ETV Bharat / bharat

Sonam Wangchuk Message to People: 'আমার পাশে দাঁড়ান, লাদাখ বাঁচান !' বলছেন 'ফুংসুখ ওয়াংড়ু' - সোনম ওয়াংচুক

লাদাখ বাঁচাতে এবার আমজনতাকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বাস্তবের ফুংসুখ ওয়াংড়ু অর্থাৎ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk urges people to join him on Save Ladakh campaign) ৷ কী বললেন তিনি ?

Sonam Wangchuk urges people to join him on Save Ladakh campaign
সোনম ওয়াংচুক
author img

By

Published : Jan 30, 2023, 1:41 PM IST

হায়দরাবাদ, 30 জানুয়ারি: লাদাখ বাঁচাতে এবার আমজনতাকে তাঁর পাশে এসে দাঁড়ানোর ডাক দিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk urges people to join him on Save Ladakh campaign) ৷ পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার দাবিতে অনশন শুরু করেছেন তিনি ৷ তাঁর দাবি, ভারতীয় সংবিধানের আওতায় ষষ্ঠ তফসিলের অধীনে লাদাখকে স্বায়ত্তশাসনের ক্ষমতা দেওয়া হোক ৷ এই দাবিকে সামনে রেখেই লাদাখের হাড় কাঁপানো ঠান্ডায় অনশন শুরু করেছেন সোনম ৷ তাঁর একটি ভিডিয়ো বার্তা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে সোনমের আবেদন, যাঁরা লাদাখ তথা বিশ্বের সামগ্রিক পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত, তাঁরা সকলেই তাঁর সঙ্গে আন্দোলনে সামিল হোন ৷ তাঁরা যাতে লাদাখ বাঁচানোর দাবিকে সামনে রেখে নিজেদের এলাকায় একইভাবে অনশনের আয়োজন করেন, সেই আর্জিও করেছেন সোনম ৷

প্রসঙ্গত, সোনমের এই অনশন প্রতীকী ৷ সোমবারই (30 জানুয়ারি, 2023) এই কর্মসূচির শেষ দিন ৷ থ্রি ইডিয়টস-খ্যাত সোনমের (ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ফুংসুখ ওয়াংড়ু) দাবি, শেষ দিনে তাঁর সঙ্গে বহু মানুষ এই অনশনে সামিল হবেন ৷ সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তাঁরাও প্রতীকী অনশন করবেন ৷ আমজনতার প্রতি সোনমের বার্তা, যাঁরা লাদাখের পরিবেশ বাঁচাতে চান, তাঁরাও নিজেদের এলাকায় এদিন প্রতীকী অনশন করুন এবং সেই ছবি সোশাল মিডিয়ায় যত বেশি করে সম্ভব শেয়ার করার ব্যবস্থা করুন ৷

আরও পড়ুন: লাদাখ বাঁচাতে মাইনাস 18 ডিগ্রিতে অনশনে 'থ্রি ইডিয়টস' খ্যাত সোনম ওয়াংচুক

প্রসঙ্গত, সোনম ওয়াংচুকের এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় সোনমের একটি লম্বা ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ৷ তাতে সোনম দাবি করেছেন, তাঁকে কার্যত গৃহবন্দি করা রাখা হয়েছে ৷ বস্তুত, তাঁর অবস্থা গৃহবন্দি হয়ে থাকার থেকেও শোচনীয় ! অনশন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন তাঁকে বন্ডে স্বাক্ষর করতে বলেছেন বলেও দাবি করেছেন সোনম ৷

  • YOU CAN JOIN ME IN @ClimateFast
    Many have asked how to join!
    30th Jan is the last day of my 5 day fast... Join me for a 1 day fast from your own places and share on social media for solidarity.
    Those with leadership qualities could organise at safe public places from 9 am to 6pm pic.twitter.com/UwrlMjv0GL

    — Sonam Wangchuk (@Wangchuk66) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে একটি টুইট করেছেন সোনম ওয়াংচুক ৷ সেই টুইটে তিনি লিখেছেন, "বিশ্বের আইনজীবীদের বলছি !!! লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন চাইছে, আমি একটি বন্ড স্বাক্ষর করি ৷ অথচ, আমি এখন অনশনে রয়েছি এবং সর্বত্র প্রার্থনা করা হচ্ছে ৷ আমাকে দয়া করে বলবেন, এটা কীভাবে সঠিক হতে পারে, আমি কি তাহলে চুপ করে যাব ! আমাকে গ্রেফতার করা হলেও আমার কিছু যায় আসে না ৷"

হায়দরাবাদ, 30 জানুয়ারি: লাদাখ বাঁচাতে এবার আমজনতাকে তাঁর পাশে এসে দাঁড়ানোর ডাক দিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk urges people to join him on Save Ladakh campaign) ৷ পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার দাবিতে অনশন শুরু করেছেন তিনি ৷ তাঁর দাবি, ভারতীয় সংবিধানের আওতায় ষষ্ঠ তফসিলের অধীনে লাদাখকে স্বায়ত্তশাসনের ক্ষমতা দেওয়া হোক ৷ এই দাবিকে সামনে রেখেই লাদাখের হাড় কাঁপানো ঠান্ডায় অনশন শুরু করেছেন সোনম ৷ তাঁর একটি ভিডিয়ো বার্তা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে সোনমের আবেদন, যাঁরা লাদাখ তথা বিশ্বের সামগ্রিক পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত, তাঁরা সকলেই তাঁর সঙ্গে আন্দোলনে সামিল হোন ৷ তাঁরা যাতে লাদাখ বাঁচানোর দাবিকে সামনে রেখে নিজেদের এলাকায় একইভাবে অনশনের আয়োজন করেন, সেই আর্জিও করেছেন সোনম ৷

প্রসঙ্গত, সোনমের এই অনশন প্রতীকী ৷ সোমবারই (30 জানুয়ারি, 2023) এই কর্মসূচির শেষ দিন ৷ থ্রি ইডিয়টস-খ্যাত সোনমের (ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ফুংসুখ ওয়াংড়ু) দাবি, শেষ দিনে তাঁর সঙ্গে বহু মানুষ এই অনশনে সামিল হবেন ৷ সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তাঁরাও প্রতীকী অনশন করবেন ৷ আমজনতার প্রতি সোনমের বার্তা, যাঁরা লাদাখের পরিবেশ বাঁচাতে চান, তাঁরাও নিজেদের এলাকায় এদিন প্রতীকী অনশন করুন এবং সেই ছবি সোশাল মিডিয়ায় যত বেশি করে সম্ভব শেয়ার করার ব্যবস্থা করুন ৷

আরও পড়ুন: লাদাখ বাঁচাতে মাইনাস 18 ডিগ্রিতে অনশনে 'থ্রি ইডিয়টস' খ্যাত সোনম ওয়াংচুক

প্রসঙ্গত, সোনম ওয়াংচুকের এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় সোনমের একটি লম্বা ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ৷ তাতে সোনম দাবি করেছেন, তাঁকে কার্যত গৃহবন্দি করা রাখা হয়েছে ৷ বস্তুত, তাঁর অবস্থা গৃহবন্দি হয়ে থাকার থেকেও শোচনীয় ! অনশন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন তাঁকে বন্ডে স্বাক্ষর করতে বলেছেন বলেও দাবি করেছেন সোনম ৷

  • YOU CAN JOIN ME IN @ClimateFast
    Many have asked how to join!
    30th Jan is the last day of my 5 day fast... Join me for a 1 day fast from your own places and share on social media for solidarity.
    Those with leadership qualities could organise at safe public places from 9 am to 6pm pic.twitter.com/UwrlMjv0GL

    — Sonam Wangchuk (@Wangchuk66) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে একটি টুইট করেছেন সোনম ওয়াংচুক ৷ সেই টুইটে তিনি লিখেছেন, "বিশ্বের আইনজীবীদের বলছি !!! লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন চাইছে, আমি একটি বন্ড স্বাক্ষর করি ৷ অথচ, আমি এখন অনশনে রয়েছি এবং সর্বত্র প্রার্থনা করা হচ্ছে ৷ আমাকে দয়া করে বলবেন, এটা কীভাবে সঠিক হতে পারে, আমি কি তাহলে চুপ করে যাব ! আমাকে গ্রেফতার করা হলেও আমার কিছু যায় আসে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.