হলদওয়ানি (উত্তরাখণ্ড), 8 এপ্রিল: সড়ক দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে একই পরিবারের ছয় জনের ৷ নৈনিতালের বিন্দুখাট্টা জেলার ভিআইপি গেটের বাসিন্দা একই পরিবারের ছয় সদস্য়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷ জানা গিয়েছে, গোটা পরিবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হলদওয়ানি থেকে উত্তরপ্রদেশের দেওরিয়া যাচ্ছিল। সেখানেই হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়িটি ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
দুর্গাপাল কলোনির বাসিন্দা সেঞ্চুরি মিলের কর্মী সোনু শাহ (27) শুক্রবার সন্ধ্যায় স্ত্রী পূজাদেবী, পাঁচ বছরের মেয়ে রুচিকা, তিন বছরের ছেলে দিব্য়াংশু, ভাই রবি (21), বোন খুশিকে (12) নিয়ে চারচাকা গাড়িতে দেওরিয়ার বিশম্ভরপুর যাচ্ছিলেন। পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই দেওরিয়ায় যাচ্ছিল পরিবারটি ৷ জানা গিয়েছে, শনিবার রাত আড়াইটে নাগাদ দেওরিয়া পৌঁছনোর আগে শ্রীদত্তগঞ্জ হাইওয়েতে অন্য় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় ছয় জনেরই মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে গাড়ির সামনের অংশটি সম্পূর্ণভাবে দুমড়ে ভেঙে গিয়েছে ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোনওরকমে গাড়িতে আটকে থাকা সকলকে বের করে পুলিশ ৷ কিন্তু ততক্ষণে গাড়িতে থাকা সকলেরই মৃত্য়ু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার সকাল থেকেই গ্রামের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পুলিশ সূত্রে খবর, চিনির বস্তা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ওই গাড়িটির ৷ এরপর রাস্তায় ডিভাইডারের সঙ্গেও ধাক্কা লেগে কার্যত দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। যদিও ট্রাকটির এখনও কোনও খোঁজ পায়নি পুলিশ। জানা যাচ্ছে, ট্রাকটি স্থানীয় একটি সুগার মিল থেকে চিনি ভর্তি বস্তা নিয়ে যাচ্ছিল সেই সময় ইটইমেদা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দুই সন্তানকে গলা কেটে খুন ! গ্রেফতার মা
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ট্রাকটিরও খোঁজ চলছে বলে জানিয়েছে স্থানীয় থানার পুলিশ।