রায়গড় ( মহারাষ্ট্র ) , 15 এপ্রিল: মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ শনিবার ভোর 4টে নাগাদ একটি বাস জাতীয় সড়কের ধারে একটি খাদে পড়ে যায় ৷ ঘটনাটি মহারাষ্ট্রের রায়গড়ের ৷ এখানে ওল্ড পুনে মুম্বই জাতীয় সড়কের খোপোলির বোরঘাটে রাস্তার ধারে শিনগ্রোবা মন্দিরের কাছে বাস উলটে নীচে পড়ে যায় ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 25 জনেরও বেশি যাত্রী আহত হয়েছে ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি বাসটি পুনে থেকে মুম্বইয়ে যাচ্ছিল ৷ বাসে প্রায় 40 জন যাত্রী ছিলেন ৷ আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷
এর আগে 2 এপ্রিল তামিলনাড়ুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা হয় ৷ 51 জন পর্যটককে নিয়ে বাসটি ভেলাঙ্কানিতে দুর্ঘটনায় পড়ে ৷ 2 জনের মৃত্যু হয় এবং 30 জনেরও বেশি আহত হয়েছে ৷ মৃতদের মধ্যে 4 বছরের একটি শিশু ছিল । ছিলেন 55 বছর বয়সি এক প্রৌঢ়াও ৷ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ বিলাসবহুল বাসটি কেরলের ত্রিশূর থেকে ভেলাঙ্কানি গির্জায় যাচ্ছিল ৷ একই দিনে উত্তরাখণ্ডের মুসৌরিতে একটি বাস খাদে পড়ে যায়৷ খাদটির গভীরতা ছিল 150 ফুট ৷ এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয় ৷ বাসের চালক-সহ 22 জন জখম হয়েছিলেন ৷ দেরাদুন-মুসৌরি সড়কপথে এই বাস দুর্ঘটনা হয় ৷ বাসটিতে 28 জন যাত্রী ছিলেন৷ 26 জনকে উদ্ধার করা হয়েছিল ৷
এর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়ে জম্মু ও কাশ্মীরের অবন্তিপোরায় বাস দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছিল ৷ ওই বাসটিতে বিহার থেকে আসা শ্রমিকেরা ছিলেন ৷ তাঁরা সবাই জম্মু-কাশ্মীরে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন ৷ শ্রীনগর ও জম্মু জাতীয় সড়কের উপর বাসটি উলটে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: তামিলনাড়ুতে উলটে গেল পর্যটক বোঝাই বাস; মৃত 2, আহত 30