ETV Bharat / bharat

Sidharth booked by Hyderabad Police : ক্ষমা চেয়েও নিস্তার নেই, সিদ্ধার্থের বিরুদ্ধে এবার পুলিশে মামলা

আজ হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিনেতার বিরুদ্ধে মামলা করলেন এক মহিলা (Sidharth tweet controversy) ৷

Sidharth booked by Hyderabad Police
সিদ্ধার্থের বিরুদ্ধে এবার পুলিশে মামলা
author img

By

Published : Jan 12, 2022, 10:07 PM IST

হায়দরাবাদ, 12 জানুয়ারি : বিতর্ক শেষ হয়েও যেন শেষ হচ্ছে না ৷ টুইটারে দেশের তারকা শাটলার সাইনা নেহওয়ালের উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় ক্ষমা চেয়ে নিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ ৷ ভুল স্বীকার করে নেওয়ায় ক্ষমাও করে দেন সাইনা ৷ কিন্তু তাতেও যেন বিতর্কে জল পড়ল না ৷ আজ হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিনেতার বিরুদ্ধে মামলা করলেন এক মহিলা (Sidharth booked by Hyderabad Police)৷

হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখার অতিরিক্ত ডিসিপি কেভিএম প্রসাদ জানিয়েছেন, "প্রেরণা নামে এক মহিলা অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে সাইবার ক্রাইমের দ্বারস্থ হন ৷ টুইটারে সাইনা নেহওয়ালের বিরুদ্ধে 'সেক্সিস্ট' মন্তব্যের কারণে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷" অভিযোগের ভিত্তিতে 67 তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির 509 সেকশনের অধীনে মামলা দায়ের করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ ডিসিপি জানিয়েছেন, খুব শীঘ্রই অভিনেতা সিদ্ধার্থকে নোটিশ পাঠানো হবে ৷

আরও পড়ুন : Siddharth Apologises to Saina : ঈশ্বর ওঁর মঙ্গল করুন, সিদ্ধার্থকে ক্ষমা সাইনার

বিতর্কের সূত্রপাত গত বুধবার পঞ্জাবের ফ্লাইওভারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আটকে থাকা নিয়ে ৷ বিষয়টি নিয়ে ঘটনার টুইটারে প্রতিবাদে সরব হন সাইনা ৷ ওই টুইটের প্রত্যুত্তরে সাইনাকে "Subtle Cock বিশ্ব চ্যাম্পিয়ন" বলে সম্বোধন করেন সিদ্ধার্থ ৷ এরপরই নেটমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে ৷ বেকায়দায় পড়ে গতকাল রাতে টুইটারে একটি চিঠি পোস্ট করে সাইনার কাছে ক্ষমা চান ওই দক্ষিণী অভিনেতা ৷ হায়দরাবাদি শাটলারও ক্ষমা করতে পিছপা হননি ৷ দেখেশুনে মনে হচ্ছিল বিতর্কের সমাপ্তি এখানেই ৷ কিন্তু বেফাঁস মন্তব্যের জন্য অভিনেতা যে এখনই নিস্তার পাচ্ছেন না তা আজকের এই মামলাতেই স্পষ্ট ৷ দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় ৷

হায়দরাবাদ, 12 জানুয়ারি : বিতর্ক শেষ হয়েও যেন শেষ হচ্ছে না ৷ টুইটারে দেশের তারকা শাটলার সাইনা নেহওয়ালের উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় ক্ষমা চেয়ে নিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ ৷ ভুল স্বীকার করে নেওয়ায় ক্ষমাও করে দেন সাইনা ৷ কিন্তু তাতেও যেন বিতর্কে জল পড়ল না ৷ আজ হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিনেতার বিরুদ্ধে মামলা করলেন এক মহিলা (Sidharth booked by Hyderabad Police)৷

হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখার অতিরিক্ত ডিসিপি কেভিএম প্রসাদ জানিয়েছেন, "প্রেরণা নামে এক মহিলা অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে সাইবার ক্রাইমের দ্বারস্থ হন ৷ টুইটারে সাইনা নেহওয়ালের বিরুদ্ধে 'সেক্সিস্ট' মন্তব্যের কারণে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷" অভিযোগের ভিত্তিতে 67 তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির 509 সেকশনের অধীনে মামলা দায়ের করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ ডিসিপি জানিয়েছেন, খুব শীঘ্রই অভিনেতা সিদ্ধার্থকে নোটিশ পাঠানো হবে ৷

আরও পড়ুন : Siddharth Apologises to Saina : ঈশ্বর ওঁর মঙ্গল করুন, সিদ্ধার্থকে ক্ষমা সাইনার

বিতর্কের সূত্রপাত গত বুধবার পঞ্জাবের ফ্লাইওভারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আটকে থাকা নিয়ে ৷ বিষয়টি নিয়ে ঘটনার টুইটারে প্রতিবাদে সরব হন সাইনা ৷ ওই টুইটের প্রত্যুত্তরে সাইনাকে "Subtle Cock বিশ্ব চ্যাম্পিয়ন" বলে সম্বোধন করেন সিদ্ধার্থ ৷ এরপরই নেটমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে ৷ বেকায়দায় পড়ে গতকাল রাতে টুইটারে একটি চিঠি পোস্ট করে সাইনার কাছে ক্ষমা চান ওই দক্ষিণী অভিনেতা ৷ হায়দরাবাদি শাটলারও ক্ষমা করতে পিছপা হননি ৷ দেখেশুনে মনে হচ্ছিল বিতর্কের সমাপ্তি এখানেই ৷ কিন্তু বেফাঁস মন্তব্যের জন্য অভিনেতা যে এখনই নিস্তার পাচ্ছেন না তা আজকের এই মামলাতেই স্পষ্ট ৷ দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.