আমেদাবাদ, 2 জুন : মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছে বিন্দু পরিবার ৷ কার্ডও ছাপা হয়ে গিয়েছে ৷ বিয়ের পিড়িতে বসছেন বাড়ির মেয়ে ক্ষমা বিন্দু ৷ পাত্র কে জানেন ? সেও ক্ষমাই ৷ হ্যাঁ, দেশে কার্যত বিপ্লব ঘটিয়ে নিজেই নিজেকে বিয়ে করছেন গুজরাতের এই তরুণী ৷ বিদেশে যেই দৃশ্য পরিচিত, দেশে তাই এখনও অমিল (Gujarat woman set to marry herself) ৷
কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন ? বিন্দুর জবাব, নিজেকেই সবচেয়ে ভালবাসেন ৷ ফলে বাকি জীবনটা নিজের সঙ্গেই কাটিয়ে দিতে চান বছর 24-এর এই তরুণী ৷ বিহারের এই তরুণী গত 4 বছর ধরে থাকেন ভদোদরায় ৷ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ক্ষমার বাবা থাকেন দক্ষিণ আফ্রিকায়, মা আমেদাবাদের বাসিন্দা । ঘণ্টার পর ঘণ্টা ধরে বোঝানোর পর অবশেষে তাঁরা অবশ্য রাজি হয়েছেন ।
শুধু গুজরাতই নয়, দেশে প্রথমবার স্ব-বিবাহ করতে চলা ক্ষমা অবশ্য নিস্পৃহই ৷ ক্ষমা বলেন, ‘‘পাত্রী হতে চাই, কিন্তু অন্য সবার মত বিয়ে করতে চাইনি ৷ ফলে আমি নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি । আমিই দেশের প্রথম এবং একমাত্র মহিলা যে আত্ম-প্রেমের উদাহরণ স্থাপন করব । অন্য লোকেরা যাকে ভালবাসে তাঁকেই বিয়ে করে । আমি নিজেকে বিয়ে করছি কারণ আমি নিজেকে ভালবাসি ।’’
আরও পড়ুন : পড়ে রইল স্বামী-সংসার, টোটোচালকদের সঙ্গে পালিয়ে গেলেন বাগদার দুই গৃহবধূ !
শুধু বিয়েই নয়, গোয়ায় মধুচন্দ্রিমার পরিকল্পনাও সেরে ফেলেছেন ক্ষমা ৷ নিজেই নিজের শরীর উৎযাপন করবেন ইতিহাস লিখতে বসা এই তরুণী ৷ 11 জুন গুজরাতের একটি মন্দিরে বসবে এই বিয়ের আসর ।