোভিড সংক্রমণের পর নাক থেকে রক্তপাত হওয়ায় সোনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আগে জানিয়েছিলেন রমেশ ৷
-
Congress President Smt. Sonia Gandhi has been discharged from Sir Ganga Ram Hospital this evening and advised rest at home.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congress President Smt. Sonia Gandhi has been discharged from Sir Ganga Ram Hospital this evening and advised rest at home.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 20, 2022Congress President Smt. Sonia Gandhi has been discharged from Sir Ganga Ram Hospital this evening and advised rest at home.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 20, 2022
আরও পড়ুন : আগরতলা থেকে সৌগত বিতর্কে প্রতিক্রিয়া দিলেন অভিষেক
ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী 23 জুন সোনিয়া গান্ধিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ কিন্তু চিকিৎসকরা আপাতত তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়ায় সেদিন কংগ্রেস সভানেত্রী ইডি দফতরে যাবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷ উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরূপ মামলায় ইতিমধ্যেই সোনিয়া পুত্র তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ গত সপ্তাহে তিন দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সোমবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷