ETV Bharat / bharat

Bihar Road Accident : খালে পড়ল বরযাত্রী বোঝাই গাড়ি, মৃত 6 - বিহারে পথ দুর্ঘটনা

বরযাত্রী নিয়ে গাড়িটি বিহারের খাটিন থেকে বগহার দিকে যাচ্ছিল ৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায় ৷ একজন ব্যক্তি বেঁচে গিয়েছেন ৷ তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে (Bihar Road Accident) ৷

Nabinagar Bihar Swift Dzire Accident
নবীনগরে সুইফট ডিজায়ার দুর্ঘটনা
author img

By

Published : May 15, 2022, 9:23 AM IST

নবীনগর, 15 মে : খালে পড়ে মারা গিয়েছেন কমপক্ষে 6 জন ৷ ঘটনাটি ঘটেছে বিহারের নবীনগরে ৷ বিহারের পালামৌর খাটিন থেকে নবীনগরে বগহার দিকে বরযাত্রী নিয়ে যাচ্ছিল সুইফট ডিজায়ার গাড়ি ৷ গাড়িটিতে 7 জন ছিলেন ৷ দুর্ঘটনায় মৃত সবাই পালামৌর বাসিন্দা ৷ ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খালের মধ্যে পড়ে যায় ৷ বেঁচে থাকা একজন ব্যক্তি আহত হয়েছেন ৷ তাঁকে নবীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে (Several People died in a road accident in Nabinagar Bihar) ৷

বিস্তারিত আসছে...

নবীনগর, 15 মে : খালে পড়ে মারা গিয়েছেন কমপক্ষে 6 জন ৷ ঘটনাটি ঘটেছে বিহারের নবীনগরে ৷ বিহারের পালামৌর খাটিন থেকে নবীনগরে বগহার দিকে বরযাত্রী নিয়ে যাচ্ছিল সুইফট ডিজায়ার গাড়ি ৷ গাড়িটিতে 7 জন ছিলেন ৷ দুর্ঘটনায় মৃত সবাই পালামৌর বাসিন্দা ৷ ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খালের মধ্যে পড়ে যায় ৷ বেঁচে থাকা একজন ব্যক্তি আহত হয়েছেন ৷ তাঁকে নবীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে (Several People died in a road accident in Nabinagar Bihar) ৷

বিস্তারিত আসছে...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.