ETV Bharat / bharat

Road Accident in Jharkhand: বিয়ে বাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনায় মৃত পাঁচ ; জখম বহু - গাড়ি দুর্ঘটনা

ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচজনের ৷ আহত কমপক্ষে 29 ৷ গুরুতর অবস্থায় 11 জন আহত সদর হাসপাতালে ভরতি ৷

Road Accident in Jharkhand Gumla
গাড়ি দুর্ঘটনায় মৃত পাঁচ
author img

By

Published : May 3, 2023, 11:07 AM IST

গুমলা(ঝাড়খণ্ড), 3 মে: ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ঝাড়খণ্ড । বিয়ে বাড়ি থেকে ফেরার সময় পিক-আপ ভ্যান উলটে পাঁচজনের মৃত্যু ৷ আহত কমপক্ষে 29 জন ৷ তাদের মধ্যে 11 জনের অবস্থা আশংকাজনক ৷ ঝাড়খণ্ডের গুমলা জেলায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ৷ আহতদের স্থানীয় সদর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ যাত্রী নেওয়ার নির্দিষ্ট ক্ষমতা থাকে পিক-আপ ভ্যানগুলির ৷ তার তুলনায় বেশি যাত্রী ওঠায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, গুমলা জেলার ডুমরি ব্লকের সারংডিহ থেকে বিয়ে করে বউ নিয়ে ছেলের পরিবার পিক-আপ ভ্যানে করে বাড়ি ফিরছিল ৷ ওই পিক-আপ ভ্যানে 45 থেকে 55 জন ছিলেন ৷ পিক-আপ ভ্যানে করে কাটারিতে তাদের বাড়িতে আসার সময় জারি ব্লকের জর্দা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷ যেখানে নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি তিনবার উলটে যায় ৷ ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় । আহতদের সবাইকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চানপুরে আনা হয় ৷ 11 জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাদের সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে ।

খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে যান ৷ আহতদের চোট গুরুতর হওয়ায় পুলিশ চিকিৎসার জন্য চানপুর স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় । সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে আশংকাজনকদের সদর হাসপাতালে পাঠানো হয় ৷ অ্যাম্বুলেন্সগুলি একে একে সদর হাসপাতালে পৌঁছতে শুরু করলে আহতদের জরুরি ওয়ার্ডে স্থান্ততরিত করা হয় । সূত্রের খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর ৷ বাকিদের হাতে, পায়ে ও মাথায় গুরুতর জখম রয়েছে । সবাইকে সদর হাসপাতাল গুমলায় চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে ৷ তিনজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে ।

আরও পড়ুন: রাজস্থানে গাড়ি উলটে মৃত হরিয়ানার 5 বাসিন্দা

গুমলা(ঝাড়খণ্ড), 3 মে: ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ঝাড়খণ্ড । বিয়ে বাড়ি থেকে ফেরার সময় পিক-আপ ভ্যান উলটে পাঁচজনের মৃত্যু ৷ আহত কমপক্ষে 29 জন ৷ তাদের মধ্যে 11 জনের অবস্থা আশংকাজনক ৷ ঝাড়খণ্ডের গুমলা জেলায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ৷ আহতদের স্থানীয় সদর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ যাত্রী নেওয়ার নির্দিষ্ট ক্ষমতা থাকে পিক-আপ ভ্যানগুলির ৷ তার তুলনায় বেশি যাত্রী ওঠায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ৷

জানা গিয়েছে, গুমলা জেলার ডুমরি ব্লকের সারংডিহ থেকে বিয়ে করে বউ নিয়ে ছেলের পরিবার পিক-আপ ভ্যানে করে বাড়ি ফিরছিল ৷ ওই পিক-আপ ভ্যানে 45 থেকে 55 জন ছিলেন ৷ পিক-আপ ভ্যানে করে কাটারিতে তাদের বাড়িতে আসার সময় জারি ব্লকের জর্দা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷ যেখানে নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি তিনবার উলটে যায় ৷ ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় । আহতদের সবাইকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চানপুরে আনা হয় ৷ 11 জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাদের সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে ।

খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে যান ৷ আহতদের চোট গুরুতর হওয়ায় পুলিশ চিকিৎসার জন্য চানপুর স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় । সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে আশংকাজনকদের সদর হাসপাতালে পাঠানো হয় ৷ অ্যাম্বুলেন্সগুলি একে একে সদর হাসপাতালে পৌঁছতে শুরু করলে আহতদের জরুরি ওয়ার্ডে স্থান্ততরিত করা হয় । সূত্রের খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর ৷ বাকিদের হাতে, পায়ে ও মাথায় গুরুতর জখম রয়েছে । সবাইকে সদর হাসপাতাল গুমলায় চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে ৷ তিনজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে ।

আরও পড়ুন: রাজস্থানে গাড়ি উলটে মৃত হরিয়ানার 5 বাসিন্দা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.