নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: তাঁর দল কোনওদিনই দিল্লির শাসকের সামনে মাথা নত করবে না ! রবিবার একথা বলেন ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি (Nationalist Congress Party) বা এনসিপি (NCP)-এর সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ প্রসঙ্গত, বর্তমানে দেশের সর্বত্রই অ-বিজেপি বা বিজেপি-বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থা ৷ ইতিমধ্য়েই অনেককে গ্রেফতারও করা হয়েছে ৷ এমন একটি সময় শরদের এমন মন্তব্য নজর কেড়েছে রাজনৈতিক মহলের ৷
এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে সরব হন শরদ ৷ দিল্লিতে আয়োজিত দলের অষ্টম জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় শরদ বলেন, সম্প্রতি কৃষক আন্দোলন দমন করতে গিয়ে কেন্দ্র যে আচরণ করেছে, তা কখনই সমর্থনযোগ্য হতে পারে না ৷ পাশাপাশি, সংখ্য়ালঘুদের উপর অত্য়াচার নিয়েও সরব হয়েছেন এই প্রবীণ নেতা ৷ এদিনের ভাষণে শরদ বলেন, "দেশের বর্তমান সরকারকে আমরা গণতান্ত্রিক পথেই চ্য়ালেঞ্জ জানাব ৷ তারা ইডি, সিবিআই-এর মতো সংস্থাগুলির অপব্যবহার করছে ৷ টাকার অপব্যবহার করা হচ্ছে ৷" ইতিমধ্য়েই সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি-সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ইডি, সিবিআই-এর জেরার মুখে পড়তে হয়েছে ৷ রবিবার এর বিরুদ্ধে সরব হয়েছেন শরদ পাওয়ার ৷
আরও পড়ুন: এবার রাজস্থানের নাম বদলে কর্তব্যস্থান করে দিন ! কেন্দ্রকে কটাক্ষ শশীর
তবে, শুধুমাত্র শরদ পাওয়ারই নন, কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার অপব্যবহার নিয়ে আগেও অন্য়ান্য বিরোধী দলের নেতা, নেত্রীরা প্রতিবাদ করেছেন ৷ যদিও মোদি সরকারের বক্তব্য হল, তারা মোটেও ক্ষমতার অপব্যবহার করছে না ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নানা সময় একাধিক দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তারই তদন্ত করা হচ্ছে ৷ বস্তুত, যা হচ্ছে, তা আইন মেনেই করা হচ্ছে ৷ কিন্তু বিজেপি-বিরোধীরা এই তত্ত্ব মানতে নারাজ ৷ তাদের পালটা বক্তব্য, শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধেই কেন তৎপর ইডি, সিবিআই ? কেন বিভিন্ন ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনও তদন্ত করা হচ্ছে না ? রবিবার কার্যত একই অভিযোগ তুলেছেন শরদ পাওয়ারও ৷
এই প্রসঙ্গে শরদ এদিন বলেন, "এই হল সেই জায়গা, যেখানে বাজিরাও পেশোয়া তাঁর শিবির গড়েছিলেন ৷ 1737 সালে এই জায়গায় দাঁড়িয়েই দিল্লির শাসককে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি ৷" শরদের এই মন্তব্যকে ইঙ্গিতবাহী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তিনি নিজেকে কার্যত বাজিরাওয়ের সঙ্গে তুলনা করতে চেয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷