ETV Bharat / bharat

Super Human-God Modi : ‘অতিমানব’ মোদিই ভগবান, গোয়ায় স্তুতি শিবরাজের

আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ সেখানে প্রচারে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, তিনি প্রধানমন্ত্রীকে অতিমানব বলে মনে করেন ৷ তাঁর মতে, মোদির মধ্যে ভগবানের চিহ্নও রয়েছে (Shivraj Singh Chouhan says PM Modi has traces of God in him) ৷

shivraj-singh-chouhan-says-pm-modi-has-traces-of-god-in-him
Super Human-God Modi : ‘অতিমানব’ মোদিই ভগবান, গোয়ায় স্তুতি শিবরাজের
author img

By

Published : Feb 2, 2022, 1:03 PM IST

পানাজি (গোয়া), 2 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) অতিমানব বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তাঁর মতে, মোদির মধ্যে ভগবানের চিহ্নও রয়েছে (Shivraj Singh Chouhan says PM Modi has traces of God in him) ৷ গোয়ায় বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে এই কথা বলেছেন তিনি ৷

আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ সেই কারণে সেখানকার দাবোলিম বিধানসভায় প্রচারে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী (Madhya Pradesh CM Shivraj Singh Chouhan) ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি নরেন্দ্র মোদিকে দেখেছি...তাঁর মধ্যে ভগবানের চিহ্ন রয়েছে ৷ তিনি অসীম ক্ষমতার ভান্ডার ৷ একজন মানুষ কতটা কাজ করতে পারেন ? এর আগে কংগ্রেস বছরের পর বছর ধরে সরকার চালিয়েছে ৷ যেখানেই আপনি যান, সেখানে কি উন্নয়ন দেখতে পেয়েছেন ?’’

বিজেপির এই বর্ষীয়ান নেতা দাবি করেন যে তিনি একজন মুখ্যমন্ত্রী বা বিজেপি নেতা হিসেবে এই কথা বলছেন না ৷ তাঁর দাবি, ‘‘আমি বলছি, কারণ এটা আমি হৃদয় দিয়ে অনুভব করেছি ৷ এটা সৌভাগ্যের যে দেশ নরেন্দ্র মোদির মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে ৷ তাঁর ব্যক্তিত্ব অবিশ্বাস্য ৷’’ তাই তিনি প্রধানমন্ত্রীকে অতিমানব বলে মনে করেন বলে জানিয়েছেন শিবরাজ (Madhya Pradesh CM says Modi is super human) ৷

একই সঙ্গে তাঁর দাবি, কংগ্রেসের আমলে বিদেশিরা ভারতকে গুরুত্ব দিত না ৷ সম্মান দিত না ৷ সব সময় ভারতের দুর্নীতি নিয়ে আলোচনা হত ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সেই পরিস্থিতির বদল ঘটেছে ৷

আরও পড়ুন : Modi on Budget 2022 : আরও বিনিয়োগ-কর্মসংস্থানমুখী বাজেট, অর্থমন্ত্রীকে ফুল মার্কস প্রধানমন্ত্রীর

পানাজি (গোয়া), 2 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) অতিমানব বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তাঁর মতে, মোদির মধ্যে ভগবানের চিহ্নও রয়েছে (Shivraj Singh Chouhan says PM Modi has traces of God in him) ৷ গোয়ায় বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে এই কথা বলেছেন তিনি ৷

আগামী 14 ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ সেই কারণে সেখানকার দাবোলিম বিধানসভায় প্রচারে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী (Madhya Pradesh CM Shivraj Singh Chouhan) ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি নরেন্দ্র মোদিকে দেখেছি...তাঁর মধ্যে ভগবানের চিহ্ন রয়েছে ৷ তিনি অসীম ক্ষমতার ভান্ডার ৷ একজন মানুষ কতটা কাজ করতে পারেন ? এর আগে কংগ্রেস বছরের পর বছর ধরে সরকার চালিয়েছে ৷ যেখানেই আপনি যান, সেখানে কি উন্নয়ন দেখতে পেয়েছেন ?’’

বিজেপির এই বর্ষীয়ান নেতা দাবি করেন যে তিনি একজন মুখ্যমন্ত্রী বা বিজেপি নেতা হিসেবে এই কথা বলছেন না ৷ তাঁর দাবি, ‘‘আমি বলছি, কারণ এটা আমি হৃদয় দিয়ে অনুভব করেছি ৷ এটা সৌভাগ্যের যে দেশ নরেন্দ্র মোদির মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে ৷ তাঁর ব্যক্তিত্ব অবিশ্বাস্য ৷’’ তাই তিনি প্রধানমন্ত্রীকে অতিমানব বলে মনে করেন বলে জানিয়েছেন শিবরাজ (Madhya Pradesh CM says Modi is super human) ৷

একই সঙ্গে তাঁর দাবি, কংগ্রেসের আমলে বিদেশিরা ভারতকে গুরুত্ব দিত না ৷ সম্মান দিত না ৷ সব সময় ভারতের দুর্নীতি নিয়ে আলোচনা হত ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সেই পরিস্থিতির বদল ঘটেছে ৷

আরও পড়ুন : Modi on Budget 2022 : আরও বিনিয়োগ-কর্মসংস্থানমুখী বাজেট, অর্থমন্ত্রীকে ফুল মার্কস প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.