ETV Bharat / bharat

Jammu-Kashmir Firing: শুটিংয়ের অনুশীলনে সেনা আধিকারিকের গুলি, জখম 5 সহকর্মী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 6:49 AM IST

Updated : Oct 6, 2023, 7:56 AM IST

গুলি চালনার অনুশীলন করছিলেন সেনা আধিকারিকরা ৷ হঠাৎ এক সহকর্মী বাকিদের লক্ষ্য করে গুলি চালাতে থাকেন ৷ এমনকী গ্রেনেডও ছোড়েন ৷ তাতেই আহত হন বেশ কয়েকজন।

ETV Bharat
শুটিং অনুশীলনে সেনা আধিকারিকের গুলিতে জখম সহকর্মীরা

রাজৌরি, 6 অক্টোবর: সহকর্মীর গুলিতে জখম হলেন কমপক্ষে পাঁচজন সেনা আধিকারিক ৷ তাঁদের মধ্যে তিনজন উচ্চ-আধিকারিক ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ৷ এক আধিকারিকের বিরুদ্ধে প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷ তিনি মেজর পদে কর্মরত ৷ তবে সেনার দাবি, ঘটনায় জখম হয়েছেন মাত্র একজন ৷

সূত্রের খবর, রাজৌরির সেনা ছাউনিতে গত কয়েকদিন ধরেই শুটিংয়ের অনুশীলন চলছিল ৷ বৃহস্পতিবারও গুলি চালনার অনুশীলনে অংশ নিয়েছিলেন সেনা আধিকারিকরা ৷ অভিযোগ, এমন সময় মেজর তাঁর সহ-কর্মীদের লক্ষ্য করে গুলি চালান ৷ তারপর তিনি ক্যাম্পের মধ্যে অস্ত্রাগারে গিয়ে লুকিয়ে পড়েন ৷

এদিকে সহ-কর্মীরাও প্রাণ বাঁচাতে পালিয়ে যান ৷ কম্যান্ডিং আধিকারিক, তাঁর ডেপুটি এবং স্বাস্থ্য আধিকারিককে নিয়ে কাছাকাছি একটি বাড়ির মধ্যে আশ্রয় নেন ৷ তাঁরা চেষ্টা করছিলেন, যাতে কোনওভাবে ওই আধিকারিক অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেন ৷ এদিকে ওই অভিযুক্ত আধিকারিক অস্ত্রাগার থেকে গ্রেনেড সংগ্রহ করে কম্যান্ডিং আধিকারিকদের লক্ষ্য করে ছুড়তে থাকেন ৷ এই ঘটনায় জখম হয়েছেন সেনার 3 উচ্চাধিকারিক ৷ সেকেন্ড-ইন-কম্যান্ডের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে ৷

  • On 05 Oct 23 one officer was injured in a likely grenade accident at a post in Rajouri sector. Officer evacuated and stable post initial treatment. Further investigation of the incident in progress@adgpi@NorthernComd_IA

    — White Knight Corps (@Whiteknight_IA) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে জানা গিয়েছে, সেনা আধিকারিকের এই হঠাৎ গুলি চালনার নেপথ্যে কোনও প্ররোচনা ছিল না ৷ এই ভাবে আট ঘণ্টা চাপানউতোর চলতে থাকে ৷ রাত 11টা নাগাদ অস্ত্রাগারে লুকিয়ে থাকা অভিযুক্ত আধিকারিককে ঘিরে ফেলে সেনা ৷ রাজৌরির থানামান্ডির কাছে নীলি পোস্টে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে সেনা এলাকার একটি গ্রাম থেকে বাসিন্দাদের বের করে দ্রুত খালি করে দেয় ৷

অভিযুক্তের এলোপাথাড়ি গুলিতে দু'জন সেনা জওয়ানও জখম হয়েছেন ৷ জম্মুর প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কলোনেল সুনীল বারতাওয়াল বলেন, "রাজৌরির সেনা ছাউনিতে একটি গুলি চালনার ঘটনা ঘটেছে ৷ সেই খবর আমরা পেয়েছি ৷ এটা কোনও জঙ্গি হামলার ঘটনা নয় ৷ ক্যাম্পের অভ্যন্তরীণ বিষয় ৷ "

তবে সেনার তরফে দাবি করা হয়েছে, ঘটনায় এক আধিকারিক জখম হয়েছে ৷ সম্ভবত গ্রেনেড ছোড়ার ফলে এই ঘটনা ঘটেছে ৷ ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পস সোশাল মিডিয়ায় লেখে, "5 অক্টোবর এক আধিকারিক রাজৌরি সেক্টরের একটি পোস্টে জখম হয়েছেন ৷ হয়তো তিনি গ্রেনেড দুর্ঘটনার শিকার ৷ চিকিৎসার পর তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷ তদন্ত চলছে ৷"

আরও পড়ুন: ইনসাস রাইফেল থেকে গুলি! ইভিএমের নিরাপত্তায় থাকা জওয়ানের 'আত্মহত্যা'

রাজৌরি, 6 অক্টোবর: সহকর্মীর গুলিতে জখম হলেন কমপক্ষে পাঁচজন সেনা আধিকারিক ৷ তাঁদের মধ্যে তিনজন উচ্চ-আধিকারিক ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ৷ এক আধিকারিকের বিরুদ্ধে প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷ তিনি মেজর পদে কর্মরত ৷ তবে সেনার দাবি, ঘটনায় জখম হয়েছেন মাত্র একজন ৷

সূত্রের খবর, রাজৌরির সেনা ছাউনিতে গত কয়েকদিন ধরেই শুটিংয়ের অনুশীলন চলছিল ৷ বৃহস্পতিবারও গুলি চালনার অনুশীলনে অংশ নিয়েছিলেন সেনা আধিকারিকরা ৷ অভিযোগ, এমন সময় মেজর তাঁর সহ-কর্মীদের লক্ষ্য করে গুলি চালান ৷ তারপর তিনি ক্যাম্পের মধ্যে অস্ত্রাগারে গিয়ে লুকিয়ে পড়েন ৷

এদিকে সহ-কর্মীরাও প্রাণ বাঁচাতে পালিয়ে যান ৷ কম্যান্ডিং আধিকারিক, তাঁর ডেপুটি এবং স্বাস্থ্য আধিকারিককে নিয়ে কাছাকাছি একটি বাড়ির মধ্যে আশ্রয় নেন ৷ তাঁরা চেষ্টা করছিলেন, যাতে কোনওভাবে ওই আধিকারিক অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেন ৷ এদিকে ওই অভিযুক্ত আধিকারিক অস্ত্রাগার থেকে গ্রেনেড সংগ্রহ করে কম্যান্ডিং আধিকারিকদের লক্ষ্য করে ছুড়তে থাকেন ৷ এই ঘটনায় জখম হয়েছেন সেনার 3 উচ্চাধিকারিক ৷ সেকেন্ড-ইন-কম্যান্ডের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে ৷

  • On 05 Oct 23 one officer was injured in a likely grenade accident at a post in Rajouri sector. Officer evacuated and stable post initial treatment. Further investigation of the incident in progress@adgpi@NorthernComd_IA

    — White Knight Corps (@Whiteknight_IA) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে জানা গিয়েছে, সেনা আধিকারিকের এই হঠাৎ গুলি চালনার নেপথ্যে কোনও প্ররোচনা ছিল না ৷ এই ভাবে আট ঘণ্টা চাপানউতোর চলতে থাকে ৷ রাত 11টা নাগাদ অস্ত্রাগারে লুকিয়ে থাকা অভিযুক্ত আধিকারিককে ঘিরে ফেলে সেনা ৷ রাজৌরির থানামান্ডির কাছে নীলি পোস্টে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে সেনা এলাকার একটি গ্রাম থেকে বাসিন্দাদের বের করে দ্রুত খালি করে দেয় ৷

অভিযুক্তের এলোপাথাড়ি গুলিতে দু'জন সেনা জওয়ানও জখম হয়েছেন ৷ জম্মুর প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কলোনেল সুনীল বারতাওয়াল বলেন, "রাজৌরির সেনা ছাউনিতে একটি গুলি চালনার ঘটনা ঘটেছে ৷ সেই খবর আমরা পেয়েছি ৷ এটা কোনও জঙ্গি হামলার ঘটনা নয় ৷ ক্যাম্পের অভ্যন্তরীণ বিষয় ৷ "

তবে সেনার তরফে দাবি করা হয়েছে, ঘটনায় এক আধিকারিক জখম হয়েছে ৷ সম্ভবত গ্রেনেড ছোড়ার ফলে এই ঘটনা ঘটেছে ৷ ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পস সোশাল মিডিয়ায় লেখে, "5 অক্টোবর এক আধিকারিক রাজৌরি সেক্টরের একটি পোস্টে জখম হয়েছেন ৷ হয়তো তিনি গ্রেনেড দুর্ঘটনার শিকার ৷ চিকিৎসার পর তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷ তদন্ত চলছে ৷"

আরও পড়ুন: ইনসাস রাইফেল থেকে গুলি! ইভিএমের নিরাপত্তায় থাকা জওয়ানের 'আত্মহত্যা'

Last Updated : Oct 6, 2023, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.