ভুবনেশ্বর, 3 সেপ্টেম্বর: ওড়িশায় একদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার ওড়িশাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে ৷ এদিনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অন্ততপক্ষে 10 জনের ৷ এই দশজনের মধ্যে বোলানগিরে দু'জন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংপুর, ঢেনকানালে একজন করে এবং খুড়দা জেলায় প্রাণ হারিয়েছেন 4 জন ৷ এছাড়া খুড়দাতেই 3 জন বজ্র-বিদ্যুতের আঘাতে জখম হয়েছেন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর এবং কটকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ৷ মৌসম ভবনের তরফে জারি হওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই রাজ্যটির বিভিন্ন জায়গায় আরও চারদিন এভাবেই ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের ফলে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে ৷ শনিবার বিকেলে মাত্র দেড় ঘণ্টায় ভুবনেশ্বর ও কটকে যথাক্রমে 126 মিমি এবং 95.8 মিমি বৃষ্টি হয়েছে ৷ তাতেই বিপর্যস্ত জনজীবন ৷
-
Today (02.09.2023), 10 persons died & 3 persons injured in 6 districts due to lightning.
— SRC, Govt of Odisha (@SRC_Odisha) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Angul -01,
Bolangir -02,
Boudh- 01,
Jagatsinghpur -01, Dhenkanal -01, and
Khordha – 04 (& 03 injured) pic.twitter.com/UVw9cUNbrC
">Today (02.09.2023), 10 persons died & 3 persons injured in 6 districts due to lightning.
— SRC, Govt of Odisha (@SRC_Odisha) September 2, 2023
Angul -01,
Bolangir -02,
Boudh- 01,
Jagatsinghpur -01, Dhenkanal -01, and
Khordha – 04 (& 03 injured) pic.twitter.com/UVw9cUNbrCToday (02.09.2023), 10 persons died & 3 persons injured in 6 districts due to lightning.
— SRC, Govt of Odisha (@SRC_Odisha) September 2, 2023
Angul -01,
Bolangir -02,
Boudh- 01,
Jagatsinghpur -01, Dhenkanal -01, and
Khordha – 04 (& 03 injured) pic.twitter.com/UVw9cUNbrC
ওড়িশার রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বা ওএসডিএমএ সামাজিক মাধ্যমে 2 সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বজ্রপাতের সংখ্যা প্রকাশ করেছে ৷ মেঘের সঙ্গে মেঘের ঘর্ষণে 36 হাজার 597 বার, মেঘ থেকে মাটিতে 25 হাজার 753 বার বজ্রপাত হয়েছে বলে দাবি সংস্থার ৷ আবহাওয়া দফতর সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে জানিয়েছে, বজ্রপাত-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হলে মানুষ যেন খোলা জায়গায় না-থাকে ৷ সুরক্ষিত থাকতে দ্রুত কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে ৷
-
Total lightning strikes across Odisha till 5.30pm today (2nd September ) are:
— OSDMA Odisha (@osdmaodisha) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
1. CC : 36,597
2. CG : 25,753@mcbbsr @SRC_Odisha @SecyChief @PradeepJenaIAS @satyabrata1967 pic.twitter.com/ewpOuzlOQi
">Total lightning strikes across Odisha till 5.30pm today (2nd September ) are:
— OSDMA Odisha (@osdmaodisha) September 2, 2023
1. CC : 36,597
2. CG : 25,753@mcbbsr @SRC_Odisha @SecyChief @PradeepJenaIAS @satyabrata1967 pic.twitter.com/ewpOuzlOQiTotal lightning strikes across Odisha till 5.30pm today (2nd September ) are:
— OSDMA Odisha (@osdmaodisha) September 2, 2023
1. CC : 36,597
2. CG : 25,753@mcbbsr @SRC_Odisha @SecyChief @PradeepJenaIAS @satyabrata1967 pic.twitter.com/ewpOuzlOQi
আরও পড়ুন: মর্মান্তিক! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একই পরিবারের চারজনের
রাজ্যের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ 3 সেপ্টেম্বর আরেকটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপরে ৷ এর প্রভাবে আগামী 48 ঘণ্টায় একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে ওড়িশার হাওয়া অফিস ৷ এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের ফলে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু এবার সক্রিয় হবে ৷ আগামী চারদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছেন অধিকর্তা ৷