ETV Bharat / bharat

Sonali Phogat Death Case: সোনালি ফোগতের মৃত্যুর তদন্তে হরিয়ানায় জরুরি প্রমাণ হাতে পেল গোয়া পুলিশ - সোনালি ফোগট

বিজেপি নেত্রী সোনালি ফোগতের মৃত্যুর তদন্তে (Sonali Phogat death case) হরিয়ানায় গিয়ে জরুরি বেশ কিছু প্রমাণ হাতে পেল গোয়া পুলিশ ৷ এ কথা জানিয়েছেন উত্তর গোয়ার পুলিশ সুপার শোভিত সাক্সেনা (Goa Police finds crucial evidence in Haryana)৷

Sonali Phogat Death Case: Goa Police finds crucial evidence in Haryana
সোনালি ফোগটের মৃত্যুর তদন্তে হরিয়ানায় জরুরি প্রমাণ হাতে পেল গোয়া পুলিশ
author img

By

Published : Sep 2, 2022, 1:27 PM IST

Updated : Sep 2, 2022, 1:56 PM IST

পানাজি, 2 সেপ্টেম্বর: বিজেপি নেত্রী সোনালি ফোগতের (Sonali Phogat death case) মৃত্যু মামলার তদন্তে হরিয়ানায় গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেল গোয়া পুলিশ (Goa Police finds crucial evidence in Haryana)৷ শুক্রবার এ কথা জানিয়েছেন, উত্তর গোয়ার পুলিশ সুপার শোভিত সাক্সেনা ৷ তিনি জানান, তদন্ত প্রক্রিয়া সঠিক গতিতেই এগোচ্ছে ৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে যোগ থাকতে পারে এমন প্রতিটি অ্যাঙ্গেল খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি (Goa Police)৷

পুলিশ সুপার বলেছেন, "অপরাধের সঙ্গে কোন কোন বিষয়ের যোগ রয়েছে তা আমরা তদন্ত করে দেখছি ৷ যে সব ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷" পুলিশ জানিয়েছে, সোনালির দাদা রিঙ্কু ঢাকা অভিযোগ করেছেন যে, বিজেপি নেত্রীকে খুন করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী সুধীর সাংওয়ান ও তাঁর বন্ধু সুখবিন্দর সিং ৷ সোনালির রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য এবং তাঁর সম্পত্তির লোভে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন নেত্রীর দাদা ৷

পুলিশ সুপার সাক্সেনা এই তদন্তের বিষয়ে বলতে গিয়ে আরও বলেন, "গোয়ায় একটি দল তদন্ত করছে ৷ তার বাইরেও আমরা একটি বিশেষ দল গঠন করেছি যারা হরিয়ানাতে গিয়েছে ৷ তারাই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য হাতে পেয়েছে ৷ এই দল বেশকিছু জরুরি প্রমাণ সংগ্রহ করেছে ৷" স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশ সব দিক আলাদা আলাদা করে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, গোয়া পুলিশকে খুবই সাহায্য করছে হরিয়ানা পুলিশ ৷

আরও পড়ুন: প্রয়াত বিগবস খ্যাত বিজেপি নেত্রী সোনালি ফোগট, বয়স হয়েছিল 41

22 অগস্ট গোয়ায় গিয়েছিলেন বিগবস খ্যাত সোনালি ফোগত ৷ সেখানে অনজুনার একটি হোটেলে ছিলেন তিনি ৷ 23 অগস্ট রাতে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ গোয়া পুলিশ জানিয়েছে, সোনালিকে মেথামফেটামাইন ওষুধ দেওয়া হয়েছিল ৷ কার্লিস রেস্তোরাঁর শৌচালয় থেকে সেই ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত সোনালির ব্যক্তিগত সহকারী সুধীর সাংওয়ান ও তাঁর বন্ধু সুখবিন্দর সিং-সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পানাজি, 2 সেপ্টেম্বর: বিজেপি নেত্রী সোনালি ফোগতের (Sonali Phogat death case) মৃত্যু মামলার তদন্তে হরিয়ানায় গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেল গোয়া পুলিশ (Goa Police finds crucial evidence in Haryana)৷ শুক্রবার এ কথা জানিয়েছেন, উত্তর গোয়ার পুলিশ সুপার শোভিত সাক্সেনা ৷ তিনি জানান, তদন্ত প্রক্রিয়া সঠিক গতিতেই এগোচ্ছে ৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে যোগ থাকতে পারে এমন প্রতিটি অ্যাঙ্গেল খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি (Goa Police)৷

পুলিশ সুপার বলেছেন, "অপরাধের সঙ্গে কোন কোন বিষয়ের যোগ রয়েছে তা আমরা তদন্ত করে দেখছি ৷ যে সব ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷" পুলিশ জানিয়েছে, সোনালির দাদা রিঙ্কু ঢাকা অভিযোগ করেছেন যে, বিজেপি নেত্রীকে খুন করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী সুধীর সাংওয়ান ও তাঁর বন্ধু সুখবিন্দর সিং ৷ সোনালির রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য এবং তাঁর সম্পত্তির লোভে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন নেত্রীর দাদা ৷

পুলিশ সুপার সাক্সেনা এই তদন্তের বিষয়ে বলতে গিয়ে আরও বলেন, "গোয়ায় একটি দল তদন্ত করছে ৷ তার বাইরেও আমরা একটি বিশেষ দল গঠন করেছি যারা হরিয়ানাতে গিয়েছে ৷ তারাই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য হাতে পেয়েছে ৷ এই দল বেশকিছু জরুরি প্রমাণ সংগ্রহ করেছে ৷" স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশ সব দিক আলাদা আলাদা করে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, গোয়া পুলিশকে খুবই সাহায্য করছে হরিয়ানা পুলিশ ৷

আরও পড়ুন: প্রয়াত বিগবস খ্যাত বিজেপি নেত্রী সোনালি ফোগট, বয়স হয়েছিল 41

22 অগস্ট গোয়ায় গিয়েছিলেন বিগবস খ্যাত সোনালি ফোগত ৷ সেখানে অনজুনার একটি হোটেলে ছিলেন তিনি ৷ 23 অগস্ট রাতে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ গোয়া পুলিশ জানিয়েছে, সোনালিকে মেথামফেটামাইন ওষুধ দেওয়া হয়েছিল ৷ কার্লিস রেস্তোরাঁর শৌচালয় থেকে সেই ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত সোনালির ব্যক্তিগত সহকারী সুধীর সাংওয়ান ও তাঁর বন্ধু সুখবিন্দর সিং-সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Last Updated : Sep 2, 2022, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.