লুধিয়ানা, 30 এপ্রিল: রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা পঞ্জাবের লুধিয়ানায় ৷ সেখানকার গিয়াসপুরা এলাকায় ভের্কা বুথের কাছে একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে দুই শিশু ও পাঁচ মহিলা-সহ 11 জনের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি আহতের সংখ্যা কমপক্ষে 11 ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যেই ৷ উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
গ্যাস লিক হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। কীভাবে গ্যাস লিক হয়েছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানা থেকে আচমকাই বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। সেই গ্যাস পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়তেই শ্বাসকষ্ট শুরু হয় স্থানীয়দের। অনেকেই অসুস্থ হয়ে পড়েন ৷ মৃত 11 জনের মধ্যে আপাতত দুই শিশু রয়েছে বলে এখনও পর্যন্ত খবর। দুর্ঘটনার পর এলাকাটি সিল করে দেওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছে লুধিয়ানা পুলিশ ৷ পুলিশকর্মীরা মুখে রুমাল বেঁধে সেখানে কাজ করছেন।
-
Nine people dead and 11 hospitalised in an incident of gas leak in Giaspura area of Ludhiana, Punjab.
— ANI (@ANI) April 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Local administration, Police officials, NDRF team at the spot. pic.twitter.com/PRYmYdRe7V
">Nine people dead and 11 hospitalised in an incident of gas leak in Giaspura area of Ludhiana, Punjab.
— ANI (@ANI) April 30, 2023
Local administration, Police officials, NDRF team at the spot. pic.twitter.com/PRYmYdRe7VNine people dead and 11 hospitalised in an incident of gas leak in Giaspura area of Ludhiana, Punjab.
— ANI (@ANI) April 30, 2023
Local administration, Police officials, NDRF team at the spot. pic.twitter.com/PRYmYdRe7V
আরও পড়ুন: ম্যানহোলে পড়ে গিয়েছিল দাদা, বাঁচাতে গিয়ে মৃত্যু নাবালিকা বোনের
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ভের্কা বুথ এলাকার ওই দুধের কারখানার কুলিং সিস্টেম থেকে বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয় রবিবার সকালে। খবর পেয়ে এলাকায় আসে স্থানীয় পুলিশ প্রশাসন। দুর্ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ কারখানার আশপাশে বিস্তীর্ণ এলাকা ঘিরে রেখেছে এনডিআরএফ এবং পুলিশ।ওই কারখানার আশেপাশের 300 মিটার এলাকা এখনও নিরাপদ নয় বলে মনে করছে প্রশাসন। পুলিশের তরফে দ্রুত ওই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বারবার বলা হচ্ছে ৷
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। টুইটারে তিনি জানিয়েছেন, লুধিয়ানার গিয়াসপুরার কারখানায় গ্যাস লিকের ঘটনা দুঃখজনক। পুলিশ, সরকার, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে।