ETV Bharat / bharat

Darbhanga Boat Capsized: বিহারে কমলা নদীতে নৌকাডুবি, 5 মহিলার মৃত্যু - মর্মান্তিক দুর্ঘটনা

বিহারের দারভাঙ্গায় নৌকাডুবি ৷ ঘটনা মৃত হয়েছে পাঁচজনের ৷ ঝড়ের সময় কমলা নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের পাঁচজনই মহিলা ৷ এঁদের মধ্যে দু‘জন প্রাপ্ত বয়স্ক হলেও বাকি তিনজনের মধ্যে দু‘জন নাবালিকা এবং একজন কিশোরী ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 8:51 PM IST

Updated : Sep 6, 2023, 10:44 PM IST

দ্বারভাঙা, 6 সেপ্টেম্বর: বিহারের দ্বারভাঙায় মর্মান্তিক দুর্ঘটনা ৷ কমলা নদীতে নৌকা ডুবে মৃত্যু হল পাঁচ জনের ৷ নিহতদের মধ্যে দু’জন মহিলা, একজন কিশোরী ও দুই নাবালিকা আছে । নিহতরা হলেন জগতার্নি দেবী (55), পুলপারি দেবী (60), সোনালী কুমারী (13), কল্পনা কুমারী (12) সোনিয়া কুমারী (11)। বুধবার বিহারের দ্বারভাঙার কুশেশ্বরস্থান জেলার পূর্ব ব্লকের মহিষাউত পঞ্চায়েত এলাকার ঘটনা ।

জানা গিয়েছে, এদিন ঝাঝরা ও গদেহপুরার মধ্যবর্তী শাহপুর চরে নৌকাটি উলটে যায় । দুর্ঘটনার খবর পেয়ে গ্রামবাসীর এগিয়ে আসেন উদ্ধারকার্যে ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কুশেশ্বরস্থানের বিডিও কিশোর কুমার ৷ তিনি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন ৷ মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন ৷ পাশাপাশি মৃতদের পরিবার পিছু আর্থিক সাহয্য কথা ঘোষণা করেছেন ৷ মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷

4টা সন্ধ্যার ঘটনা: জানা গিয়েছে বুধবার বিকাল 4টেয় মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি ঘটে ৷ নৌকায় 10 জনের বেশি যাত্রী ছিলেন ৷ নৌকাটি ঝাঝরাহাটে যাচ্ছিল ৷ ঝাঝরা ও গদেহপুরার মধ্যবর্তী শাহপুর চরে পৌঁছতেই হঠাৎ ঝড় শুরু হয় ৷ ভার বহন করতে না পেরে নৌকাটি উল্টে যায় ৷ নৌকায় থাকা মাঝিও ডুবে জলে পড়ে যান ৷

আরও পড়ুন: বালিয়ায় নৌকাডুবিতে বেশ কয়েকজনের মৃত্যু

বাঁচলেন কারা : দুর্ঘটনাটি দখতে পেয়েই স্থানীয়রা উদ্ধারকার্যে নেমে পড়েন ৷ দুই মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । বাকিদের স্থানীয়রাই উদ্ধার করেছেন ৷ তবে মর্মান্তিক এই দুর্ঘটনাটি কীভাবে ঘটেছ তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পডু়ন: নৌকা উলটে মৃত 22, আহত বহু ; কেরলে আজ সরকারি শোক

দ্বারভাঙা, 6 সেপ্টেম্বর: বিহারের দ্বারভাঙায় মর্মান্তিক দুর্ঘটনা ৷ কমলা নদীতে নৌকা ডুবে মৃত্যু হল পাঁচ জনের ৷ নিহতদের মধ্যে দু’জন মহিলা, একজন কিশোরী ও দুই নাবালিকা আছে । নিহতরা হলেন জগতার্নি দেবী (55), পুলপারি দেবী (60), সোনালী কুমারী (13), কল্পনা কুমারী (12) সোনিয়া কুমারী (11)। বুধবার বিহারের দ্বারভাঙার কুশেশ্বরস্থান জেলার পূর্ব ব্লকের মহিষাউত পঞ্চায়েত এলাকার ঘটনা ।

জানা গিয়েছে, এদিন ঝাঝরা ও গদেহপুরার মধ্যবর্তী শাহপুর চরে নৌকাটি উলটে যায় । দুর্ঘটনার খবর পেয়ে গ্রামবাসীর এগিয়ে আসেন উদ্ধারকার্যে ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কুশেশ্বরস্থানের বিডিও কিশোর কুমার ৷ তিনি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন ৷ মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন ৷ পাশাপাশি মৃতদের পরিবার পিছু আর্থিক সাহয্য কথা ঘোষণা করেছেন ৷ মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷

4টা সন্ধ্যার ঘটনা: জানা গিয়েছে বুধবার বিকাল 4টেয় মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি ঘটে ৷ নৌকায় 10 জনের বেশি যাত্রী ছিলেন ৷ নৌকাটি ঝাঝরাহাটে যাচ্ছিল ৷ ঝাঝরা ও গদেহপুরার মধ্যবর্তী শাহপুর চরে পৌঁছতেই হঠাৎ ঝড় শুরু হয় ৷ ভার বহন করতে না পেরে নৌকাটি উল্টে যায় ৷ নৌকায় থাকা মাঝিও ডুবে জলে পড়ে যান ৷

আরও পড়ুন: বালিয়ায় নৌকাডুবিতে বেশ কয়েকজনের মৃত্যু

বাঁচলেন কারা : দুর্ঘটনাটি দখতে পেয়েই স্থানীয়রা উদ্ধারকার্যে নেমে পড়েন ৷ দুই মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । বাকিদের স্থানীয়রাই উদ্ধার করেছেন ৷ তবে মর্মান্তিক এই দুর্ঘটনাটি কীভাবে ঘটেছ তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পডু়ন: নৌকা উলটে মৃত 22, আহত বহু ; কেরলে আজ সরকারি শোক

Last Updated : Sep 6, 2023, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.