ETV Bharat / bharat

Congress President Poll: 'কাঁধ মিলিয়ে লড়বেন একসঙ্গে', হারের পর বাসভবনে গিয়ে খাড়গেজি-কে বললেন থারুর - Tharoor called on Kharge to his residence

নির্বাচনের আগে তাঁর প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গে-কে 'কংগ্রেসের ভীষ্ম' বলেছিলেন থারুর ৷ আর এদিন নির্বাচনের ফলপ্রকাশের পর প্রথমে নয়া সভাপতির বাসভবনে গেলেন থারুর (Tharoor called on Kharge to his residence) ৷ এরপর দলের পুনরুথ্থানে নয়া সভাপতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ারই বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী (Shashi Tharoor wishes to co-operate INC new president Mallikarjun Kharge) ৷

Congress President Poll
কাঁধ মিলিয়ে লড়বেন একসঙ্গে, হারের পর বাসভবনে ডেকে খাড়গে জি-কে বললেন থারুর
author img

By

Published : Oct 19, 2022, 5:57 PM IST

Updated : Oct 19, 2022, 10:29 PM IST

নয়াদিল্লি, 19 অক্টোবর: দলের অন্দরে বিক্ষুব্ধ জি-23 গোষ্ঠীর অন্যতম সদস্য তিনি ৷ দলে সুনেতৃত্ব ফেরাতে 2020 অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠিও লিখেছিলেন ৷ সেই শশী থারুর কংগ্রেসের সভাপতি নির্বাচনে বুধবার হারলেন মল্লিকার্জুন খাড়গের কাছে (Shashi Tharoor lost to Mallikarjun Kharge at INC presidential election) ৷ জাতীয় কংগ্রেসের প্রতি দেশের মানুষের পুনরায় আস্থা ফেরাতে, সর্বোপরি দলের শক্তি পুনরুদ্ধারের জন্য তিরুঅনন্তপুরের সাংসদের যোগ্যতার বোধহয় এতটুকু খামতি ছিল না ৷ তবু গান্ধি পরিবারের 'ঘরের লোক' না-হওয়ার দলের সভাপতি পদ অধরাই রয়ে গেল 'সুদর্শন' থারুরের ৷ যদিও সভাপতি হওয়ার সুযোগ হাতছাড়া করে মুষড়ে পড়া নয়, দলের পুনরুত্থানে নয়া সভাপতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ারই বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী (Shashi Tharoor wishes to co-operate INC new president Mallikarjun Kharge) ৷

নির্বাচনের আগে তাঁর প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গে-কে 'কংগ্রেসের পিতামহ ভীষ্ম' বলেছিলেন থারুর ৷ আর এদিন নির্বাচনের ফলপ্রকাশের পর প্রথমে নয়া সভাপতির বাসভবনে অভিনন্দন জানাতে হাজির হন থারুর (Tharoor called on Kharge to his residence) ৷ এরপর একাধিক টুইটে দলের নয়া সভাপতিকে শুভেচ্ছা জানান তিনি ৷ একটি টুইটে থারুর লিখলেন, "আমাদের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন জানাতে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলাম ৷ সর্বতোভাবে আমি ওনার পাশে থাকার চেষ্টা করব ৷ আমাদের প্রতিদ্বন্দ্বিতা জাতীয় কংগ্রেসকে আরও শক্তিশালী করেছে বলেই আমার বিশ্বাস ৷"

  • It is a great honour & a huge responsibility to be President of @INCIndia &I wish @Kharge ji all success in that task. It was a privilege to have received the support of over a thousand colleagues,& to carry the hopes& aspirations of so many well-wishers of Congress across India. pic.twitter.com/NistXfQGN1

    — Shashi Tharoor (@ShashiTharoor) October 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'কংগ্রেসের মল্লিকা বনে...', দলিত-রাজেই আস্থা হাতের

আরেকটি টুইটে তিরুঅনন্তপুরমের সাংসদ লেখেন, "জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া যেমন গর্বের তেমনই দায়িত্বপূর্ণ ৷ আমি মল্লিকার্জুন খাড়গে জি-কে সভাপতি পদের জন্য শুভেচ্ছা ৷ দেশজুড়ে জাতীয় কংগ্রেসের শুভাকাঙ্খী হাজারেরও বেশি সহকর্মীর সমর্থন পাওয়া আমার কাছে অত্যন্ত আনন্দের ৷"

কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে ভোট পড়েছিল 9385টি ৷ তার মধ্যে মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন 7,891টি ভোট ৷ শশী থারুরের ঝুলিতে গিয়েছে 1,072টি ভোট ৷

নয়াদিল্লি, 19 অক্টোবর: দলের অন্দরে বিক্ষুব্ধ জি-23 গোষ্ঠীর অন্যতম সদস্য তিনি ৷ দলে সুনেতৃত্ব ফেরাতে 2020 অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠিও লিখেছিলেন ৷ সেই শশী থারুর কংগ্রেসের সভাপতি নির্বাচনে বুধবার হারলেন মল্লিকার্জুন খাড়গের কাছে (Shashi Tharoor lost to Mallikarjun Kharge at INC presidential election) ৷ জাতীয় কংগ্রেসের প্রতি দেশের মানুষের পুনরায় আস্থা ফেরাতে, সর্বোপরি দলের শক্তি পুনরুদ্ধারের জন্য তিরুঅনন্তপুরের সাংসদের যোগ্যতার বোধহয় এতটুকু খামতি ছিল না ৷ তবু গান্ধি পরিবারের 'ঘরের লোক' না-হওয়ার দলের সভাপতি পদ অধরাই রয়ে গেল 'সুদর্শন' থারুরের ৷ যদিও সভাপতি হওয়ার সুযোগ হাতছাড়া করে মুষড়ে পড়া নয়, দলের পুনরুত্থানে নয়া সভাপতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ারই বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী (Shashi Tharoor wishes to co-operate INC new president Mallikarjun Kharge) ৷

নির্বাচনের আগে তাঁর প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গে-কে 'কংগ্রেসের পিতামহ ভীষ্ম' বলেছিলেন থারুর ৷ আর এদিন নির্বাচনের ফলপ্রকাশের পর প্রথমে নয়া সভাপতির বাসভবনে অভিনন্দন জানাতে হাজির হন থারুর (Tharoor called on Kharge to his residence) ৷ এরপর একাধিক টুইটে দলের নয়া সভাপতিকে শুভেচ্ছা জানান তিনি ৷ একটি টুইটে থারুর লিখলেন, "আমাদের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন জানাতে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলাম ৷ সর্বতোভাবে আমি ওনার পাশে থাকার চেষ্টা করব ৷ আমাদের প্রতিদ্বন্দ্বিতা জাতীয় কংগ্রেসকে আরও শক্তিশালী করেছে বলেই আমার বিশ্বাস ৷"

  • It is a great honour & a huge responsibility to be President of @INCIndia &I wish @Kharge ji all success in that task. It was a privilege to have received the support of over a thousand colleagues,& to carry the hopes& aspirations of so many well-wishers of Congress across India. pic.twitter.com/NistXfQGN1

    — Shashi Tharoor (@ShashiTharoor) October 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'কংগ্রেসের মল্লিকা বনে...', দলিত-রাজেই আস্থা হাতের

আরেকটি টুইটে তিরুঅনন্তপুরমের সাংসদ লেখেন, "জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়া যেমন গর্বের তেমনই দায়িত্বপূর্ণ ৷ আমি মল্লিকার্জুন খাড়গে জি-কে সভাপতি পদের জন্য শুভেচ্ছা ৷ দেশজুড়ে জাতীয় কংগ্রেসের শুভাকাঙ্খী হাজারেরও বেশি সহকর্মীর সমর্থন পাওয়া আমার কাছে অত্যন্ত আনন্দের ৷"

কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে ভোট পড়েছিল 9385টি ৷ তার মধ্যে মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন 7,891টি ভোট ৷ শশী থারুরের ঝুলিতে গিয়েছে 1,072টি ভোট ৷

Last Updated : Oct 19, 2022, 10:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.