ETV Bharat / bharat

Cabinet Reshuffle : হর্ষ বর্ধন-সহ একাধিক মন্ত্রীর ইস্তফা, সরলেন দেবশ্রী-বাবুলও

author img

By

Published : Jul 7, 2021, 2:14 PM IST

Updated : Jul 7, 2021, 3:39 PM IST

মোদি মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে আজ, বুধবার ৷ সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে যে আজ সন্ধ্যাতেই রদবদল করা হবে ৷

মোদি মন্ত্রিসভার রদবদলের আগে ইস্তফা একাধিক মন্ত্রীর, সরলেন দেবশ্রীও
মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা দুই মন্ত্রীর, সরতে পারেন দেবশ্রী

কলকাতা, 7 জুলাই : মোদি মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে আজ, বুধবার ৷ সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে যে আজ সন্ধ্যাতেই রদবদল করা হবে ৷ সেখানে বাংলার কারা যুক্ত হবেন, সেই দিকে তাকিয়ে অনেকে ৷ মন্ত্রিসভার রদবদলের আগে আজ একাধিক মন্ত্রী ইস্তফা দিয়েছেন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল ইস্তফা দিয়েছেন ৷ পদত্যাগী মন্ত্রীদের তালিকায় রয়েছেন বাংলার দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয় ৷ রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী 2019 সাল থেকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ আর আসানসোলের সাংসদ বাবুল পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷

আরও পড়ুন : মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর ? মোদি মন্ত্রিসভায় সম্ভাব্য বড় বদল আজ

আজ সকাল থেকে মোদি মন্ত্রিসভার একাধিক সদস্য ইস্তফা দিতে শুরু করেন ৷ তাঁদের মধ্যে একজন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং অন্যজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ সন্তোষ গাঙ্গোয়ার মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ তবে পূর্ণমন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল ৷ তিনি দেশের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ৷ কারণ, আগে ওই মন্ত্রকের নাম ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের আগে এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও ছিলেন ৷ এছাড়া উপস্থিত ছিলেন যাঁরা নতুন মন্ত্রী হতে পারেন, তাঁদের অনেকে ৷

আরও পড়ুন : মোদি সরকার..., শূন্যস্থান রেখে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

সব মিলিয়ে 43 জন মন্ত্রী এদিন শপথগ্রহণ করবেন ৷ সেই তালিকায় যেমন নতুন মন্ত্রীরা আছেন, তেমনই রয়েছেন পুরনোরা, যাঁদের রাষ্ট্রমন্ত্রী থেকে ক্যাবিনেটে উন্নীত করা হবে ৷ সরকারি সূত্রের খবর এবার মন্ত্রিসভায় তরুণ মুখের সঙ্গে যাঁদের প্রশাসন চালানোর দক্ষতা রয়েছে, তাঁদের রাখা হতে চলেছে ৷

যাঁদের মোদির মন্ত্রিসভায় পদোন্নতি হতে চলেছে বলে খবর, তাঁরা হলেন - জি কিষান রেড্ডি, পুরুষোত্তম রুপালা, অনুরাগ ঠাকুর-সহ আরও কয়েকজন ৷ এছাড়া মোদির মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনেওয়াল, পশুপতি কুমার পারস-সহ বেশ কয়েকজন ৷

আরও পড়ুন : Soumitra Khan : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র

কলকাতা, 7 জুলাই : মোদি মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে আজ, বুধবার ৷ সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে যে আজ সন্ধ্যাতেই রদবদল করা হবে ৷ সেখানে বাংলার কারা যুক্ত হবেন, সেই দিকে তাকিয়ে অনেকে ৷ মন্ত্রিসভার রদবদলের আগে আজ একাধিক মন্ত্রী ইস্তফা দিয়েছেন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল ইস্তফা দিয়েছেন ৷ পদত্যাগী মন্ত্রীদের তালিকায় রয়েছেন বাংলার দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয় ৷ রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী 2019 সাল থেকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ আর আসানসোলের সাংসদ বাবুল পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷

আরও পড়ুন : মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর ? মোদি মন্ত্রিসভায় সম্ভাব্য বড় বদল আজ

আজ সকাল থেকে মোদি মন্ত্রিসভার একাধিক সদস্য ইস্তফা দিতে শুরু করেন ৷ তাঁদের মধ্যে একজন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং অন্যজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ সন্তোষ গাঙ্গোয়ার মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ তবে পূর্ণমন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল ৷ তিনি দেশের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ৷ কারণ, আগে ওই মন্ত্রকের নাম ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের আগে এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও ছিলেন ৷ এছাড়া উপস্থিত ছিলেন যাঁরা নতুন মন্ত্রী হতে পারেন, তাঁদের অনেকে ৷

আরও পড়ুন : মোদি সরকার..., শূন্যস্থান রেখে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

সব মিলিয়ে 43 জন মন্ত্রী এদিন শপথগ্রহণ করবেন ৷ সেই তালিকায় যেমন নতুন মন্ত্রীরা আছেন, তেমনই রয়েছেন পুরনোরা, যাঁদের রাষ্ট্রমন্ত্রী থেকে ক্যাবিনেটে উন্নীত করা হবে ৷ সরকারি সূত্রের খবর এবার মন্ত্রিসভায় তরুণ মুখের সঙ্গে যাঁদের প্রশাসন চালানোর দক্ষতা রয়েছে, তাঁদের রাখা হতে চলেছে ৷

যাঁদের মোদির মন্ত্রিসভায় পদোন্নতি হতে চলেছে বলে খবর, তাঁরা হলেন - জি কিষান রেড্ডি, পুরুষোত্তম রুপালা, অনুরাগ ঠাকুর-সহ আরও কয়েকজন ৷ এছাড়া মোদির মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনেওয়াল, পশুপতি কুমার পারস-সহ বেশ কয়েকজন ৷

আরও পড়ুন : Soumitra Khan : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র

Last Updated : Jul 7, 2021, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.