হোশিয়ারপুর, 17 জানুয়ারি: ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছে ৷ আর তাতেই ভয়ানক পথ দুর্ঘটনা ঘটল পঞ্জাবের মুকেরিয়ায় ৷ বুধবার ভোরে পঞ্জাব পুলিশের একটি বাস একটি বড় ট্রাকে ধাক্কা মারে ৷ মৃত্যু হয় 4 পুলিশকর্মীর ৷ তাঁদের মধ্যে একজন মহিলা ৷ আরও প্রায় 10 জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ পুলিশের বাসটি জলন্ধর থেকে গুরদাসপুরের দিকে যাচ্ছিল ৷
মুকেরিয়া পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জোগিন্দর সিং বলেন, "ভোর প্রায় 6টা নাগাদ এই দুর্ঘটনা হয় ৷ পঞ্জাব আর্মি পুলিশের গাড়িটি জলন্ধর থেকে আসছিল ৷ এটি রাস্তার ধারে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে ৷ বাসচালক, এক মহিলা কনস্টেবলের মৃত্যু হয়েছে ৷ 15-20 জন পুলিশ ছিল ওই বাসে ৷ তাঁরা জলন্ধর পিএপি সেন্টার থেকে গুরদাসপুরের দিকে যাচ্ছিলেন ৷"
-
#WATCH | Hoshiarpur: Mukerian Police Station Incharge Joginder Singh says, "At around 6 am, the driver was coming from Jalandhar PAP (Punjab Armed Police)... It collided with a trailer on the side of the road. The driver, a lady constable and another policeman have lost their… pic.twitter.com/IKJCH6K6A9
— ANI (@ANI) January 17, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Hoshiarpur: Mukerian Police Station Incharge Joginder Singh says, "At around 6 am, the driver was coming from Jalandhar PAP (Punjab Armed Police)... It collided with a trailer on the side of the road. The driver, a lady constable and another policeman have lost their… pic.twitter.com/IKJCH6K6A9
— ANI (@ANI) January 17, 2024#WATCH | Hoshiarpur: Mukerian Police Station Incharge Joginder Singh says, "At around 6 am, the driver was coming from Jalandhar PAP (Punjab Armed Police)... It collided with a trailer on the side of the road. The driver, a lady constable and another policeman have lost their… pic.twitter.com/IKJCH6K6A9
— ANI (@ANI) January 17, 2024
বছরের প্রথম দিকেই অসমের গোলাঘাট জেলার দেরগাঁও এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা হয় ৷ বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় 12 জনের ৷ আহত হন অন্তত 30 জন ৷ বাসটিতে 45 জন যাত্রী ছিলেন ৷ এই মাসেই ডুয়ার্সে গিয়ে দুর্ঘটনায় জখম হন পাঁচ পর্যটক ৷ 13 জানুয়ারি নেপালে বাস নদীতে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই বাসটি ৷ রাতে অন্ধকারের মধ্যে রাপ্তি সেতু থেকে বাসটি নদীতে উলটে পড়ে যায় ৷ মৃত্যু হয় 12 জনের ৷ মৃতদের মধ্যে দুই ভারতীয় ছিল বলে জানা গিয়েছে ৷ জানুয়ারিতেই একটি ভয়াবহ দুর্ঘটনায় খাদে পড়ে মৃত্যু হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আধিকারিকের ভাইয়ের ৷ উত্তরাখণ্ডের দেরাদুনের ঋষিকেশে এই দুর্ঘটনাটি ঘটে ৷ এখানে চিল্লা রেঞ্জের কাছে একটি বনবিভাগের গাড়ি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় ৷ তারপর উলটে যায় ৷ এতে 4 জনের মৃত্যু হয় ৷
আরও পড়ুন: