ETV Bharat / bharat

Mishap in Indore Temple: রামনবমীর পুজো চলাকালীন ধসে গেল ছাদ ! ইন্দোরের মন্দিরে মৃত কমপক্ষে 13

রামনবমীর (Ram Navami 2023) পুজো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ৷ ইন্দোরের মন্দিরে ছাদ ধসে প্রাণ গেল অন্তত 13 জনের ৷ শোকপ্রকাশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর ৷ শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রীও ৷

several devotees lost lives due to a Mishap in Indore Temple during Ram Navami 2023 Puja
ভয়াবহ দুর্ঘটনা
author img

By

Published : Mar 30, 2023, 4:39 PM IST

Updated : Mar 30, 2023, 5:51 PM IST

রামনবমীর পুজো চলাকালীন ইন্দোরের মন্দিরে ধসে গেল ছাদ

ইন্দোর, 30 মার্চ: রামনবমীর (Ram Navami 2023) পুজো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মন্দিরে (Mishap in Indore Temple) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই ওই মন্দিরের ছাদের একটি অংশ ধসে পড়ে ৷ যার নীচে বহু পুণ্যার্থী চাপা পড়ে যান ৷ সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হল, মন্দির চত্বরেই একটি উঠোন রয়েছে ৷ সেখানে একটি পাতকুয়ো আছে ৷ দুর্ঘটনার জেরে সেই পাতকুয়োয় বহু মানুষ (25 থেকে 30 জন) পড়ে যান ৷ তাঁদের মধ্যে এখনও পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্য়ে তিনজন মহিলা এবং দু'জন পুরুষ ৷ দুর্ঘটনার পর ওই পাতকুয়ো থেকে বহু পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্য়ে বেশকিছু মহিলাও রয়েছেন ৷ এখনও বেশ কয়েকজন পুণ্য়ার্থী পাতকুয়োর ভিতরেই রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে ৷

এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লিখেছেন, "ইন্দোরের দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বনজীর সঙ্গে আমি কথা বলেছি এবং ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি ৷ রাজ্য সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে ৷ ঘটনায় আক্রান্ত এবং তাঁদের সকলের পরিবারের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি ৷"

  • इंदौर के पटेल नगर में हुई दुर्घटना अत्यंत दुर्भाग्यपूर्ण है। भगवान की कृपा से कोई जनहानि नहीं हुई है। मैं स्थानीय प्रशासन के सतत् संपर्क में हूँ। 10 लोगों को सुरक्षित बाहर निकाला जा चुका है, 9 और लोग अंदर सुरक्षित हैं। हम अपनी पूरी ताकत से रेस्क्यू ऑपरेशन में जुटे हुए हैं।: सीएम pic.twitter.com/RWi1sO1VWX

    — Office of Shivraj (@OfficeofSSC) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বনও ৷ যদিও তাঁর দাবি ছিল, তখনও পর্যন্ত তাঁর কাছে অন্তত এই দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর পৌঁছয়নি ৷ মুখ্যমন্ত্রী জানান, মন্দিরের পাতকুয়ো থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে ৷ ভিতরে তখনও পর্যন্ত আরও ন'জন আটকে ছিলেন বলে জানতে পারেন তিনি ৷ কিন্তু, তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ৷ জানান, বাকি আক্রান্তদের উদ্ধার করতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ যদিও পরবর্তীতে এই ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর সামনে আসে ৷

  • Extremely pained by the mishap in Indore. Spoke to CM @ChouhanShivraj Ji and took an update on the situation. The State Government is spearheading rescue and relief work at a quick pace. My prayers with all those affected and their families.

    — Narendra Modi (@narendramodi) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিহারের পথ দুর্ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু

এদিকে, এই ঘটনার খবর পেয়েই মন্দিরে পৌঁছে যায় স্থানীয় তিনটি থানার পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ৷ উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ শেষ পাওয়া খবর অনুসারে, দুর্ঘটনাগ্রস্ত মন্দিরে এখনও উদ্ধারকাজ চলছে ৷

রামনবমীর পুজো চলাকালীন ইন্দোরের মন্দিরে ধসে গেল ছাদ

ইন্দোর, 30 মার্চ: রামনবমীর (Ram Navami 2023) পুজো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মন্দিরে (Mishap in Indore Temple) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই ওই মন্দিরের ছাদের একটি অংশ ধসে পড়ে ৷ যার নীচে বহু পুণ্যার্থী চাপা পড়ে যান ৷ সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হল, মন্দির চত্বরেই একটি উঠোন রয়েছে ৷ সেখানে একটি পাতকুয়ো আছে ৷ দুর্ঘটনার জেরে সেই পাতকুয়োয় বহু মানুষ (25 থেকে 30 জন) পড়ে যান ৷ তাঁদের মধ্যে এখনও পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্য়ে তিনজন মহিলা এবং দু'জন পুরুষ ৷ দুর্ঘটনার পর ওই পাতকুয়ো থেকে বহু পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্য়ে বেশকিছু মহিলাও রয়েছেন ৷ এখনও বেশ কয়েকজন পুণ্য়ার্থী পাতকুয়োর ভিতরেই রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে ৷

এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লিখেছেন, "ইন্দোরের দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বনজীর সঙ্গে আমি কথা বলেছি এবং ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি ৷ রাজ্য সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে ৷ ঘটনায় আক্রান্ত এবং তাঁদের সকলের পরিবারের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি ৷"

  • इंदौर के पटेल नगर में हुई दुर्घटना अत्यंत दुर्भाग्यपूर्ण है। भगवान की कृपा से कोई जनहानि नहीं हुई है। मैं स्थानीय प्रशासन के सतत् संपर्क में हूँ। 10 लोगों को सुरक्षित बाहर निकाला जा चुका है, 9 और लोग अंदर सुरक्षित हैं। हम अपनी पूरी ताकत से रेस्क्यू ऑपरेशन में जुटे हुए हैं।: सीएम pic.twitter.com/RWi1sO1VWX

    — Office of Shivraj (@OfficeofSSC) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বনও ৷ যদিও তাঁর দাবি ছিল, তখনও পর্যন্ত তাঁর কাছে অন্তত এই দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর পৌঁছয়নি ৷ মুখ্যমন্ত্রী জানান, মন্দিরের পাতকুয়ো থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে ৷ ভিতরে তখনও পর্যন্ত আরও ন'জন আটকে ছিলেন বলে জানতে পারেন তিনি ৷ কিন্তু, তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ৷ জানান, বাকি আক্রান্তদের উদ্ধার করতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ যদিও পরবর্তীতে এই ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর সামনে আসে ৷

  • Extremely pained by the mishap in Indore. Spoke to CM @ChouhanShivraj Ji and took an update on the situation. The State Government is spearheading rescue and relief work at a quick pace. My prayers with all those affected and their families.

    — Narendra Modi (@narendramodi) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিহারের পথ দুর্ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু

এদিকে, এই ঘটনার খবর পেয়েই মন্দিরে পৌঁছে যায় স্থানীয় তিনটি থানার পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ৷ উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ শেষ পাওয়া খবর অনুসারে, দুর্ঘটনাগ্রস্ত মন্দিরে এখনও উদ্ধারকাজ চলছে ৷

Last Updated : Mar 30, 2023, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.