গৌরীকুণ্ড, 6 অগস্ট: প্রবল বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাতে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের ভূমিধসে এখনও নিখোঁজ কমপক্ষে 20 জন ৷ মৃত্যু হয়েছে তিন জনের ৷ উদ্ধারকাজ এখনও চলছে ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, 3 অগস্ট মধ্যরাতে কেদারনাথ যাত্রাপথে গৌরীকুণ্ডের দাতপুলিয়ার কাছে ভূমিধসে নিখোঁজ ব্যক্তিদের এখনও খোঁজ চলছে ৷ দুর্ঘটনাস্থলে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ছাড়াও রয়েছে এনডিআরএফ, ডিডিআরএফ, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ, জেলা পুলিশ, জল পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা ৷
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার সংবাদসংস্থা এএনআইকে রবিবার বলেন, "গৌরীকুণ্ডের ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে এবং 20 জন এখনও নিখোঁজ রয়েছেন ৷ নিখোঁজদের মধ্যে অধিকাংশই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার জানিয়েছেন, জোশীমঠের পর এবার রাস্তা এবং সড়কে ফাটল ধরায় আতঙ্ক ছড়িয়েছে দেরাদুনে। সেখানকার কালসি ব্লকের খামরোলি এবং আশপাশের এলাকায় অধিকাংশ বাড়িতে ফাটল দেখা দিয়েছে।ধসে গিয়েছে একাধিক বাড়ি।
আরও পড়ুন: কেদারনাথের গৌরীকুণ্ডে ধস নেমে ধ্বংস দু'টি দোকান, নিখোঁজ বহু মানুষ
ধসের কারণে বহু দোকান তাসের ঘরের মতো ভেঙে খাদের নীচে চলে যাওয়ার খবর মিলেছে। জলে ভেজা কাদামাটি ও পাথরের তলায় চাপা পড়েন অসংখ্য মানুষ। কেউ কেউ জলের তোড়ে ভেসেও গিয়েছেন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গৌরীকুণ্ড দাতপুলিয়ায় বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ ধস নামে। গৌরীকুণ্ডের প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজে তদারকি করছেন। যদিও অবিশ্রান্ত বৃষ্টি চলতে থাকায় এবং পাহাড়ের মাথা থেকে অনবরত পাথরের চাঁই খসে পড়তে থাকায় উদ্ধারকাজ মাঝেমাঝে বন্ধ রাখতে হচ্ছে। প্রায় তিনদিন হয়ে গেলেও এখনও জারি উদ্ধারকাজ ৷
গত জুলাই মাসেই প্রবল প্রাকৃতিক দুর্যোগে সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে এবছর কেদার, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথ এই চারধাম যাত্রা বারেবারে স্থগিত করে।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা থেকে উলটে নীচে টেম্পো, দেখুন ভিডিয়ো