উত্তরকাশী, 4 অক্টোবর: উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের (Uttarkashi Avalanche) কবলে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের পর্বতারোহীরা (Nehru Institute Of Mountaineering) । ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 10 জন, 8 জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷
গাঢ়ওয়াল হিমালয়ের দ্রৌপদী কা ডান্ডা (Draupadi ka Danda) শিখরের অদূরে ওই তুষারধসে আটকে পড়েছিলেন 40 জন পর্বতারোহী ৷ দলে ছিলেন 33 জন প্রশিক্ষণার্থী এবং 7 জন প্রশিক্ষক ৷ ওই ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু করে সেনা, আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)-এর উদ্ধারকারী দল (Mountaineers Stuck Due to avalanche) ।
-
Spoke to CM Uttarakhand, Shri @PushkarDhami and took stock of the situation. Rescue operations are underway to help the mountaineers who are still trapped.
— Rajnath Singh (@rajnathsingh) October 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I have instructed the IAF to mount the rescue and relief ops. Praying for everyone’s safety and well-being. 2/2
">Spoke to CM Uttarakhand, Shri @PushkarDhami and took stock of the situation. Rescue operations are underway to help the mountaineers who are still trapped.
— Rajnath Singh (@rajnathsingh) October 4, 2022
I have instructed the IAF to mount the rescue and relief ops. Praying for everyone’s safety and well-being. 2/2Spoke to CM Uttarakhand, Shri @PushkarDhami and took stock of the situation. Rescue operations are underway to help the mountaineers who are still trapped.
— Rajnath Singh (@rajnathsingh) October 4, 2022
I have instructed the IAF to mount the rescue and relief ops. Praying for everyone’s safety and well-being. 2/2
নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর অধ্যক্ষ অমিত বিষ্ট বলেন, "নিমের (Nehru Institute Of Mountaineering) 40 জন প্রশিক্ষণার্থীর একটি দল দ্রৌপদীর ডান্ডা-2তে গিয়েছিল । ঘটনাস্থলে নিমের কাছে দু'টি স্যাটেলাইট ফোন রয়েছে । উদ্ধার অভিযানে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে ।"
-
मा. रक्षा मंत्री श्री @rajnathsingh जी से वार्ता कर रेस्क्यू अभियान में तेजी लाने के लिए सेना की मदद लेने हेतु अनुरोध किया है, जिसको लेकर उन्होंने हमें केंद्र सरकार की ओर से हर सम्भव सहायता देने के लिए आश्वस्त किया है। सभी को सुरक्षित निकालने हेतु रेस्क्यू अभियान चलाया जा रहा है।
— Pushkar Singh Dhami (@pushkardhami) October 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मा. रक्षा मंत्री श्री @rajnathsingh जी से वार्ता कर रेस्क्यू अभियान में तेजी लाने के लिए सेना की मदद लेने हेतु अनुरोध किया है, जिसको लेकर उन्होंने हमें केंद्र सरकार की ओर से हर सम्भव सहायता देने के लिए आश्वस्त किया है। सभी को सुरक्षित निकालने हेतु रेस्क्यू अभियान चलाया जा रहा है।
— Pushkar Singh Dhami (@pushkardhami) October 4, 2022मा. रक्षा मंत्री श्री @rajnathsingh जी से वार्ता कर रेस्क्यू अभियान में तेजी लाने के लिए सेना की मदद लेने हेतु अनुरोध किया है, जिसको लेकर उन्होंने हमें केंद्र सरकार की ओर से हर सम्भव सहायता देने के लिए आश्वस्त किया है। सभी को सुरक्षित निकालने हेतु रेस्क्यू अभियान चलाया जा रहा है।
— Pushkar Singh Dhami (@pushkardhami) October 4, 2022
আরও পড়ুন: "উত্তরাখণ্ডের পাশে দেশ!" প্রতিনিয়ত নজর মোদি-শাহের, শোকপ্রকাশ মমতার
ইতিমধ্যেই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাহায্য চেয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ টুইটারে তিনি লিখেছেন, "প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে আমরা উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সাহায্য নেওয়ার জন্য অনুরোধ করেছ ৷ তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন । উদ্ধার অভিযান চালানো হচ্ছে ।"