নয়াদিল্লি, 21 নভেম্বর: শ্রদ্ধা ওয়াকার (Shraddha Murder Case) হত্যা মামলায় অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার আজ নারকো অ্যানালিসিস টেস্ট হবে (Aftab Narco test)৷ সূত্রের মারফৎ এ কথা জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, আফতাব পুনাওয়ালা নারকো টেস্টের সময় এফএসএল টিম ছাড়াও মনোরোগ বিশেষজ্ঞ, তদন্তকারী আধিকারিক ও চিকিৎসকরা উপস্থিত থাকবেন । নারকো টেস্ট রেকর্ড করার পর তা ব্যাখ্যা করে রিপোর্ট পেশ করবেন এফএসএল-এর প্রতিনিধিরা (Shraddha Murder Accused)৷
তবে এই পরীক্ষার আগে সতর্ক করা হয়েছে হাসপাতালের কর্মী ও স্থানীয় পুলিশকে ৷ আফতাবকে (Aftab Amin Poonawalla) নিয়ে আসা হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁর উপর হামলা চালাতে পারে আশঙ্কা করছে পুলিশ ৷ এই কারণে হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷
এর আগে, দিল্লির একটি আদালত শুক্রবার পুলিশকে শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবের নারকো অ্যানাসলিসিস পরীক্ষাটি পাঁচ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ৷ পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও থার্ড ডিগ্রি ব্যবহার করতে পারবে না বলেও নির্দেশে জানিয়েছে আদালত ৷
আরও পড়ুন: রাতে হেঁটে আসছে আফতাব, হাতের প্যাকেট কি শ্রদ্ধার দেহাংশ ? তদন্তে পুলিশ
তদন্তকারী আধিকারিকদের পাঁচ দিনের মধ্যে অভিযুক্তের নারকো টেস্ট করার জন্য অনুমতি দিতে রোহিণী ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিজয়শ্রী রাঠোর ৷ বিচারক বলেন, "আইওকে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও থার্ড-ডিগ্রি যেন না ব্যবহার করা হয় । অভিযুক্ত তাঁর পক্ষে নিযুক্ত তাঁর আইনজীবীর মাধ্যমে এই পরীক্ষা রেকর্ড করতে ইচ্ছুক ।" নারকো টেস্টের সময় শ্রদ্ধার সঙ্গে দেখা হওয়া থেকে খুন পর্যন্ত অনেক প্রশ্ন করা হবে আফতাবকে ।
এ দিকে, আফতাবের বিষয়ে তথ্য জানতে পুলিশের একটি দল মুম্বই পৌঁছেছে ৷ সেখানে পাঁচ তারা হোটেলে যেখানে অভিযুক্ত শেফ হিসেবে ইন্টার্নশিপ করেছিলেন, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷