ETV Bharat / bharat

Sonam Wangchuk Message to People: 'আমার পাশে দাঁড়ান, লাদাখ বাঁচান !' বলছেন 'ফুংসুখ ওয়াংড়ু'

লাদাখ বাঁচাতে এবার আমজনতাকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বাস্তবের ফুংসুখ ওয়াংড়ু অর্থাৎ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk urges people to join him on Save Ladakh campaign) ৷ কী বললেন তিনি ?

Sonam Wangchuk urges people to join him on Save Ladakh campaign
সোনম ওয়াংচুক
author img

By

Published : Jan 30, 2023, 1:41 PM IST

হায়দরাবাদ, 30 জানুয়ারি: লাদাখ বাঁচাতে এবার আমজনতাকে তাঁর পাশে এসে দাঁড়ানোর ডাক দিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk urges people to join him on Save Ladakh campaign) ৷ পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার দাবিতে অনশন শুরু করেছেন তিনি ৷ তাঁর দাবি, ভারতীয় সংবিধানের আওতায় ষষ্ঠ তফসিলের অধীনে লাদাখকে স্বায়ত্তশাসনের ক্ষমতা দেওয়া হোক ৷ এই দাবিকে সামনে রেখেই লাদাখের হাড় কাঁপানো ঠান্ডায় অনশন শুরু করেছেন সোনম ৷ তাঁর একটি ভিডিয়ো বার্তা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে সোনমের আবেদন, যাঁরা লাদাখ তথা বিশ্বের সামগ্রিক পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত, তাঁরা সকলেই তাঁর সঙ্গে আন্দোলনে সামিল হোন ৷ তাঁরা যাতে লাদাখ বাঁচানোর দাবিকে সামনে রেখে নিজেদের এলাকায় একইভাবে অনশনের আয়োজন করেন, সেই আর্জিও করেছেন সোনম ৷

প্রসঙ্গত, সোনমের এই অনশন প্রতীকী ৷ সোমবারই (30 জানুয়ারি, 2023) এই কর্মসূচির শেষ দিন ৷ থ্রি ইডিয়টস-খ্যাত সোনমের (ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ফুংসুখ ওয়াংড়ু) দাবি, শেষ দিনে তাঁর সঙ্গে বহু মানুষ এই অনশনে সামিল হবেন ৷ সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তাঁরাও প্রতীকী অনশন করবেন ৷ আমজনতার প্রতি সোনমের বার্তা, যাঁরা লাদাখের পরিবেশ বাঁচাতে চান, তাঁরাও নিজেদের এলাকায় এদিন প্রতীকী অনশন করুন এবং সেই ছবি সোশাল মিডিয়ায় যত বেশি করে সম্ভব শেয়ার করার ব্যবস্থা করুন ৷

আরও পড়ুন: লাদাখ বাঁচাতে মাইনাস 18 ডিগ্রিতে অনশনে 'থ্রি ইডিয়টস' খ্যাত সোনম ওয়াংচুক

প্রসঙ্গত, সোনম ওয়াংচুকের এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় সোনমের একটি লম্বা ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ৷ তাতে সোনম দাবি করেছেন, তাঁকে কার্যত গৃহবন্দি করা রাখা হয়েছে ৷ বস্তুত, তাঁর অবস্থা গৃহবন্দি হয়ে থাকার থেকেও শোচনীয় ! অনশন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন তাঁকে বন্ডে স্বাক্ষর করতে বলেছেন বলেও দাবি করেছেন সোনম ৷

  • YOU CAN JOIN ME IN @ClimateFast
    Many have asked how to join!
    30th Jan is the last day of my 5 day fast... Join me for a 1 day fast from your own places and share on social media for solidarity.
    Those with leadership qualities could organise at safe public places from 9 am to 6pm pic.twitter.com/UwrlMjv0GL

    — Sonam Wangchuk (@Wangchuk66) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে একটি টুইট করেছেন সোনম ওয়াংচুক ৷ সেই টুইটে তিনি লিখেছেন, "বিশ্বের আইনজীবীদের বলছি !!! লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন চাইছে, আমি একটি বন্ড স্বাক্ষর করি ৷ অথচ, আমি এখন অনশনে রয়েছি এবং সর্বত্র প্রার্থনা করা হচ্ছে ৷ আমাকে দয়া করে বলবেন, এটা কীভাবে সঠিক হতে পারে, আমি কি তাহলে চুপ করে যাব ! আমাকে গ্রেফতার করা হলেও আমার কিছু যায় আসে না ৷"

হায়দরাবাদ, 30 জানুয়ারি: লাদাখ বাঁচাতে এবার আমজনতাকে তাঁর পাশে এসে দাঁড়ানোর ডাক দিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk urges people to join him on Save Ladakh campaign) ৷ পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার দাবিতে অনশন শুরু করেছেন তিনি ৷ তাঁর দাবি, ভারতীয় সংবিধানের আওতায় ষষ্ঠ তফসিলের অধীনে লাদাখকে স্বায়ত্তশাসনের ক্ষমতা দেওয়া হোক ৷ এই দাবিকে সামনে রেখেই লাদাখের হাড় কাঁপানো ঠান্ডায় অনশন শুরু করেছেন সোনম ৷ তাঁর একটি ভিডিয়ো বার্তা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে সোনমের আবেদন, যাঁরা লাদাখ তথা বিশ্বের সামগ্রিক পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত, তাঁরা সকলেই তাঁর সঙ্গে আন্দোলনে সামিল হোন ৷ তাঁরা যাতে লাদাখ বাঁচানোর দাবিকে সামনে রেখে নিজেদের এলাকায় একইভাবে অনশনের আয়োজন করেন, সেই আর্জিও করেছেন সোনম ৷

প্রসঙ্গত, সোনমের এই অনশন প্রতীকী ৷ সোমবারই (30 জানুয়ারি, 2023) এই কর্মসূচির শেষ দিন ৷ থ্রি ইডিয়টস-খ্যাত সোনমের (ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ফুংসুখ ওয়াংড়ু) দাবি, শেষ দিনে তাঁর সঙ্গে বহু মানুষ এই অনশনে সামিল হবেন ৷ সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তাঁরাও প্রতীকী অনশন করবেন ৷ আমজনতার প্রতি সোনমের বার্তা, যাঁরা লাদাখের পরিবেশ বাঁচাতে চান, তাঁরাও নিজেদের এলাকায় এদিন প্রতীকী অনশন করুন এবং সেই ছবি সোশাল মিডিয়ায় যত বেশি করে সম্ভব শেয়ার করার ব্যবস্থা করুন ৷

আরও পড়ুন: লাদাখ বাঁচাতে মাইনাস 18 ডিগ্রিতে অনশনে 'থ্রি ইডিয়টস' খ্যাত সোনম ওয়াংচুক

প্রসঙ্গত, সোনম ওয়াংচুকের এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় সোনমের একটি লম্বা ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ৷ তাতে সোনম দাবি করেছেন, তাঁকে কার্যত গৃহবন্দি করা রাখা হয়েছে ৷ বস্তুত, তাঁর অবস্থা গৃহবন্দি হয়ে থাকার থেকেও শোচনীয় ! অনশন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন তাঁকে বন্ডে স্বাক্ষর করতে বলেছেন বলেও দাবি করেছেন সোনম ৷

  • YOU CAN JOIN ME IN @ClimateFast
    Many have asked how to join!
    30th Jan is the last day of my 5 day fast... Join me for a 1 day fast from your own places and share on social media for solidarity.
    Those with leadership qualities could organise at safe public places from 9 am to 6pm pic.twitter.com/UwrlMjv0GL

    — Sonam Wangchuk (@Wangchuk66) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে একটি টুইট করেছেন সোনম ওয়াংচুক ৷ সেই টুইটে তিনি লিখেছেন, "বিশ্বের আইনজীবীদের বলছি !!! লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন চাইছে, আমি একটি বন্ড স্বাক্ষর করি ৷ অথচ, আমি এখন অনশনে রয়েছি এবং সর্বত্র প্রার্থনা করা হচ্ছে ৷ আমাকে দয়া করে বলবেন, এটা কীভাবে সঠিক হতে পারে, আমি কি তাহলে চুপ করে যাব ! আমাকে গ্রেফতার করা হলেও আমার কিছু যায় আসে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.