ETV Bharat / bharat

Bengaluru Murder: বেঙ্গালুরুতে যুবককে পাথর দিয়ে থেঁতলে খুন, গ্রেফতার তিন মহিলা-সহ 6 - বেঙ্গালুরুতে যুবককে পাথর দিয়ে থেঁতলে খুন

বেঙ্গালুরুতে এক যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ (Six Including Three Women Killed Young Man) ৷ ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

six-including-three-women-killed-young-man-by-pounding-by-stone-in-bengaluru
six-including-three-women-killed-young-man-by-pounding-by-stone-in-bengaluru
author img

By

Published : Dec 6, 2022, 6:50 PM IST

বেঙ্গালুরু, 6 ডিসেম্বর: একবার দু'বার নয়, 20 বার ৷ বেঙ্গালুরুতে এক যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল ৷ কেপি আগরাহারা এলাকায় এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে 6 জন ব্যক্তি ওই যুবকের মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করছে (Six Including Three Women Killed Young Man) ৷ হত্যাকারীদের মধ্যে 3 জন মহিলাও ছিল বলে জানা গিয়েছে (Three Women Killed Young Man by Pounding) ৷ জানা গিয়েছে মৃত যুবক বালাপ্পা জামখান্দি ৷ তিনি বাদামি এলাকার বাসিন্দা ৷

শনিবার রাতে এই খুনের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে ৷ তদন্তে নেমে তাঁর ফোন থেকে মৃতের সম্পর্কে তথ্য জানতে পেরেছে পুলিশ ৷ কেপি আগরাহারা এলাকায় ফিফথ ক্রসে মোবাইল ফোন চার্জ করছিলেন বালাপ্পা জামখান্দি ৷ সেই সময় অজ্ঞাতপরিচয় 6 জন তাঁর কাছে আসেন ৷ সেই সময় তিনি মোবাইলটি চার্জে বসানো অবস্থায় রেখে দেন ৷ ওই 6 জনকে তিনি জানান, একজনের সঙ্গে তিনি কথা বলতে যাচ্ছেন ৷ তিনি ফিরে এসে মোবাইলটি নিয়ে যাবেন ৷ এরপর তিনি সেখান থেকে চলে যান ৷

এর কিছুক্ষণ পরেই মারামারি শুরু হয়ে যায় ৷ ওই 6 জন বালাপ্পার উপরে হামলা করেন ৷ পরবর্তী সময়ে জানা যায় ওই 6 জনের মধ্যে 3 জন মহিলা ছিলেন ৷ তাঁদের সঙ্গে ওই যুবকের তর্কাতর্কি শুরু ৷ এরপরেই বালাপ্পার উপর রাস্তার থেকে পাথর তুলে হামলা চালায় তাঁরা ৷ তাঁকে একাধিকবার পাথর দিয়ে আঘাত করা হয় ৷ মাথায় বেশ কয়েকবার আঘাত করে ৷

বেঙ্গালুরুতে যুবককে পাথর দিয়ে থেঁতলে খুন

আরও পড়ুন: সমকামিতার টানাপোড়েনেই কি আত্মঘাতী ছাত্রী, অন্তরঙ্গ ছবি-ভিডিয়ো দেখে উত্তর খুঁজছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, বালাপ্পার এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই ইস্যুতেই বালাপ্পাকে খুন করা হয়েছে ৷ অভিযুক্তরাও বাদামি এলাকার বাসিন্দা ৷ যাঁদের মধ্যে একজন নিরাপত্তারক্ষীর কাজ করেন ৷ তাঁকে পুলিশ গ্রেফতার করেছে ৷ পরবর্তী সময়ে পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে ৷ এই 5 জনকে গ্রেফতার করতে পুলিশ জাল পাতে ৷ পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে বাকি অভিযুক্তরা ৷

বেঙ্গালুরু, 6 ডিসেম্বর: একবার দু'বার নয়, 20 বার ৷ বেঙ্গালুরুতে এক যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল ৷ কেপি আগরাহারা এলাকায় এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে 6 জন ব্যক্তি ওই যুবকের মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করছে (Six Including Three Women Killed Young Man) ৷ হত্যাকারীদের মধ্যে 3 জন মহিলাও ছিল বলে জানা গিয়েছে (Three Women Killed Young Man by Pounding) ৷ জানা গিয়েছে মৃত যুবক বালাপ্পা জামখান্দি ৷ তিনি বাদামি এলাকার বাসিন্দা ৷

শনিবার রাতে এই খুনের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে ৷ তদন্তে নেমে তাঁর ফোন থেকে মৃতের সম্পর্কে তথ্য জানতে পেরেছে পুলিশ ৷ কেপি আগরাহারা এলাকায় ফিফথ ক্রসে মোবাইল ফোন চার্জ করছিলেন বালাপ্পা জামখান্দি ৷ সেই সময় অজ্ঞাতপরিচয় 6 জন তাঁর কাছে আসেন ৷ সেই সময় তিনি মোবাইলটি চার্জে বসানো অবস্থায় রেখে দেন ৷ ওই 6 জনকে তিনি জানান, একজনের সঙ্গে তিনি কথা বলতে যাচ্ছেন ৷ তিনি ফিরে এসে মোবাইলটি নিয়ে যাবেন ৷ এরপর তিনি সেখান থেকে চলে যান ৷

এর কিছুক্ষণ পরেই মারামারি শুরু হয়ে যায় ৷ ওই 6 জন বালাপ্পার উপরে হামলা করেন ৷ পরবর্তী সময়ে জানা যায় ওই 6 জনের মধ্যে 3 জন মহিলা ছিলেন ৷ তাঁদের সঙ্গে ওই যুবকের তর্কাতর্কি শুরু ৷ এরপরেই বালাপ্পার উপর রাস্তার থেকে পাথর তুলে হামলা চালায় তাঁরা ৷ তাঁকে একাধিকবার পাথর দিয়ে আঘাত করা হয় ৷ মাথায় বেশ কয়েকবার আঘাত করে ৷

বেঙ্গালুরুতে যুবককে পাথর দিয়ে থেঁতলে খুন

আরও পড়ুন: সমকামিতার টানাপোড়েনেই কি আত্মঘাতী ছাত্রী, অন্তরঙ্গ ছবি-ভিডিয়ো দেখে উত্তর খুঁজছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, বালাপ্পার এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই ইস্যুতেই বালাপ্পাকে খুন করা হয়েছে ৷ অভিযুক্তরাও বাদামি এলাকার বাসিন্দা ৷ যাঁদের মধ্যে একজন নিরাপত্তারক্ষীর কাজ করেন ৷ তাঁকে পুলিশ গ্রেফতার করেছে ৷ পরবর্তী সময়ে পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে ৷ এই 5 জনকে গ্রেফতার করতে পুলিশ জাল পাতে ৷ পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে বাকি অভিযুক্তরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.