ETV Bharat / bharat

নাম নথিভুক্ত করার হুড়োহুড়ি, অকেজো কো-উইন - প্রযুক্তিগত ত্রুটি

টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার হুড়োহুড়িতে বসে গেল সরকারি কো-উইন অ্য়াপ ৷ সরকারের দাবি, প্রযুক্তিগত কারণেই তৈরি হয়েছে সমস্য়া ৷ যদিও দ্রুত তা মিটে যাবে বলেই আশ্বাস স্বাস্থ্য মন্ত্রকের ৷

traffic disrupted co-win app
নাম নথিভুক্ত করার হুড়োহুড়ি, অকেজো কো-উইন
author img

By

Published : Mar 1, 2021, 7:29 PM IST

কলকাতা, 1 মার্চ: বসে গেল কো-উইন অ্যাপ ৷ যার জেরে বিপাকে পড়তে হল অসংখ্য মানুষকে ৷ সূত্রের খবর, প্রযুক্তিগত জটিলতার জন্যই তৈরি হয়েছে এই সমস্য়া ৷

সোমবারই দেশজুড়ে শুরু হয়েছে কোভিডের দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ ৷ কিন্তু এরই মধ্যে অকেজো হয়ে গেল টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার সরকারি অ্য়াপ কো-উইন ৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রযুক্তিগত ত্রুটির জেরেই তৈরি হয়েছে সমস্য়া ৷

দফতরের তরফে দাবি করা হয়েছে, একসঙ্গে অসংখ্য মানুষ নাম নথিভুক্ত করার চেষ্টা করাতেই ঘটে যায় বিপত্তি ৷ সমস্যার কথা ইতিমধ্যেই স্বাস্থ্য় মন্ত্রককে জানানো হয়েছে ৷ তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়। ভারতের অন্য অনেক রাজ্যেও এই সমস্যা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: দ্বিতীয় দফায় টিকা নিলেন একের পর এক নেতা-মন্ত্রী, ভিন্ন সুর খাড়গের

এর প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রক বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরকে সাফ জানিয়ে দিয়েছে, আগে অ্যাপ ঠিক করা হবে এবং তারপরই নতুন করে শুরু হবে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার কাজ ৷ মন্ত্রকের আশ্বাস, খুব দ্রুতই মিটে যাবে সমস্য়া ৷

অ্যাপের সমস্যা ছাড়াও আর এক ধরনের সমস্যা দেখা গিয়েছে এবারের টিকাকরণের ক্ষেত্রে। এই দ্বিতীয় সমস্যাটি হল, টিকাকরণের জন্য সিরিঞ্জের আকাল। সরকার টিকা দিলেও সিরিঞ্জ দিচ্ছে না। কোভিডের টিকাকরণের কাজ বাজারে পাওয়া সাধারণ সিরিঞ্জ দ্বারা সম্ভব নয়। আর বিশেষ ধরনের এই সিরিঞ্জ খোলা বাজারে বিক্রিও করা হয় না। সিরিঞ্জের আকালের ফলে সবথেকে বেশি বিপদে পড়েছে বেসরকারি হাসপাতালগুলি ৷ কীভাবে এই সমস্যা মিটবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

কলকাতা, 1 মার্চ: বসে গেল কো-উইন অ্যাপ ৷ যার জেরে বিপাকে পড়তে হল অসংখ্য মানুষকে ৷ সূত্রের খবর, প্রযুক্তিগত জটিলতার জন্যই তৈরি হয়েছে এই সমস্য়া ৷

সোমবারই দেশজুড়ে শুরু হয়েছে কোভিডের দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ ৷ কিন্তু এরই মধ্যে অকেজো হয়ে গেল টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার সরকারি অ্য়াপ কো-উইন ৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রযুক্তিগত ত্রুটির জেরেই তৈরি হয়েছে সমস্য়া ৷

দফতরের তরফে দাবি করা হয়েছে, একসঙ্গে অসংখ্য মানুষ নাম নথিভুক্ত করার চেষ্টা করাতেই ঘটে যায় বিপত্তি ৷ সমস্যার কথা ইতিমধ্যেই স্বাস্থ্য় মন্ত্রককে জানানো হয়েছে ৷ তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়। ভারতের অন্য অনেক রাজ্যেও এই সমস্যা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: দ্বিতীয় দফায় টিকা নিলেন একের পর এক নেতা-মন্ত্রী, ভিন্ন সুর খাড়গের

এর প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রক বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরকে সাফ জানিয়ে দিয়েছে, আগে অ্যাপ ঠিক করা হবে এবং তারপরই নতুন করে শুরু হবে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার কাজ ৷ মন্ত্রকের আশ্বাস, খুব দ্রুতই মিটে যাবে সমস্য়া ৷

অ্যাপের সমস্যা ছাড়াও আর এক ধরনের সমস্যা দেখা গিয়েছে এবারের টিকাকরণের ক্ষেত্রে। এই দ্বিতীয় সমস্যাটি হল, টিকাকরণের জন্য সিরিঞ্জের আকাল। সরকার টিকা দিলেও সিরিঞ্জ দিচ্ছে না। কোভিডের টিকাকরণের কাজ বাজারে পাওয়া সাধারণ সিরিঞ্জ দ্বারা সম্ভব নয়। আর বিশেষ ধরনের এই সিরিঞ্জ খোলা বাজারে বিক্রিও করা হয় না। সিরিঞ্জের আকালের ফলে সবথেকে বেশি বিপদে পড়েছে বেসরকারি হাসপাতালগুলি ৷ কীভাবে এই সমস্যা মিটবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.