ETV Bharat / bharat

Smriti Irani slams TMC: 'বাংলার জন্য যেটা জরুরি, সেখানে আমন্ত্রণ পত্র লাগে না', শাসকদলকে কটাক্ষ স্মৃতি'র - Smriti Irani slams TMC Government

সোমবার হাওড়া ময়দান থেকে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Smriti Irani slams TMC Government over Sealdah Metro Controversy) ৷ সেখান থেকেই মেট্রো উদ্বোধন বিতর্কে তৃণমূলকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী ।

Smriti Irani
Smriti Irani
author img

By

Published : Jul 11, 2022, 7:44 PM IST

Updated : Jul 11, 2022, 11:10 PM IST

হাওড়া, 11 জুলাই: "বাংলার জন্য যেটা জরুরি, সেখানে নামের আমন্ত্রণ পত্র লাগে না ।" শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনে এসে রাজ্যের শাসকদলকে এভাবেই বিঁধলেন স্মৃতি ইরানি । সোমবার হাওড়া ময়দান থেকে এই স্টেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Smriti Irani slams TMC Government over Sealdah Metro Controversy) ৷

সোমবার হাওড়া ময়দান স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন স্মৃতি ইরানি । এই উদ্বোধনের ফলে সল্টলেক সেক্টর ফাইভ থেকে মেট্রোয় সরাসরি পৌঁছে যাওয়া যাবে শিয়ালদায় ৷ উল্লেখ্য ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এই শিয়ালদা স্টেশন ৷ সামনের বছর হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সঙ্গে শিয়ালদা মেট্রো স্টেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷

আরও পড়ুন : আমন্ত্রণ বিতর্কের মধ্যেই শিয়ালদা মেট্রোর উদ্বোধন স্মৃতি ইরানির

যদিও গত কয়েকদিন ধরে এই মেট্রো উদ্বোধন ঘিরেই চলছে রাজনৈতিক তরজা । উদ্বোধনের আমন্ত্রণ পত্রে নাম ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (TMC leaders to skip Sealdah Metro inauguration)৷ আর সে কারণে কার্যত এই অনুষ্ঠান বয়কটই করছে তৃণমূল । সেই সূত্র ধরেই এদিন তৃণমূলকে একহাত নিলেন স্মৃতি ।

শাসকদলকে কটাক্ষ স্মৃতি'র

তিনি বলেন, "রাজ্যে মেট্রো স্টেশন উদ্বোধন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অপ্রয়োজনীয় । মেট্রোর জেনারেল ম্যানেজার শেষ মুহূর্তে তাঁকে ডাকাতেই আমি এসেছি । রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদেরকেও একইভাবে ডাকা হয়েছিল । মঞ্চে তাঁদের বসার জন্য চেয়ার নির্দিষ্ট করা ছিল । তাও তাঁরা আসেননি । তাঁদের আসা উচিৎ ছিল । প্রকল্পটির জন্য বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ।"

হাওড়া, 11 জুলাই: "বাংলার জন্য যেটা জরুরি, সেখানে নামের আমন্ত্রণ পত্র লাগে না ।" শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনে এসে রাজ্যের শাসকদলকে এভাবেই বিঁধলেন স্মৃতি ইরানি । সোমবার হাওড়া ময়দান থেকে এই স্টেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী (Smriti Irani slams TMC Government over Sealdah Metro Controversy) ৷

সোমবার হাওড়া ময়দান স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন স্মৃতি ইরানি । এই উদ্বোধনের ফলে সল্টলেক সেক্টর ফাইভ থেকে মেট্রোয় সরাসরি পৌঁছে যাওয়া যাবে শিয়ালদায় ৷ উল্লেখ্য ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এই শিয়ালদা স্টেশন ৷ সামনের বছর হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সঙ্গে শিয়ালদা মেট্রো স্টেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷

আরও পড়ুন : আমন্ত্রণ বিতর্কের মধ্যেই শিয়ালদা মেট্রোর উদ্বোধন স্মৃতি ইরানির

যদিও গত কয়েকদিন ধরে এই মেট্রো উদ্বোধন ঘিরেই চলছে রাজনৈতিক তরজা । উদ্বোধনের আমন্ত্রণ পত্রে নাম ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (TMC leaders to skip Sealdah Metro inauguration)৷ আর সে কারণে কার্যত এই অনুষ্ঠান বয়কটই করছে তৃণমূল । সেই সূত্র ধরেই এদিন তৃণমূলকে একহাত নিলেন স্মৃতি ।

শাসকদলকে কটাক্ষ স্মৃতি'র

তিনি বলেন, "রাজ্যে মেট্রো স্টেশন উদ্বোধন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অপ্রয়োজনীয় । মেট্রোর জেনারেল ম্যানেজার শেষ মুহূর্তে তাঁকে ডাকাতেই আমি এসেছি । রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদেরকেও একইভাবে ডাকা হয়েছিল । মঞ্চে তাঁদের বসার জন্য চেয়ার নির্দিষ্ট করা ছিল । তাও তাঁরা আসেননি । তাঁদের আসা উচিৎ ছিল । প্রকল্পটির জন্য বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ।"

Last Updated : Jul 11, 2022, 11:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.