ETV Bharat / bharat

Cloudburst in Himachal Pradesh: হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু একই পরিবারের 7 জনের - মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু একই পরিবারের 7 জনের

Solan Cloudburst: সোলান জেলার জাডন গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে । হিমাচল প্রদেশে ফের শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি । এর জেরে ভূমিধস এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ।

Cloudburst in Himachal Pradesh
মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু
author img

By

Published : Aug 14, 2023, 12:42 PM IST

সোলান(হিমাচল প্রদেশ), 14 অগস্ট: হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির কবলে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে ৷ ভেঙে পড়েছে দুটি বাড়ি ও একটি গোয়ালঘর ৷ ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মামলিঘের জাডন গ্রামে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও সোলান বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধনিরাম শান্ডিলের বাড়িও এই গ্রামে ৷ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ও প্রশাসনিক কর্মীরা । জানা গিয়েছে, বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে ওই পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে । পাশাপাশি দু'জনকে নিরাপদে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা । তাঁদের চিকিৎসা চলছে শায়রী হাসপাতালে ।

এসডিএম কাঁন্দাঘাট সিদ্ধার্থ আচার্য জানান, মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ দুটি ঘর ভেঙে গিয়েছে ৷ খবর পেয়ে প্রশাসন এখানে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায় । এখন পর্যন্ত এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে ৷ তাদের দেহ ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে ৷ পাশাপাশি দু'জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে । মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এসডিএম কাঁন্দাঘাট আরও জানান, একটি গোয়ালঘর তলিয়ে গিয়েছে ৷ ফলে বর্তমানে এখানে গবাদি পশু চাপা পড়ার খবরও এসেছে ৷ সেই পশুগুলিকেও উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে ।

  • Devastated to hear about the loss of 7 precious lives in the tragic cloud burst incident at Village Jadon, Dhawla Sub-Tehsil in Solan District. My heartfelt condolences go out to the grieving families. We share in your pain and sorrow during this difficult time. We have directed…

    — Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) August 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভূমিধসের জেরে বিলাসপুরে অবরুদ্ধ জাতীয় সড়ক

এর আগে হিমাচল প্রদেশে লাগাতার বৃষ্টির জেরে পরিস্থিতি ভয়াবহ হয়েছিল ৷ কিন্তু তার থেকে কিছুদিন স্বস্তি মেলার পর ফের শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে । মুষলধারে বৃষ্টির জেরে আরও একবার রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ক্রমাগত ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে । কোথাও বন্যার কারণে আবার কোথাও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে । এই অবস্থায় মেঘ ভাঙা বৃষ্টির হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । তবে এই বৃষ্টি থেকে এখনই রেহাই মিলবে না বলে জানা গিয়েছে ।

সোলান(হিমাচল প্রদেশ), 14 অগস্ট: হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির কবলে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে ৷ ভেঙে পড়েছে দুটি বাড়ি ও একটি গোয়ালঘর ৷ ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মামলিঘের জাডন গ্রামে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও সোলান বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধনিরাম শান্ডিলের বাড়িও এই গ্রামে ৷ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ও প্রশাসনিক কর্মীরা । জানা গিয়েছে, বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে ওই পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে । পাশাপাশি দু'জনকে নিরাপদে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা । তাঁদের চিকিৎসা চলছে শায়রী হাসপাতালে ।

এসডিএম কাঁন্দাঘাট সিদ্ধার্থ আচার্য জানান, মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ দুটি ঘর ভেঙে গিয়েছে ৷ খবর পেয়ে প্রশাসন এখানে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায় । এখন পর্যন্ত এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে ৷ তাদের দেহ ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে ৷ পাশাপাশি দু'জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে । মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এসডিএম কাঁন্দাঘাট আরও জানান, একটি গোয়ালঘর তলিয়ে গিয়েছে ৷ ফলে বর্তমানে এখানে গবাদি পশু চাপা পড়ার খবরও এসেছে ৷ সেই পশুগুলিকেও উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে ।

  • Devastated to hear about the loss of 7 precious lives in the tragic cloud burst incident at Village Jadon, Dhawla Sub-Tehsil in Solan District. My heartfelt condolences go out to the grieving families. We share in your pain and sorrow during this difficult time. We have directed…

    — Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) August 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভূমিধসের জেরে বিলাসপুরে অবরুদ্ধ জাতীয় সড়ক

এর আগে হিমাচল প্রদেশে লাগাতার বৃষ্টির জেরে পরিস্থিতি ভয়াবহ হয়েছিল ৷ কিন্তু তার থেকে কিছুদিন স্বস্তি মেলার পর ফের শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে । মুষলধারে বৃষ্টির জেরে আরও একবার রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ক্রমাগত ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে । কোথাও বন্যার কারণে আবার কোথাও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে । এই অবস্থায় মেঘ ভাঙা বৃষ্টির হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । তবে এই বৃষ্টি থেকে এখনই রেহাই মিলবে না বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.