ETV Bharat / bharat

Keshari Nath Tripathi: 3 বারের স্পিকার, উজ্জ্বল রাজনৈতিক জীবন বঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথের

author img

By

Published : Jan 8, 2023, 12:59 PM IST

উত্তরপ্রদেশ বিধানসভায় ছিলেন 3 বারের স্পিকার ৷ এ ছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন (Keshari Nath Tripathi passed away)৷ উজ্জ্বল রাজনৈতিক জীবন কেশরী নাথ ত্রিপাঠীর (Keshari Nath Tripathi)৷

Keshari Nath Tripathi ETV Bharat
কেশরী নাথ ত্রিপাঠী

লখনউ, 8 জানুয়ারি: তারার দেশে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা কেশরী নাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi)৷ জীবদ্দশায় রাজ্যপালের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন এই সংবিধান বিশেষজ্ঞ ৷ উত্তরপ্রদেশ বিধানসভায় 5 বারের বিধায়ক থাকার পাশাপাশি অধ্যক্ষের (Keshari Nath Tripathi passed away) পদ সামলেছেন 3 বার ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে ৷

জন্ম 1934 সালের 10 নভেম্বর, প্রয়াগরাজে । কেশরী নাথ ত্রিপাঠী তাঁর প্রাথমিক শিক্ষা শেষ করেন এলাহাবাদের স্কুলে ৷ এর পরে তিনি চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে স্নাতক এবং আইন পাশ করেন । ত্রিপাঠির এক ছেলে নীরজ ত্রিপাঠি এলাহাবাদ হাইকোর্টের একজন শীর্ষ আইনজীবী । তাঁর দুটি মেয়ে রয়েছে, নমতা ত্রিপাঠি ও নিধি ত্রিপাঠী ।

কেশরীনাথ ত্রিপাঠী অল্প বয়স থেকেই সমাজকর্ম ও জাতীয় রাজনীতিতে আগ্রহী ছিলেন । তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাত ধরে । 1953 সালে জনসংঘের জম্মু-কাশ্মীর আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ অব্যাহত রাখেন । তাঁর রাজনৈতিক সফরে প্রথম বড় সাফল্য আসে 1970 সালে ৷ এলাহাবাদের ঝুসি বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি । কেশরী নাথ ত্রিপাঠী 5 বার উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য হন এবং তিনবার বিধানসভার অধ্যক্ষও হন । তিনি 2014 সালের জুলাই মাস থেকে 2019 সালের জুলাই মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ৷ এরই মধ্যে বিহার, মেঘালয় এবং মিজোরাম রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সমর্পণ করা হয়েছিল তাঁর উপর ৷

আরও পড়ুন: প্রয়াত রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি তিনবার উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিও হয়েছিলেন । তিনি 1991-1993, 1997-2002 এবং 2002 মে থেকে 2004 মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার পদে অভিষিক্ত ছিলেন তিনি । 2014 সালে যখন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়, তখন তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হয় । 2019 সাল পর্যন্ত তিনি রাজ্যপালের মেয়াদ পূর্ণ করেন ।

তিনি হাইকোর্টের একজন শীর্ষ আইনজীবী ছিলেন ৷ শুধু তাই নয়, একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি কেশরী নাথ ত্রিপাঠী সংবিধানে ছিলেন সুপণ্ডিত । দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে প্রয়াগরাজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, রাজ্য বিজেপি সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী-সহ সরকারের অন্যান্য মন্ত্রীরা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ।

লখনউ, 8 জানুয়ারি: তারার দেশে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা কেশরী নাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi)৷ জীবদ্দশায় রাজ্যপালের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন এই সংবিধান বিশেষজ্ঞ ৷ উত্তরপ্রদেশ বিধানসভায় 5 বারের বিধায়ক থাকার পাশাপাশি অধ্যক্ষের (Keshari Nath Tripathi passed away) পদ সামলেছেন 3 বার ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে ৷

জন্ম 1934 সালের 10 নভেম্বর, প্রয়াগরাজে । কেশরী নাথ ত্রিপাঠী তাঁর প্রাথমিক শিক্ষা শেষ করেন এলাহাবাদের স্কুলে ৷ এর পরে তিনি চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে স্নাতক এবং আইন পাশ করেন । ত্রিপাঠির এক ছেলে নীরজ ত্রিপাঠি এলাহাবাদ হাইকোর্টের একজন শীর্ষ আইনজীবী । তাঁর দুটি মেয়ে রয়েছে, নমতা ত্রিপাঠি ও নিধি ত্রিপাঠী ।

কেশরীনাথ ত্রিপাঠী অল্প বয়স থেকেই সমাজকর্ম ও জাতীয় রাজনীতিতে আগ্রহী ছিলেন । তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাত ধরে । 1953 সালে জনসংঘের জম্মু-কাশ্মীর আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ অব্যাহত রাখেন । তাঁর রাজনৈতিক সফরে প্রথম বড় সাফল্য আসে 1970 সালে ৷ এলাহাবাদের ঝুসি বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি । কেশরী নাথ ত্রিপাঠী 5 বার উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য হন এবং তিনবার বিধানসভার অধ্যক্ষও হন । তিনি 2014 সালের জুলাই মাস থেকে 2019 সালের জুলাই মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ৷ এরই মধ্যে বিহার, মেঘালয় এবং মিজোরাম রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সমর্পণ করা হয়েছিল তাঁর উপর ৷

আরও পড়ুন: প্রয়াত রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি তিনবার উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিও হয়েছিলেন । তিনি 1991-1993, 1997-2002 এবং 2002 মে থেকে 2004 মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার পদে অভিষিক্ত ছিলেন তিনি । 2014 সালে যখন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়, তখন তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হয় । 2019 সাল পর্যন্ত তিনি রাজ্যপালের মেয়াদ পূর্ণ করেন ।

তিনি হাইকোর্টের একজন শীর্ষ আইনজীবী ছিলেন ৷ শুধু তাই নয়, একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি কেশরী নাথ ত্রিপাঠী সংবিধানে ছিলেন সুপণ্ডিত । দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে প্রয়াগরাজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, রাজ্য বিজেপি সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী-সহ সরকারের অন্যান্য মন্ত্রীরা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.