ETV Bharat / bharat

মোদিরাজ্যে নৌকাডুবিতে মৃত 12 শিশু, আয়োজকদের দায়ী করল সরকার; গ্রেফতার 2 - Gujarat

Vadodara boat capsize incident: বৃহস্পতিবার গুজরাতের কারনা লেকে একদল শিশু পিকনিক করতে গিয়েছিল ৷ সেখানে নৌকা ডুবে মৃত্যু হয় শিশুদের ৷ উদ্যোক্তাদের চরম গাফিলতির অভিযোগ সামনে আসছে ।

ETV Bharat
ভাদোদরায় নৌকাডুবিতে মৃত 12 শিশু
author img

By ANI

Published : Jan 19, 2024, 8:03 AM IST

Updated : Jan 19, 2024, 2:15 PM IST

গুজরাতের ভাদোদরায় হারনি লেকে নৌকা ডুবে মৃত 12 শিশু

ভাদোদরা, 19 জানুয়ারি: মাত্র 10 জন শিশুর গায়ে লাইফ জ্যাকেট ছিল ৷ আর ওই নৌকায় আসন সংখ্যা ছিল 14টি ৷ গতকাল গুজরাতের ভাদোদরায় হারনি লেকে শিশু মৃত্যুর ঘটনায় এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এল ৷ গুজরাতের স্বরাষ্ট্র দফতর সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার গুজরাতের ভাদোদরায় হারনি লেকে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে ৷ তাতে মৃত্যু হয়েছে 2 শিক্ষক-সহ 12 জন শিশুর ৷ আর সবমিলিয়ে 18 জন শিশু এবং 2 জন শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নৌকাডুবিতে 12 জন শিশু মৃত্যুর ঘটনায় 18 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷

গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সংঘাভি সাংবাদিকদের বলেন, "নৌকাডুবিতে 12 জন শিশু এবং দুই শিক্ষকের মৃত্যু হয়েছে ৷ মোট 18 জন পড়ুয়া এবং 2 জন শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ আমরা জানতে পেরেছি মাত্র 10 জন পড়ুয়া লাইফ জ্যাকেট পরেছিল ৷ এতে আয়োজকদের অবহেলা প্রমাণিত হয় ৷" তিনি আরও জানান, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ দোষীদের ধরতে একটি দলও গঠন করা হয়েছে ৷

সমাজকর্মী অতুল গামেচি বলেন, "ওই নৌকোয় 14 জন মানুষ বসতে পারে ৷ তবে এদিন নৌকাটিতে 27 জনকে ওঠানো হয়েছিল ৷ নিয়ম অনুযায়ী ওই নৌকোয় দু'জন উদ্ধারকারীর থাকার কথা ৷ কিন্তু তেমন কিছু ছিল না ৷ আর লাইফ জ্যাকেটও দেওয়া হয়নি ৷ এখানে কোনও সিসিটিভি ক্যামেরাও নেই ৷ ভদোদরা পৌরনিগম এবং কন্ট্রাক্টর এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷"

নৌকাডুবিতে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারা পিকনিক করতে গিয়েছিল বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে অনুমান, ওই নৌকায় মাত্র 14টি আসন ছিল ৷ কিন্তু তার অনেক বেশি সংখ্যক শিশুদের নৌকায় তোলা হয় ৷ সেই ভার সামলাতে না পেরে নৌকাটি হারনি লেকে ডুবে যায় ৷ সরকারি দফতর জানিয়েছে, আয়োজকদের অবহেলাই এর জন্য দায়ী ৷

গতকাল রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ৷ তিনি উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করে সোশাল মিডিয়ায় লেখেন, "গুজরাতের ভাদোদরায় নৌকাডুবির ঘটনায় শিশু এবং শিক্ষকদের মৃত্যু খবর পেয়েছি ৷ তা অত্যন্ত দুঃখজনক ৷ আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ উদ্ধারকার্য সফল হোক, এই কামনা করি ৷"

  • गुजरात के वडोदरा में नाव दुर्घटना में बच्चों और अध्यापकों की मृत्यु का समाचार अत्यंत दुखद है। मैं शोक संतप्त परिवारजनों के प्रति गहन संवेदना व्यक्त करती हूं और बचाव कार्य की सफलता की कामना करती हूं।

    — President of India (@rashtrapatibhvn) January 18, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রাজ্যের এই দুর্ঘটনায় সোশাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, "ভাদোদরায় হারনি লেকে নৌকাডুবির ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে ৷ শোকতপ্ত পরিবারের পর্তি আমার সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত সেরে উঠুন ৷ স্থানীয় প্রশাসন সবরকম সহযোগিতা করছে ৷" প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷ আহতদের 50 হাজার টাকা দেওয়া হবে ৷ এর সঙ্গে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও মৃতদের পরিবারকে 8 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আর আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷

  • Distressed by the loss of lives due to a boat capsizing at the Harni lake in Vadodara. My thoughts are with the bereaved families in this hour of grief. May the injured recover soon. The local administration is providing all possible assistance to those affected.

    An ex-gratia…

    — PMO India (@PMOIndia) January 18, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. আগামী 25 বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী মোদি
  2. ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3
  3. কেরলে ঘোষিত সরকারি শোক, ছবিতে দেখুন নৌকাডুবির ভয়াবহতা

গুজরাতের ভাদোদরায় হারনি লেকে নৌকা ডুবে মৃত 12 শিশু

ভাদোদরা, 19 জানুয়ারি: মাত্র 10 জন শিশুর গায়ে লাইফ জ্যাকেট ছিল ৷ আর ওই নৌকায় আসন সংখ্যা ছিল 14টি ৷ গতকাল গুজরাতের ভাদোদরায় হারনি লেকে শিশু মৃত্যুর ঘটনায় এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এল ৷ গুজরাতের স্বরাষ্ট্র দফতর সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার গুজরাতের ভাদোদরায় হারনি লেকে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে ৷ তাতে মৃত্যু হয়েছে 2 শিক্ষক-সহ 12 জন শিশুর ৷ আর সবমিলিয়ে 18 জন শিশু এবং 2 জন শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নৌকাডুবিতে 12 জন শিশু মৃত্যুর ঘটনায় 18 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷

গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সংঘাভি সাংবাদিকদের বলেন, "নৌকাডুবিতে 12 জন শিশু এবং দুই শিক্ষকের মৃত্যু হয়েছে ৷ মোট 18 জন পড়ুয়া এবং 2 জন শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ আমরা জানতে পেরেছি মাত্র 10 জন পড়ুয়া লাইফ জ্যাকেট পরেছিল ৷ এতে আয়োজকদের অবহেলা প্রমাণিত হয় ৷" তিনি আরও জানান, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ দোষীদের ধরতে একটি দলও গঠন করা হয়েছে ৷

সমাজকর্মী অতুল গামেচি বলেন, "ওই নৌকোয় 14 জন মানুষ বসতে পারে ৷ তবে এদিন নৌকাটিতে 27 জনকে ওঠানো হয়েছিল ৷ নিয়ম অনুযায়ী ওই নৌকোয় দু'জন উদ্ধারকারীর থাকার কথা ৷ কিন্তু তেমন কিছু ছিল না ৷ আর লাইফ জ্যাকেটও দেওয়া হয়নি ৷ এখানে কোনও সিসিটিভি ক্যামেরাও নেই ৷ ভদোদরা পৌরনিগম এবং কন্ট্রাক্টর এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷"

নৌকাডুবিতে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারা পিকনিক করতে গিয়েছিল বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে অনুমান, ওই নৌকায় মাত্র 14টি আসন ছিল ৷ কিন্তু তার অনেক বেশি সংখ্যক শিশুদের নৌকায় তোলা হয় ৷ সেই ভার সামলাতে না পেরে নৌকাটি হারনি লেকে ডুবে যায় ৷ সরকারি দফতর জানিয়েছে, আয়োজকদের অবহেলাই এর জন্য দায়ী ৷

গতকাল রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ৷ তিনি উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করে সোশাল মিডিয়ায় লেখেন, "গুজরাতের ভাদোদরায় নৌকাডুবির ঘটনায় শিশু এবং শিক্ষকদের মৃত্যু খবর পেয়েছি ৷ তা অত্যন্ত দুঃখজনক ৷ আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ উদ্ধারকার্য সফল হোক, এই কামনা করি ৷"

  • गुजरात के वडोदरा में नाव दुर्घटना में बच्चों और अध्यापकों की मृत्यु का समाचार अत्यंत दुखद है। मैं शोक संतप्त परिवारजनों के प्रति गहन संवेदना व्यक्त करती हूं और बचाव कार्य की सफलता की कामना करती हूं।

    — President of India (@rashtrapatibhvn) January 18, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রাজ্যের এই দুর্ঘটনায় সোশাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, "ভাদোদরায় হারনি লেকে নৌকাডুবির ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে ৷ শোকতপ্ত পরিবারের পর্তি আমার সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত সেরে উঠুন ৷ স্থানীয় প্রশাসন সবরকম সহযোগিতা করছে ৷" প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷ আহতদের 50 হাজার টাকা দেওয়া হবে ৷ এর সঙ্গে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও মৃতদের পরিবারকে 8 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আর আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷

  • Distressed by the loss of lives due to a boat capsizing at the Harni lake in Vadodara. My thoughts are with the bereaved families in this hour of grief. May the injured recover soon. The local administration is providing all possible assistance to those affected.

    An ex-gratia…

    — PMO India (@PMOIndia) January 18, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. আগামী 25 বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী মোদি
  2. ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3
  3. কেরলে ঘোষিত সরকারি শোক, ছবিতে দেখুন নৌকাডুবির ভয়াবহতা
Last Updated : Jan 19, 2024, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.