ধানবাদ (ঝাড়খণ্ড), 28 নভেম্বর: বিয়ে (Marriage) নিয়ে ফতোয়া জারি করা হল ঝাড়খণ্ডে (Jharkhand) ৷ সেখানকার নিরসার শিবলীবাড়ির জামা মসজিদ কমিটির তরফে এই ফতোয়া জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, ব্যান্ড ও ডিজে বাজালে এবং আতশবাজির ব্যবহার করলে বিয়ে হবে না ৷ রবিবার ওই কমিটির এক বৈঠক হয় ৷ সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরে সেই সিদ্ধান্তের কথা জানান মৌলানা মাসুদ আখতার কাদরি ৷
ওই বৈঠকে ওই এলাকার সব ইমাম ও মুসলিম সমাজের মানুষ উপস্থিত হয়েছিলেন ৷ সেখানেই ঠিক হয় যে ইসলাম (Islam) ধর্ম অনুযায়ী বিয়েতে ব্যান্ড-ডিজে ও আতশবাজির উপর নিষেধাজ্ঞা বলবৎ করা হবে ৷ পাশাপাশি রাত 11টার পর বিয়ে দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে ৷ কোনও কারণে দেরি হয়ে গেলে পরদিন সকালে বিয়ের আয়োজন আবার করতে হবে বলে দেওয়া হয়েছে নির্দেশ ৷
কিন্তু এই নির্দেশ যদি কেউ অমান্য করেন ৷ আর কাউকে যদি দোষী হিসেবে পাওয়া যায় ৷ তাহলে তাঁকে আর্থিক জরিমানা (Penalty) করা হবে ৷ সেই জরিমানার পরিমাণ 5100 টাকা ৷ একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমিটির কাছে ক্ষমাও চাইতে হবে ৷
কেন এই নির্দেশ ? এই নিয়ে শিবলীবাড়ির জামা মসজিদের ইমাম মাসুদ আখতার কাদরি জানান, ইসলাম অতিরিক্ত খরচে অনুমতি দেয় না ৷ কিন্তু এখন বিয়েতে লোক দেখানোর জন্য অনেকেই ব্যান্ড, ডিজে ও আতশবাজি ব্যবহার করে অযথা খরচ করেন ৷ সেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ তিনি আরও জানান, আগামী 2 ডিসেম্বর থেকে এই নিয়ম লাগু হবে ৷
আরও পড়ুন: দেশ থেকে বের করে দেওয়াই বাকি, ভোট প্রচারে চোখে জল সপার আজমের