ETV Bharat / bharat

Chhattisgarh Accident : ছত্তীসগড়ে দুটি গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল আটজনের - ছত্তীসগড়ে দুর্ঘটনা

ছত্তীসগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল আটজনের ৷ রবিবার দুর্ঘটনাটি ঘটে ছত্তীসগড়ের কোন্ডাগাঁও জেলার বোরগাওঁয়ে ৷ অটো ও এসইউভি-র সংঘর্ষে প্রাণ হারাতে হয় হতভাগ্যদের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Road accident in Kondagaon, at least eight people died
Chhattisgarh Accident : ছত্তীসগড়ে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল আটজনের
author img

By

Published : Sep 19, 2021, 7:59 PM IST

রায়পুর, 19 সেপ্টেম্বর : অটো ও এসইউভি-র সংঘর্ষে প্রাণ গেল আটজনের ৷ গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ন’জন ৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ রবিবার দুর্ঘটনাটি ঘটে ছত্তীসগড়ের কোন্ডাগাঁও (Kondagaon) জেলায় ৷

আরও পড়ুন : Bikaner Accident : বিকানেরে পথ দুর্ঘটনা, মৃত 11

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত অটোটিতে একই পরিবারের 16 জন সদস্য ছিলেন ৷ সেই সময় ঝাড়খণ্ড থেকে জগদলপুরের দিকে আসছিল একটি এসইউভি ৷ কোন্ডাগাঁও জেলার বোরগাওঁয়ের (Borgaon) কাছে অটোটির সঙ্গে ধাক্কা লাগে চারচাকা যাত্রীবাহী গাড়িটির ৷ দুর্ঘটনার জেরে অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷ তাঁরাই দুর্ঘটনার খবর পুলিশকে দেন ৷

পুলিশ সূত্রে খবর, অটোয় যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেকের পদবীই পান্ডে ৷ অথগাঁও থেকে গোদমায় যাচ্ছিলেন তাঁরা ৷ পরিবারের 16 জন সদস্যদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ছিলেন ৷ ছিল কয়েকটি শিশুও ৷ অন্যদিকে, এসইউভি-টিতেও কয়েকজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে তাঁদের সংখ্যা ঠিক কত, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷

আরও পড়ুন : Bengaluru Accident: বেঙ্গালুরুতে ফুটপাথে উঠল বিলাসবহুল গাড়ি, মৃত বিধায়কের পুত্র-পুত্রবধূ

দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷ তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷

রায়পুর, 19 সেপ্টেম্বর : অটো ও এসইউভি-র সংঘর্ষে প্রাণ গেল আটজনের ৷ গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ন’জন ৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ রবিবার দুর্ঘটনাটি ঘটে ছত্তীসগড়ের কোন্ডাগাঁও (Kondagaon) জেলায় ৷

আরও পড়ুন : Bikaner Accident : বিকানেরে পথ দুর্ঘটনা, মৃত 11

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত অটোটিতে একই পরিবারের 16 জন সদস্য ছিলেন ৷ সেই সময় ঝাড়খণ্ড থেকে জগদলপুরের দিকে আসছিল একটি এসইউভি ৷ কোন্ডাগাঁও জেলার বোরগাওঁয়ের (Borgaon) কাছে অটোটির সঙ্গে ধাক্কা লাগে চারচাকা যাত্রীবাহী গাড়িটির ৷ দুর্ঘটনার জেরে অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷ তাঁরাই দুর্ঘটনার খবর পুলিশকে দেন ৷

পুলিশ সূত্রে খবর, অটোয় যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেকের পদবীই পান্ডে ৷ অথগাঁও থেকে গোদমায় যাচ্ছিলেন তাঁরা ৷ পরিবারের 16 জন সদস্যদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ছিলেন ৷ ছিল কয়েকটি শিশুও ৷ অন্যদিকে, এসইউভি-টিতেও কয়েকজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে তাঁদের সংখ্যা ঠিক কত, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷

আরও পড়ুন : Bengaluru Accident: বেঙ্গালুরুতে ফুটপাথে উঠল বিলাসবহুল গাড়ি, মৃত বিধায়কের পুত্র-পুত্রবধূ

দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷ তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.