বিদার (কর্নাটক), 5 নভেম্বর: কর্নাটকের বিদার জেলার চিট্টাগুপ্পা তালুকে অটোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ (Head on Collision Between Auto-Rickshaw and Truck) ৷ ঘটনায় 7 জন মহিলার মৃত্যু হয়েছে (Seven Women Died in Karnataka) ৷ আরও 11 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷
বিদার পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে অটোয় করে ফিরছিলেন সকলে ৷ তাঁরা সবাই শ্রমিক ৷ রাতে চিট্টাগুপ্পা তালুকে বেমালাখেদা সরকারি স্কুলের সামনে একটি ট্রাকের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয় (Karnataka Road Accident) ৷ ঘটনায় অটোতে সওয়ার 7 জন মহিলার মৃত্যু হয়েছে ৷ অটো ও ট্রাকের চালক-সহ 11 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, একটি অটোতে এতজন কীভাবে সওয়ার হয়েছিলেন ? পুলিশের নজরদারিও কীভাবে এড়িয়ে গেল ওই অটো, এমন বহু প্রশ্ন উঠছে ৷
আরও পড়ুন: পথদুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন, আহত আরও 4
এই পথ দুর্ঘটনায় মৃতেরা হলেন, পার্বতী (40), প্রভাতি (36), গুন্ডম্মা (60), ইদাম্মা (40) , জগ্গম্মা (34), ঈশ্বরাম্মা (55) এবং রুক্মীণি বাঈ (60) বছর ৷ পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷