ETV Bharat / bharat

Uttarakhand Bus Accident : ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে, খাদে বাস পড়ে মৃত কমপক্ষে 22

উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (several died as tourists bus fallen into ditch at Yamunotri Highway in Uttarkashi) ৷ মৃতরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

uttarkashi bus accident
ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে
author img

By

Published : Jun 5, 2022, 9:45 PM IST

Updated : Jun 5, 2022, 10:32 PM IST

উত্তরকাশী, 5 জুন : উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে প্রাণ হারালেন কমপক্ষে 22 জন (several died as tourists bus fallen into ditch at Yamunotri Highway in Uttarkashi) ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ঘটনায় আহত হয়েছেন 6 জন ৷ মৃত ও আহতরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

উত্তরাখণ্ডের পুলিশ-প্রশাসন সূত্রে খবর, রবিবার যমুনত্রী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দামটার কাছে 200 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি ৷ বাসটিতে 28 জন যাত্রী ছিলেন ৷ 22 জনের মৃত্যু হয়েছে, 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে

আরও পড়ুন : চিঠি পাঠিয়ে হুমকি সলমনকে, তদন্তে পুলিশ

  • उत्तराखंड में हुआ बस हादसा अत्यंत पीड़ादायक है। इसमें जिन लोगों ने अपने प्रियजनों को खो दिया है, उनके प्रति मैं अपनी शोक-संवेदना व्यक्त करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन मौके पर हरसंभव सहायता में जुटा है: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) June 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who lost their lives in the accident in Uttarakhand. The injured would be given Rs. 50,000 each.

    — PMO India (@PMOIndia) June 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50 হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে ৷

উত্তরকাশী, 5 জুন : উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে প্রাণ হারালেন কমপক্ষে 22 জন (several died as tourists bus fallen into ditch at Yamunotri Highway in Uttarkashi) ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ঘটনায় আহত হয়েছেন 6 জন ৷ মৃত ও আহতরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

উত্তরাখণ্ডের পুলিশ-প্রশাসন সূত্রে খবর, রবিবার যমুনত্রী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দামটার কাছে 200 মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি ৷ বাসটিতে 28 জন যাত্রী ছিলেন ৷ 22 জনের মৃত্যু হয়েছে, 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে

আরও পড়ুন : চিঠি পাঠিয়ে হুমকি সলমনকে, তদন্তে পুলিশ

  • उत्तराखंड में हुआ बस हादसा अत्यंत पीड़ादायक है। इसमें जिन लोगों ने अपने प्रियजनों को खो दिया है, उनके प्रति मैं अपनी शोक-संवेदना व्यक्त करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन मौके पर हरसंभव सहायता में जुटा है: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) June 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who lost their lives in the accident in Uttarakhand. The injured would be given Rs. 50,000 each.

    — PMO India (@PMOIndia) June 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50 হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে ৷

Last Updated : Jun 5, 2022, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.