ETV Bharat / bharat

Thane Road Accident: ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষ, মৃত 6

author img

By

Published : Jul 18, 2023, 2:30 PM IST

মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের থানের ভিওয়ান্দি তালুকের পদঘা এলাকায় ৷ ঘটনাস্থলেই মৃত চার ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন আরও 2জন ৷ ঘটনাস্থলে পুলিশ ৷

Etv Bharat
ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষ

থানে, 18 জুলাই: ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত 6 জন ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্দি তালুকের পদঘা এলাকায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের ৷ বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৷ পুলিশ জানিয়েছে, দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে 6টা নাগাদ জিপে স্কুল পড়ুয়া-সহ বেশ কয়েকজন পড়ঘা থেকে খাদাভলি স্টেশনের দিকে যাচ্ছিল ৷ অন্যদিকে বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক ৷ সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল ৷ প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল ৷ ফলে বৃষ্টির কারণে সামনের দিকে কিছু দেখা যাচ্ছিল না ৷ সেই কারণের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ এমনকী, ট্রাকটি সজোরে ধাক্কা মারার পর প্রায় 100 মিটার পর্যন্ত জিপটিকে টেনে নিয়ে যায় ৷

পুলিশ জানিয়েছে মৃতদের পরিচয় ৷ তাদের নাম চিন্ময় শিণ্ডে (15), রিয়া পরদেশী, চৈতালি পিম্পল (27), সন্তোষ অনন্ত যাদব (50), বসন্ত ধর্ম যাদব (50) এবং প্রজ্বল ফিরকে । এলাকায় দুর্ঘটনার কবর পেয়েই ছুটে আসেন আশে-পাশের স্থানীয় মানুষজন ৷ তাঁরা খবর দেয় পুলিশে ৷ পুলিশ এসে গুরুতর আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দুজনের ৷

আরও পড়ুন: বিদ্যুৎ কেটে দিয়ে প্রেমিকের সঙ্গে অভিসারে তরুণী, ধরা পড়তেই চলল গণধোলাই

এক পুলিশশ আধিকারিক বলেন, "তিনজন গুরুতর আহত ব্যক্তির ভিওয়াণ্ডির একটি হাসপাতালে চিকিৎসা চলছে ৷ অন্য তিনজন যারা সামান্য আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ দুর্ঘটনায় মোট ছয়জন প্রাণ হারিয়েছেন ৷ তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷"দুর্ঘটনার পুরো ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, প্রায় সময়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে ৷ গতির বলি হয়েছেন অনেকে ৷

থানে, 18 জুলাই: ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত 6 জন ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্দি তালুকের পদঘা এলাকায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের ৷ বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৷ পুলিশ জানিয়েছে, দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে 6টা নাগাদ জিপে স্কুল পড়ুয়া-সহ বেশ কয়েকজন পড়ঘা থেকে খাদাভলি স্টেশনের দিকে যাচ্ছিল ৷ অন্যদিকে বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক ৷ সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল ৷ প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল ৷ ফলে বৃষ্টির কারণে সামনের দিকে কিছু দেখা যাচ্ছিল না ৷ সেই কারণের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ এমনকী, ট্রাকটি সজোরে ধাক্কা মারার পর প্রায় 100 মিটার পর্যন্ত জিপটিকে টেনে নিয়ে যায় ৷

পুলিশ জানিয়েছে মৃতদের পরিচয় ৷ তাদের নাম চিন্ময় শিণ্ডে (15), রিয়া পরদেশী, চৈতালি পিম্পল (27), সন্তোষ অনন্ত যাদব (50), বসন্ত ধর্ম যাদব (50) এবং প্রজ্বল ফিরকে । এলাকায় দুর্ঘটনার কবর পেয়েই ছুটে আসেন আশে-পাশের স্থানীয় মানুষজন ৷ তাঁরা খবর দেয় পুলিশে ৷ পুলিশ এসে গুরুতর আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দুজনের ৷

আরও পড়ুন: বিদ্যুৎ কেটে দিয়ে প্রেমিকের সঙ্গে অভিসারে তরুণী, ধরা পড়তেই চলল গণধোলাই

এক পুলিশশ আধিকারিক বলেন, "তিনজন গুরুতর আহত ব্যক্তির ভিওয়াণ্ডির একটি হাসপাতালে চিকিৎসা চলছে ৷ অন্য তিনজন যারা সামান্য আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ দুর্ঘটনায় মোট ছয়জন প্রাণ হারিয়েছেন ৷ তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷"দুর্ঘটনার পুরো ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, প্রায় সময়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে ৷ গতির বলি হয়েছেন অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.