ETV Bharat / bharat

Shraddha Murder Case: হিট অফ দ্য মোমেন্টে খুন করেন শ্রদ্ধাকে, আদালতে দাবি আফতাবের; জরুরি 10 তথ্য - শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলা

পাঁচ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে (Shraddha Murder Case) অভিযুক্ত আফতাব পুনাওয়ালাকে মঙ্গলবার গোপনে পেশ করা হল আদালতে (Delhi court)৷ হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়ানো হয়েছে (Aftab Shraddha case)৷

Shraddha Murder Case: Delhi-court-sends-accused-aaftab-poonawala-to-4-days-of-police-remand
হিট অফ দ্য মোমেন্টে খুন করেন শ্রদ্ধাকে, আদালতে দাবি আফতাবের
author img

By

Published : Nov 22, 2022, 4:39 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর: শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার (Shraddha Murder Case) অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার পুলিশ হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়িয়ে দিল দিল্লির আদালত (Delhi court)৷ 28 বছরের আফতাব চলতি বছর মে মাসে শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ ৷ তাঁর দেহকে 35 টুকরো করেছিলেন লিভ-ইন পার্টনার আফতাব (Aftab Shraddha case)৷ যদিও আদালতে তিনি বলেছেন যে, হত্যাকাণ্ডটি "মুহূর্তের উত্তাপে" ঘটেছে । এ দিকে, দিল্লি পুলিশের কাছ থেকে এই মামলা সিবিআই-এর কাছে হস্তান্তরের যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছে আদালত (Mehrauli Killing News)।

এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সর্বশেষ 10 আপডেট দেখে নেব একনজরে...

1.শ্রদ্ধা ওয়াকার হত্যার তদন্ত দিল্লি পুলিশের থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তরের দাবি জানিয়ে যে জনস্বার্থ মামলা বা পিআইএল হয়েছিল, তাকে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ 'প্রচারের স্বার্থে মামলা' বলে অভিহিত করে দিল্লি হাইকোর্ট ৷ এই মামলা খারিজ করে দেয় আদালত ৷ আদালত অবশ্য এর খরচের পরিমাণ উল্লেখ করেনি ।

2. প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের একটি বেঞ্চ বলেছে যে, এটি একটি প্রচারের স্বার্থে মামলা এবং এর কোনও ভিত্তি নেই । আবেদনে অভিযোগ করা হয়েছে যে, দেহ উদ্ধারের স্থানে মিডিয়া এবং জনসাধারণের উপস্থিতি প্রমাণে হস্তক্ষেপের সমান । এটি অভিযোগ করেছে যে দিল্লি পুলিশ তার তদন্তের প্রতিটি পদক্ষেপের বিষয়ে মিডিয়া এবং জনসাধারণের কাছে সমস্ত বিশদ প্রকাশ করেছে এবং এটি আইনের অনুমোদিতও নয় ।

3. আফতাব আমিন পুনাওয়ালা শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তাঁর দেহকে 35 টুকরো করেন বলে অভিযোগ ৷ তিনি দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকায় তাঁর বাড়িতে প্রায় তিন সপ্তাহ ধরে একটি ফ্রিজে শ্রদ্ধার দেহাংশ রেখেছিলেন । এরপর কয়েকদিন ধরে সারা শহরে শরীরের বিভিন্ন অংশ ফেলে দেন তিনি ।

4. পুলিশ জানিয়েছে, আর্থিক বিষয় নিয়ে এই যুগলের মধ্যে প্রায়ই ঝগড়া হত । সন্দেহ করা হচ্ছে, তাঁদের মধ্যে ঝগড়ার কারণেই 18 মে সন্ধ্যায় আফতাব 27 বছর বয়সি শ্রদ্ধাকে হত্যা করেন ।

আরও পড়ুন: রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ? তদন্তে পুলিশ

5. দিল্লির একটি আদালতও আফতাব পুনাওয়ালার পুলিশ হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়িয়েছে । তাঁকে বিশেষ শুনানিতে হাজির করা হয় । মঙ্গলবার তাঁর পাঁচ দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর তাঁকে গোপনে হাজির করা হয় আদালতে । বিশেষ শুনানিতে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আবিরাল শুক্লা এ বিষয়ে তদন্তকারী আধিকারিকদের বক্তব্য শুনে আফতাবের পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেন ।

6. আদালত আফতাবকে তাঁর সুস্থতা এবং পুলিশের থার্ড-ডিগ্রি প্রয়োগের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল । আফতাব আদালতকে বলেন, তিনি ভালো আছেন এবং তদন্তে সহযোগিতা করছেন । তিনি পুলিশের প্রশংসা করেছেন এবং বলেছেন যে, কোনও থার্ড ডিগ্রি ব্যবহার করা হয়নি । লিগ্যাল এইড কাউন্সেলের মতে, আফতাব আদালতকে বলেছিলেন যে "মৃতা তাঁকে উত্তেজিত করতেন এবং যা ঘটেছিল তা মুহূর্তের উত্তাপে হয়েছিল ।"

7. তদন্তকারী অফিসার জানিয়েছেন যে, তদন্ত চলছে এবং আসামিকে কয়েকটি জায়গায় নিয়ে যাওয়া হবে । শ্রদ্ধা হত্যা মামলায় আফতাবের আইনি পরামর্শদাতা অবিনাশ কুমার জানান যে, তিনি রিমান্ড বাড়ানোর বিরোধিতা করেছিলেন । শুনানির সময়, তিনি আরও বলেন যে আফতাবের ঘটনাটি স্মরণ করতে অসুবিধা হচ্ছে কারণ তিনি এই সমস্ত জায়গায় নতুন ।

8. এর আগে, দিল্লি পুলিশ শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার পলিগ্রাফ পরীক্ষা (Polygraph test on Aftab Poonawala) করার জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) কাছে গিয়েছিল, মঙ্গলবার এফএসএল সূত্র এ কথা জানিয়েছে । সূত্র আরও জানায়, আজ এই পরীক্ষা নেওয়া হতে পারে ।

9. এফএসএল সূত্র জানিয়েছে, "দিল্লি পুলিশ শ্রদ্ধা হত্যা মামলার অভিযুক্ত আফতাবের জন্য পলিগ্রাফিক পরীক্ষা করার জন্য এফএসএল-এর কাছে গিয়েছে । প্রস্তুতি চলছে । পরীক্ষাটি আজ পরিচালিত হতে পারে ৷" বৃহস্পতিবার আদালত রোহিণী এফএসএলকে পাঁচ দিনের মধ্যে আফতাবের নারকো টেস্ট করার নির্দেশ দেন । দিল্লি পুলিশ আফতাবের পলিগ্রাফ পরীক্ষা করার অনুমতি চেয়ে নিম্ন আদালতেও আবেদন করেছে ।

10. শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ ছয় মাস আগের হত্যা মামলার নিষ্পত্তি করে আফতাবকে গ্রেফতার করেছে ৷ আফতাব এবং শ্রদ্ধার আলাপ হয় একটি ডেটিং সাইটের মাধ্যমে এবং পরে ছতারপুরে একটি ভাড়া করা বাসস্থানে একসঙ্গে চলে যান ৷ দিল্লি পুলিশ শ্রদ্ধার বাবার কাছ থেকে একটি অভিযোগ পেয়ে 10 নভেম্বর একটি এফআইআর নথিভুক্ত করে ।

নয়াদিল্লি, 22 নভেম্বর: শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার (Shraddha Murder Case) অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার পুলিশ হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়িয়ে দিল দিল্লির আদালত (Delhi court)৷ 28 বছরের আফতাব চলতি বছর মে মাসে শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ ৷ তাঁর দেহকে 35 টুকরো করেছিলেন লিভ-ইন পার্টনার আফতাব (Aftab Shraddha case)৷ যদিও আদালতে তিনি বলেছেন যে, হত্যাকাণ্ডটি "মুহূর্তের উত্তাপে" ঘটেছে । এ দিকে, দিল্লি পুলিশের কাছ থেকে এই মামলা সিবিআই-এর কাছে হস্তান্তরের যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছে আদালত (Mehrauli Killing News)।

এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সর্বশেষ 10 আপডেট দেখে নেব একনজরে...

1.শ্রদ্ধা ওয়াকার হত্যার তদন্ত দিল্লি পুলিশের থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তরের দাবি জানিয়ে যে জনস্বার্থ মামলা বা পিআইএল হয়েছিল, তাকে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ 'প্রচারের স্বার্থে মামলা' বলে অভিহিত করে দিল্লি হাইকোর্ট ৷ এই মামলা খারিজ করে দেয় আদালত ৷ আদালত অবশ্য এর খরচের পরিমাণ উল্লেখ করেনি ।

2. প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের একটি বেঞ্চ বলেছে যে, এটি একটি প্রচারের স্বার্থে মামলা এবং এর কোনও ভিত্তি নেই । আবেদনে অভিযোগ করা হয়েছে যে, দেহ উদ্ধারের স্থানে মিডিয়া এবং জনসাধারণের উপস্থিতি প্রমাণে হস্তক্ষেপের সমান । এটি অভিযোগ করেছে যে দিল্লি পুলিশ তার তদন্তের প্রতিটি পদক্ষেপের বিষয়ে মিডিয়া এবং জনসাধারণের কাছে সমস্ত বিশদ প্রকাশ করেছে এবং এটি আইনের অনুমোদিতও নয় ।

3. আফতাব আমিন পুনাওয়ালা শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তাঁর দেহকে 35 টুকরো করেন বলে অভিযোগ ৷ তিনি দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকায় তাঁর বাড়িতে প্রায় তিন সপ্তাহ ধরে একটি ফ্রিজে শ্রদ্ধার দেহাংশ রেখেছিলেন । এরপর কয়েকদিন ধরে সারা শহরে শরীরের বিভিন্ন অংশ ফেলে দেন তিনি ।

4. পুলিশ জানিয়েছে, আর্থিক বিষয় নিয়ে এই যুগলের মধ্যে প্রায়ই ঝগড়া হত । সন্দেহ করা হচ্ছে, তাঁদের মধ্যে ঝগড়ার কারণেই 18 মে সন্ধ্যায় আফতাব 27 বছর বয়সি শ্রদ্ধাকে হত্যা করেন ।

আরও পড়ুন: রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ? তদন্তে পুলিশ

5. দিল্লির একটি আদালতও আফতাব পুনাওয়ালার পুলিশ হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়িয়েছে । তাঁকে বিশেষ শুনানিতে হাজির করা হয় । মঙ্গলবার তাঁর পাঁচ দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর তাঁকে গোপনে হাজির করা হয় আদালতে । বিশেষ শুনানিতে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আবিরাল শুক্লা এ বিষয়ে তদন্তকারী আধিকারিকদের বক্তব্য শুনে আফতাবের পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেন ।

6. আদালত আফতাবকে তাঁর সুস্থতা এবং পুলিশের থার্ড-ডিগ্রি প্রয়োগের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল । আফতাব আদালতকে বলেন, তিনি ভালো আছেন এবং তদন্তে সহযোগিতা করছেন । তিনি পুলিশের প্রশংসা করেছেন এবং বলেছেন যে, কোনও থার্ড ডিগ্রি ব্যবহার করা হয়নি । লিগ্যাল এইড কাউন্সেলের মতে, আফতাব আদালতকে বলেছিলেন যে "মৃতা তাঁকে উত্তেজিত করতেন এবং যা ঘটেছিল তা মুহূর্তের উত্তাপে হয়েছিল ।"

7. তদন্তকারী অফিসার জানিয়েছেন যে, তদন্ত চলছে এবং আসামিকে কয়েকটি জায়গায় নিয়ে যাওয়া হবে । শ্রদ্ধা হত্যা মামলায় আফতাবের আইনি পরামর্শদাতা অবিনাশ কুমার জানান যে, তিনি রিমান্ড বাড়ানোর বিরোধিতা করেছিলেন । শুনানির সময়, তিনি আরও বলেন যে আফতাবের ঘটনাটি স্মরণ করতে অসুবিধা হচ্ছে কারণ তিনি এই সমস্ত জায়গায় নতুন ।

8. এর আগে, দিল্লি পুলিশ শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার পলিগ্রাফ পরীক্ষা (Polygraph test on Aftab Poonawala) করার জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) কাছে গিয়েছিল, মঙ্গলবার এফএসএল সূত্র এ কথা জানিয়েছে । সূত্র আরও জানায়, আজ এই পরীক্ষা নেওয়া হতে পারে ।

9. এফএসএল সূত্র জানিয়েছে, "দিল্লি পুলিশ শ্রদ্ধা হত্যা মামলার অভিযুক্ত আফতাবের জন্য পলিগ্রাফিক পরীক্ষা করার জন্য এফএসএল-এর কাছে গিয়েছে । প্রস্তুতি চলছে । পরীক্ষাটি আজ পরিচালিত হতে পারে ৷" বৃহস্পতিবার আদালত রোহিণী এফএসএলকে পাঁচ দিনের মধ্যে আফতাবের নারকো টেস্ট করার নির্দেশ দেন । দিল্লি পুলিশ আফতাবের পলিগ্রাফ পরীক্ষা করার অনুমতি চেয়ে নিম্ন আদালতেও আবেদন করেছে ।

10. শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ ছয় মাস আগের হত্যা মামলার নিষ্পত্তি করে আফতাবকে গ্রেফতার করেছে ৷ আফতাব এবং শ্রদ্ধার আলাপ হয় একটি ডেটিং সাইটের মাধ্যমে এবং পরে ছতারপুরে একটি ভাড়া করা বাসস্থানে একসঙ্গে চলে যান ৷ দিল্লি পুলিশ শ্রদ্ধার বাবার কাছ থেকে একটি অভিযোগ পেয়ে 10 নভেম্বর একটি এফআইআর নথিভুক্ত করে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.