ETV Bharat / bharat

15 বছরের বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌনতা ধর্ষণ নয়, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের - ভারতীয় দণ্ডবিধির 375 ধারা

মোরাদাবাদের বাসিন্দা খুশাবে আলি নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে তাঁর নাবালিকা স্ত্রীকে পণের জন্য অত্যাচার ও বিকৃত যৌনতার অভিযোগ উঠেছিল । সেই মামলায় জামিনের আবেদন করেছিল খুশাবে । জামিনের আবেদনের শুনানিতে বিচারপতি এই পর্যবেক্ষণ জানান । অভিযুক্তের জামিনও মঞ্জুর করা হয় ।

Allahabad High Court
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 6, 2021, 1:39 PM IST

প্রয়াগরাজ, 6 অগস্ট : পনেরো বছরের বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণ নয় । পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের । হাইকোর্টের বিচারপতি মহম্মদ আসলাম এক জামিন সংক্রান্ত আবেদনের শুনানির সময় এই পর্যবেক্ষণ জানান । মোরাদাবাদের বাসিন্দা খুশাবে আলি নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে তাঁর নাবালিকা স্ত্রীকে পণের জন্য অত্যাচার ও বিকৃত যৌনতার অভিযোগ উঠেছিল । সেই মামলায় জামিনের আবেদন করেছিল খুশাবে । জামিনের আবেদনের শুনানিতে বিচারপতি এই পর্যবক্ষণ জানান । অভিযুক্তের জামিনও মঞ্জুর করা হয় । ভারতীয় দণ্ডবিধির 375 ধারায় (ব্যতিক্রম) বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি তাঁর স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং স্ত্রীর বয়স যদি 15 বছরের কম না হয়, তাহলে তা ধর্ষণ নয় ।

ভারতীয় দণ্ডবিধি, 1860-এর 375 ধারায় বলা হয়েছে, কোনও মহিলার সঙ্গে তাঁর সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণ । তবে পনেরো বছর বা তার বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করাকে ধর্ষণের আওতার বাইরে রাখা হয় । পরে 2013 সালে 375 ধারাটি সংশোধন করা হয় । সংশোধনীতে যৌনতায় সম্মতির বয়স 18 বছর পর্যন্ত বাড়ানো হয় । তবে পনেরো বছর বা তার বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌনতা সংক্রান্ত আইনে এখনও কোনও পরিবর্তন হয়নি । আর এর ফাঁক দিয়েই গলে যাচ্ছে অনেক অভিযুক্ত ।

এর আগে 2020 সালের 8 সেপ্টেম্বর মোরাদাবাদের ভোজপুর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী পণ নিয়ে হেনস্থা এবং বলপূর্বক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ।

যদিও 2017 সালে সুপ্রিম কোর্টে দুই বিচারপতির এক বেঞ্চ মন্তব্য করেছিল, কোনও নাবালিকা স্ত্রী (18 বছরের কম বয়সি)-র সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণ ।

প্রয়াগরাজ, 6 অগস্ট : পনেরো বছরের বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণ নয় । পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের । হাইকোর্টের বিচারপতি মহম্মদ আসলাম এক জামিন সংক্রান্ত আবেদনের শুনানির সময় এই পর্যবেক্ষণ জানান । মোরাদাবাদের বাসিন্দা খুশাবে আলি নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে তাঁর নাবালিকা স্ত্রীকে পণের জন্য অত্যাচার ও বিকৃত যৌনতার অভিযোগ উঠেছিল । সেই মামলায় জামিনের আবেদন করেছিল খুশাবে । জামিনের আবেদনের শুনানিতে বিচারপতি এই পর্যবক্ষণ জানান । অভিযুক্তের জামিনও মঞ্জুর করা হয় । ভারতীয় দণ্ডবিধির 375 ধারায় (ব্যতিক্রম) বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি তাঁর স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং স্ত্রীর বয়স যদি 15 বছরের কম না হয়, তাহলে তা ধর্ষণ নয় ।

ভারতীয় দণ্ডবিধি, 1860-এর 375 ধারায় বলা হয়েছে, কোনও মহিলার সঙ্গে তাঁর সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণ । তবে পনেরো বছর বা তার বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করাকে ধর্ষণের আওতার বাইরে রাখা হয় । পরে 2013 সালে 375 ধারাটি সংশোধন করা হয় । সংশোধনীতে যৌনতায় সম্মতির বয়স 18 বছর পর্যন্ত বাড়ানো হয় । তবে পনেরো বছর বা তার বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌনতা সংক্রান্ত আইনে এখনও কোনও পরিবর্তন হয়নি । আর এর ফাঁক দিয়েই গলে যাচ্ছে অনেক অভিযুক্ত ।

এর আগে 2020 সালের 8 সেপ্টেম্বর মোরাদাবাদের ভোজপুর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী পণ নিয়ে হেনস্থা এবং বলপূর্বক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ।

যদিও 2017 সালে সুপ্রিম কোর্টে দুই বিচারপতির এক বেঞ্চ মন্তব্য করেছিল, কোনও নাবালিকা স্ত্রী (18 বছরের কম বয়সি)-র সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.