ETV Bharat / bharat

President Election 2022: দ্রৌপদীকে সমর্থন নিয়ে একমত উদ্ধব-শিন্ডে - Prime Minister Narendra Modi

আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (President Election 2022) ৷ 21 জুলাই ভোটগণনা ৷ এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA Presidential Candidate Droupadi Murmu) ৷ বিরোধীদের তরফে প্রার্থী করা হয়েছে যশবন্ত সিনহাকে (Opposition Presidential Candidate Yashwant Sinha) ৷

Shiv Sena Extends Support to Droupadi Murmu in 2022 Presidential Election
President Election 2022: দ্রৌপদীকে সমর্থন নিয়ে একমত উদ্ধব-শিন্ডে
author img

By

Published : Jul 12, 2022, 8:05 PM IST

মুম্বই, 12 জুলাই : প্রায় একমাস ধরে তাঁদের যুযুধান হিসেবেই দেখেছে ভারতবাসী ৷ একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন লাগাতার ৷ কিন্তু মঙ্গলবার আচমকাই তাঁদের গলায় একসুর ৷ সৌজন্যে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA Presidential Candidate Droupadi Murmu) ৷

শিবসেনার দুই শিবিরের দুই নেতা উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও একনাথ শিন্ডে (Eknath Shinde) মঙ্গলবার জানিয়েছেন যে তাঁদের সাংসদ বিধায়করা রাষ্ট্রপতি ভোটে (President Election 2022) দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করবেন ৷

যদিও এই নিয়ে সন্ধি অবশ্য হয়নি দু’পক্ষের ৷ বরং মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আলাদা ভাবেই ঘোষণা করেছেন তাঁদের সিদ্ধান্তের কথা ৷ দু’জনে সমর্থনের যে কারণ জানিয়েছেন, তাও ভিন্ন ৷

একনাথ শিন্ডে জানিয়েছেন, তাঁরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে সমর্থন করবেন ৷ তাঁর দলের সব বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) দেখানো পথ অনুসরণ করে ভোট দেবেন দ্রৌপদীকে ৷

  • We will fully support Droupadi Murmu for the Presidential elections. All our MLAs will vote for her under the guidance of PM Narendra Modi: Maharashtra CM Eknath Shinde

    (file pic) pic.twitter.com/jyyDd1hrHW

    — ANI (@ANI) July 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে উদ্ধব ঠাকরে বলেন, ‘‘আমরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি ৷ কারণ, একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ দেওয়া উচিত ৷’’ কিন্তু এই নিয়ে যে প্রশ্ন উঠবে, সেটা বিলক্ষণ জানেন উদ্ধব ৷ তাই তিনি নিজেই বলেছেন, ‘‘আমি জানি যে এই সিদ্ধান্ত নিয়ে রাজনীতি হবে ৷ কিন্তু এর নেপথ্যে রাজনীতি নেই ৷ অতীতে আমরা প্রতিভা পাটিলকে সমর্থন করেছি ৷’’

তাছাড়া তাঁর দাবি, কোন চাপের কাছে নতিস্বীকার করে তিনি এই সিদ্ধান্ত নেননি ৷ যদিও সূত্রের খবর, শিবসেনার 18 জন সাংসদের মধ্যে 16 জন সাংসদ দ্রৌপদী মুর্মুকে সমর্থনের দাবি জানান ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গতমাসে শিবসেনায় (Shiv Sena) বিদ্রোহ শুরু হয় ৷ যার নেতৃত্বে ছিলেন একনাথ শিন্ডে ৷ সেই বিদ্রোহের জেরে গদিচ্যূত হয়েছেন উদ্ধব ৷ বিজেপির সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ ৷ তার পর থেকে একনাথ শিবির শিবসেনার প্রতীকও নিজেদের দখলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ৷ পালটা হুঁশিয়ারি দিচ্ছেন উদ্ধব ঠাকরে ৷

শেষপর্যন্ত দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ইস্যুতে একমত হলেন শিবসেনার যুযুধান দুই শিবির ৷

আরও পড়ুন : Droupadi Murmu in Kolkata: স্বামীজির বাড়িতে দ্রৌপদী মুর্মু, সঙ্গী একাধিক কেন্দ্রীয় মন্ত্রী

মুম্বই, 12 জুলাই : প্রায় একমাস ধরে তাঁদের যুযুধান হিসেবেই দেখেছে ভারতবাসী ৷ একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন লাগাতার ৷ কিন্তু মঙ্গলবার আচমকাই তাঁদের গলায় একসুর ৷ সৌজন্যে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA Presidential Candidate Droupadi Murmu) ৷

শিবসেনার দুই শিবিরের দুই নেতা উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও একনাথ শিন্ডে (Eknath Shinde) মঙ্গলবার জানিয়েছেন যে তাঁদের সাংসদ বিধায়করা রাষ্ট্রপতি ভোটে (President Election 2022) দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করবেন ৷

যদিও এই নিয়ে সন্ধি অবশ্য হয়নি দু’পক্ষের ৷ বরং মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আলাদা ভাবেই ঘোষণা করেছেন তাঁদের সিদ্ধান্তের কথা ৷ দু’জনে সমর্থনের যে কারণ জানিয়েছেন, তাও ভিন্ন ৷

একনাথ শিন্ডে জানিয়েছেন, তাঁরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে সমর্থন করবেন ৷ তাঁর দলের সব বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) দেখানো পথ অনুসরণ করে ভোট দেবেন দ্রৌপদীকে ৷

  • We will fully support Droupadi Murmu for the Presidential elections. All our MLAs will vote for her under the guidance of PM Narendra Modi: Maharashtra CM Eknath Shinde

    (file pic) pic.twitter.com/jyyDd1hrHW

    — ANI (@ANI) July 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে উদ্ধব ঠাকরে বলেন, ‘‘আমরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি ৷ কারণ, একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ দেওয়া উচিত ৷’’ কিন্তু এই নিয়ে যে প্রশ্ন উঠবে, সেটা বিলক্ষণ জানেন উদ্ধব ৷ তাই তিনি নিজেই বলেছেন, ‘‘আমি জানি যে এই সিদ্ধান্ত নিয়ে রাজনীতি হবে ৷ কিন্তু এর নেপথ্যে রাজনীতি নেই ৷ অতীতে আমরা প্রতিভা পাটিলকে সমর্থন করেছি ৷’’

তাছাড়া তাঁর দাবি, কোন চাপের কাছে নতিস্বীকার করে তিনি এই সিদ্ধান্ত নেননি ৷ যদিও সূত্রের খবর, শিবসেনার 18 জন সাংসদের মধ্যে 16 জন সাংসদ দ্রৌপদী মুর্মুকে সমর্থনের দাবি জানান ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গতমাসে শিবসেনায় (Shiv Sena) বিদ্রোহ শুরু হয় ৷ যার নেতৃত্বে ছিলেন একনাথ শিন্ডে ৷ সেই বিদ্রোহের জেরে গদিচ্যূত হয়েছেন উদ্ধব ৷ বিজেপির সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ ৷ তার পর থেকে একনাথ শিবির শিবসেনার প্রতীকও নিজেদের দখলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ৷ পালটা হুঁশিয়ারি দিচ্ছেন উদ্ধব ঠাকরে ৷

শেষপর্যন্ত দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ইস্যুতে একমত হলেন শিবসেনার যুযুধান দুই শিবির ৷

আরও পড়ুন : Droupadi Murmu in Kolkata: স্বামীজির বাড়িতে দ্রৌপদী মুর্মু, সঙ্গী একাধিক কেন্দ্রীয় মন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.