নয়াদিল্লি, 8 নভেম্বর: হায়দরাবাদ-জাত সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace) নির্মিত দেশের প্রথম বেসরকারি মহাকাশযান উৎক্ষেপণ হতে চলেছে শীঘ্রই । আগামী সপ্তাহে ISRO-র শ্রীহরিকোটা বন্দর থেকে বেসরকারি এই মহাকাশযান নির্মাণ সংস্থা তাদের তৈরি 'বিক্রম-এস' (Vikram S) উৎক্ষেপণ করবে । 12 থেকে 16 নভেম্বরের মধ্যে তিনটি পেলোড-সহ শ্রীহরিকোটা থেকে 'বিক্রম-এস' উড়বে বলে জানিয়েছে বেসরকারি সংস্থাটি (Skyroot Aerospace to become first private rocket maker to fly its rocket)।
স্কাইরুট অ্যারোস্পেস-এর এই পয়লা অভিযানের নাম দেওয়া হয়েছে 'প্রারম্ভ' (Prarambh)। আবহাওয়া পর্যালোচনা করে অভিযানের অন্তিম দিন পরবর্তীতে ঘোষণা করে হবে বলে জানানো হয়েছে সংস্থাটির তরফে । সবমিলিয়ে দেশের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে মহাকাশযান পাঠানোর নজির গড়তে চলেছে স্কাইরুট অ্যারোস্পেস।
স্কাইরুট অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা নাগা ভরত ডাকা বলেন, "বিক্রম-এস মহাকাশযান একটি একক পর্যায়ের সাব-অরবিটাল লঞ্চ ভেহিকল। যা তিনজন গ্রাহকের পে-লোড বহন করবে এবং বিক্রম সিরিজের মহাকাশ উৎক্ষেপণ যানের অধিকাংশ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করতে সহায়তা করবে। আমরা উৎক্ষেপণের জন্য শ্রীহরিকোটায় ISRO-এর মহাকাশ বন্দরে বিশ্বমানের উৎক্ষেপণ পরিকাঠামো ব্যবহার করতে চলেছি ।"
আরও পড়ুন: এশিয়ার 20 জন মহিলা ব্যবসায়ীর মধ্যে তিনজন ভারতীয়, তালিকা প্রকাশ ফোর্বসের
2020 জুনে কেন্দ্রীয় সরকার বেসরকারি সংস্থার অংশগ্রহণের জন্য মহাকাশখাত উন্মুক্ত করে দেয়। তারপর থেকে এটিই প্রথম কোনও বেসরকারি সংস্থার যান উৎক্ষেপণ হতে চলেছে । মহাকাশবিজ্ঞানী বিক্রম সারাভাই-কে উৎসর্গ করে উৎক্ষেপণ যানের নামকরণ 'বিক্রম' হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি ।