ETV Bharat / bharat

SII : নেপাল, বাংলাদেশ, মায়ানমারে ভ্যাকসিন পাঠানোর বরাত পেল সেরাম ইনস্টিটিউট - Serum Institute of India

ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকাকে (AstraZeneca) ভ্যাকসিন সরবারহ করার বরাত পেল পুণের সেরাম ইনস্টিটিউট (Serum Institute of India- SII) ৷ মোট 3 কোটি ডোজ সরবরাহ করার বরাত পেয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাটি ৷ পাশাপাশি নেপাল, মায়ানমার এবং বাংলাদেশেও 10 লক্ষ করে ডোজ সরবরাহ করতে তারা ৷

Serum Institute of India
Serum Institute of India
author img

By

Published : Oct 8, 2021, 9:11 AM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর : নেপাল, মায়ানমার এবং বাংলাদেশে 10 লক্ষ করে কোভিশিল্ডের ডোজ পাঠানোর অনুমতি পেল পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India- SII) ৷ পাশাপাশি ভারত বায়োটেক (Bharat Biotech) 'ভ্যাকসিন মৈত্রী' প্রকল্পের অধীনে ইরানে ভ্যাকসিনের 10 লক্ষ ডোজ সরবরাহ করবে ৷ চলতি মাসেই এই দুই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভ্যাকসিন রফতানি করবে ৷

সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকার (AstraZeneca) প্রায় 3 কোটি ডোজ সরবরাহ করার বরাত পেয়েছে সংস্থা ৷ ভ্যাকসিন সরবরাহ করা নিয়ে অগস্টেই স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের (Mansukh Mandaviya) কাছে অনুমতির জন্য দরবার করে সংস্থা ৷ মন্ত্রী 20 সেপ্টেম্বর জানান, চলতি বছরেরই শেষ ভাগে ভারত ফের অতিরিক্ত কোভিড ভ্যাকসিন রফতানি শুরু করবে ৷ 'ভ্যাকসিন মৈত্রী' প্রকল্পের অধীনে এই ভ্যাকসিন রফতানি করবে ৷

সেরাম ইনস্টিটিউট প্রতি মাসে কোভিশিল্ড উৎপাদন বাড়িয়েছে 20 কোটিরও বেশি ৷ সংস্থার তরফে কেন্দ্রকে জানানো হয়েছে, অক্টোবরে তারা 22 কোটি ভ্যাকসিন ডোজ উৎপাদন করতে সক্ষম হবে ৷ আগামী 31 ডিসেম্বরের মধ্যে বরাতের 66 কোটি কোভিশিল্ডের ডোজ তারা সরবরাহ করতে সক্ষম হবে ৷ তার ফলে 2021 সালে সংস্থার রফতানি করা ভ্যাকসিন ডোজের পরিমাণ দাঁড়াবে 130 কোটির কিছু বেশি ৷

ভারত বায়োটেক বর্তমানে প্রতি মাসে 3 কোটি ভ্যাকসিন উৎপাদন করছে ৷ আগামীতে তারা প্রতি মাসে 5 কোটি করে ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হবে বলে জানা যাচ্ছে ৷

সেরাম ইনস্টিটিউটের পক্ষে প্রকাশকুমার সিং জানিয়েছেন, সংস্থা দেশের প্রয়োজনকে অগ্রাধিকার দেয় ৷ তাই প্যানডেমিকের মধ্যে দেশে ভ্যাকসিনের চাহিদা পূরণ করাই তাদের প্রধান লক্ষ্য ছিল ৷ পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকার তরফে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন চাওয়া হয়েছে ৷ তারপরই কেন্দ্রের থেকে অনুমতি চায় সেরাম ইনস্টিটিউট ৷ তার সঙ্গে দেশে ভ্যাকসিনের চাহিদা পূরণ করারও আশ্বাস দেওয়া হয় কেন্দ্রকে ৷

আরও পড়ুন : Covid-19 Update : ইউরোপিয়ান ইউনিয়নের 15টি দেশে স্বীকৃতি পেল কোভিশিল্ড

নয়াদিল্লি, 8 অক্টোবর : নেপাল, মায়ানমার এবং বাংলাদেশে 10 লক্ষ করে কোভিশিল্ডের ডোজ পাঠানোর অনুমতি পেল পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India- SII) ৷ পাশাপাশি ভারত বায়োটেক (Bharat Biotech) 'ভ্যাকসিন মৈত্রী' প্রকল্পের অধীনে ইরানে ভ্যাকসিনের 10 লক্ষ ডোজ সরবরাহ করবে ৷ চলতি মাসেই এই দুই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভ্যাকসিন রফতানি করবে ৷

সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকার (AstraZeneca) প্রায় 3 কোটি ডোজ সরবরাহ করার বরাত পেয়েছে সংস্থা ৷ ভ্যাকসিন সরবরাহ করা নিয়ে অগস্টেই স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের (Mansukh Mandaviya) কাছে অনুমতির জন্য দরবার করে সংস্থা ৷ মন্ত্রী 20 সেপ্টেম্বর জানান, চলতি বছরেরই শেষ ভাগে ভারত ফের অতিরিক্ত কোভিড ভ্যাকসিন রফতানি শুরু করবে ৷ 'ভ্যাকসিন মৈত্রী' প্রকল্পের অধীনে এই ভ্যাকসিন রফতানি করবে ৷

সেরাম ইনস্টিটিউট প্রতি মাসে কোভিশিল্ড উৎপাদন বাড়িয়েছে 20 কোটিরও বেশি ৷ সংস্থার তরফে কেন্দ্রকে জানানো হয়েছে, অক্টোবরে তারা 22 কোটি ভ্যাকসিন ডোজ উৎপাদন করতে সক্ষম হবে ৷ আগামী 31 ডিসেম্বরের মধ্যে বরাতের 66 কোটি কোভিশিল্ডের ডোজ তারা সরবরাহ করতে সক্ষম হবে ৷ তার ফলে 2021 সালে সংস্থার রফতানি করা ভ্যাকসিন ডোজের পরিমাণ দাঁড়াবে 130 কোটির কিছু বেশি ৷

ভারত বায়োটেক বর্তমানে প্রতি মাসে 3 কোটি ভ্যাকসিন উৎপাদন করছে ৷ আগামীতে তারা প্রতি মাসে 5 কোটি করে ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হবে বলে জানা যাচ্ছে ৷

সেরাম ইনস্টিটিউটের পক্ষে প্রকাশকুমার সিং জানিয়েছেন, সংস্থা দেশের প্রয়োজনকে অগ্রাধিকার দেয় ৷ তাই প্যানডেমিকের মধ্যে দেশে ভ্যাকসিনের চাহিদা পূরণ করাই তাদের প্রধান লক্ষ্য ছিল ৷ পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকার তরফে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন চাওয়া হয়েছে ৷ তারপরই কেন্দ্রের থেকে অনুমতি চায় সেরাম ইনস্টিটিউট ৷ তার সঙ্গে দেশে ভ্যাকসিনের চাহিদা পূরণ করারও আশ্বাস দেওয়া হয় কেন্দ্রকে ৷

আরও পড়ুন : Covid-19 Update : ইউরোপিয়ান ইউনিয়নের 15টি দেশে স্বীকৃতি পেল কোভিশিল্ড

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.