ETV Bharat / bharat

BJP Lootera Poster: কেজরিওয়ালের পরিচালনায় 'লুটেরা'র নায়ক সিসোদিয়া, নতুন পোস্টারে আপ'কে কটাক্ষ বিজেপির - BJP takes a dig at AAP

আবগারি দুর্নীতি, অর্থজালিয়াতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের ঘুষ দেওয়ার বিস্ফোরক অভিযোগ- সব মিলিয়ে চাপেই আছে আপ ৷ তার মধ্যে মোদি-রাজ্য গুজরাত বিধানসভা নির্বাচনে অন্যতম বিরোধী দল (BJP takes a dig at AAP) ৷

BJP AAP Lootera Poster
ETV Bharat
author img

By

Published : Nov 13, 2022, 4:55 PM IST

নয়াদিল্লি, 13 নভেম্বর: চোখে সানগ্লাস, ধূসর রঙের জামা এবং খাঁকি প্যান্ট পরে বাইক চালাচ্ছেন মণীশ সিসোদিয়া ৷ পোস্টারে ছবির নাম লেখা লুটেরা ৷ পরিচালক অরবিন্দ কেজরিওয়াল ৷ নিবেদনে 'লিকার স্ক্যাম মোশন পিকচার্স' ৷ প্রযোজক সংস্থা মহাথুগ সুকেশ ৷

বলিউডের সিনেমা 'লুটেরা'কে নকল করে এই পোস্টার বানিয়েছে দিল্লির আপ সরকারকে নাটকীয়ভাবে কটাক্ষ করেছে দিল্লির বিজেপি ৷ রবিবার তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই পোস্টারটি টুইট করেছে রাজধানীর গেরুয়া শিবির ৷ দিল্লির আবগারি নীতি (Delhi Liquor Scam) নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধে ৷ আপ নেতা মণীশ সিসোদিয়ার বাড়িতে বারেবারে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ বাদ যায়নি তাঁর ব্যাংক লকার ৷ আবগারি নীতি নিয়ে তোপের মুখে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারও ৷ এর উপর যোগ হয়েছে অর্থ জালিয়াতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর ৷

আরও পড়ুন: দিল্লির উপ মুখ্যমন্ত্রীর ব্যাংকের লকারে সিবিআই হানা

তিনি সম্প্রতি দাবি করেছেন, খোদ অরবিন্দ কেজরিওয়ালকে তিনি 50 কোটি টাকা দিয়েছেন ৷ এসব কথা প্রকাশ্যে আনায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন সুকেশ (Conman Sukesh Chandrashekhar) ৷ তাই প্রাণরক্ষার্থে সুকেশ ও তাঁর স্ত্রী'কে দিল্লির বাইরে অন্য কোনও জেলে পাঠানোর আর্জি জানিয়েছেন অভিযুক্ত (Delhi CM Arvind Kejriwal) ৷

সবমিলিয়ে আপ সরকার তথা কেজরিওয়াল-মণীশ কিছুটা হলেও বিপাকে ৷ এরমধ্যে গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম বিরোধী আপ ৷ কেজরিওয়াল বারংবার মোদি-রাজ্য়ে গিয়ে সভা করেছেন ৷ নানাবিধ প্রতিশ্রুতিও দিয়েছেন আপ-প্রধান ৷ এসব ঘিরেই তৈরি হয়েছে 'লুটেরা' পোস্টার ৷

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, অন্ততপক্ষে 1 হাজার 800 কোটি টাকা 'লুট' করা হয়েছে ৷ তাঁর অভিযোগ, "এই ডাকাতরা (আপ নেতা) গরিবদের লুট করে সেই টাকা আবগারি মাফিয়াদের দিয়েছে ৷ সেই কমিশনের টাকা পঞ্জাব আর গুজরাত নির্বাচনে খাটিয়েছে আম আদমি পার্টি ৷" আবগারি নীতি নিয়ে যে দুর্নীতি হয়েছে, তা থেকে রোজগার করা টাকাই এখন হাওয়ালার মাধ্যমে গুজরাত নির্বাচনে খরচ করছে আপ, জানালেন পদ্ম নেতা ৷

আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ করার জন্য কেন 50 কোটি নিয়েছিলেন কেজরিওয়াল, নতুন চিঠিতে প্রশ্ন সুকেশের

নয়াদিল্লি, 13 নভেম্বর: চোখে সানগ্লাস, ধূসর রঙের জামা এবং খাঁকি প্যান্ট পরে বাইক চালাচ্ছেন মণীশ সিসোদিয়া ৷ পোস্টারে ছবির নাম লেখা লুটেরা ৷ পরিচালক অরবিন্দ কেজরিওয়াল ৷ নিবেদনে 'লিকার স্ক্যাম মোশন পিকচার্স' ৷ প্রযোজক সংস্থা মহাথুগ সুকেশ ৷

বলিউডের সিনেমা 'লুটেরা'কে নকল করে এই পোস্টার বানিয়েছে দিল্লির আপ সরকারকে নাটকীয়ভাবে কটাক্ষ করেছে দিল্লির বিজেপি ৷ রবিবার তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই পোস্টারটি টুইট করেছে রাজধানীর গেরুয়া শিবির ৷ দিল্লির আবগারি নীতি (Delhi Liquor Scam) নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধে ৷ আপ নেতা মণীশ সিসোদিয়ার বাড়িতে বারেবারে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ বাদ যায়নি তাঁর ব্যাংক লকার ৷ আবগারি নীতি নিয়ে তোপের মুখে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারও ৷ এর উপর যোগ হয়েছে অর্থ জালিয়াতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর ৷

আরও পড়ুন: দিল্লির উপ মুখ্যমন্ত্রীর ব্যাংকের লকারে সিবিআই হানা

তিনি সম্প্রতি দাবি করেছেন, খোদ অরবিন্দ কেজরিওয়ালকে তিনি 50 কোটি টাকা দিয়েছেন ৷ এসব কথা প্রকাশ্যে আনায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন সুকেশ (Conman Sukesh Chandrashekhar) ৷ তাই প্রাণরক্ষার্থে সুকেশ ও তাঁর স্ত্রী'কে দিল্লির বাইরে অন্য কোনও জেলে পাঠানোর আর্জি জানিয়েছেন অভিযুক্ত (Delhi CM Arvind Kejriwal) ৷

সবমিলিয়ে আপ সরকার তথা কেজরিওয়াল-মণীশ কিছুটা হলেও বিপাকে ৷ এরমধ্যে গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম বিরোধী আপ ৷ কেজরিওয়াল বারংবার মোদি-রাজ্য়ে গিয়ে সভা করেছেন ৷ নানাবিধ প্রতিশ্রুতিও দিয়েছেন আপ-প্রধান ৷ এসব ঘিরেই তৈরি হয়েছে 'লুটেরা' পোস্টার ৷

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, অন্ততপক্ষে 1 হাজার 800 কোটি টাকা 'লুট' করা হয়েছে ৷ তাঁর অভিযোগ, "এই ডাকাতরা (আপ নেতা) গরিবদের লুট করে সেই টাকা আবগারি মাফিয়াদের দিয়েছে ৷ সেই কমিশনের টাকা পঞ্জাব আর গুজরাত নির্বাচনে খাটিয়েছে আম আদমি পার্টি ৷" আবগারি নীতি নিয়ে যে দুর্নীতি হয়েছে, তা থেকে রোজগার করা টাকাই এখন হাওয়ালার মাধ্যমে গুজরাত নির্বাচনে খরচ করছে আপ, জানালেন পদ্ম নেতা ৷

আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ করার জন্য কেন 50 কোটি নিয়েছিলেন কেজরিওয়াল, নতুন চিঠিতে প্রশ্ন সুকেশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.