ETV Bharat / bharat

Independence Day 2023: ভারতের স্বাধীনতা দিবসে সামিল পাকিস্তানি সীমা হায়দারের চার সন্তান - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Seema Haider's children wave Tricolour at DPS School: অনলাইন গেম খেলতে গিয়ে ভারতীয় যুবকের প্রেমে পড়ে ভারতে চলে আসেন পাকিস্তানের সীমা হায়দার ৷ তাঁর চার সন্তানকেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন ৷ মঙ্গলবার স্বাধীনতা দিবসে ওই চার সন্তান অংশ নিয়েছে ৷

Seema Haider's children hoist Tricolour at DPS School
ভারতের স্বাধীনতা দিবসে সামিল পাকিস্তানি সীমা হায়দারের চার সন্তান
author img

By

Published : Aug 15, 2023, 7:17 PM IST

নয়াদিল্লি ও গ্রেটার নয়ডা, 15 অগস্ট: মঙ্গলবার সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে 77তম স্বাধীনতা দিবস পালিত হল । গ্রেটার নয়ডার রাবুপুরার ডিপিএস স্কুলে পাকিস্তানি নাগরিক সীমা হায়দারের চার সন্তানও ভারতের স্বাধীনতা দিবসে সামিল হল ৷ তবে তারা ওই স্কুলে পড়ে না ৷ কিন্তু স্কুলের তরফে তাদের এ দিনের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় ৷ তাই তারা সেখানে গিয়েছিল ৷

ডিপিএস চেয়ারম্যানের বিবৃতি: দিল্লি পাবলিক স্কুল, রাবুপুরার চেয়ারম্যান ভীম সেন শর্মা জানিয়েছেন, সচিন মীনার বাবা সীমার চার সন্তানকে স্কুলে ভরতি করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন । কিন্তু স্কুল ম্যানেজমেন্টের বক্তব্য সীমাকে এখনও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়নি । তাই তাদের পক্ষে ওই চারজনকে ভরতি করা সম্ভব হয়নি । তবে স্বাধীনতা দিবস উপলক্ষে ডিপিএস ম্যানেজমেন্ট কমিটি সীমার চার সন্তানকে আমন্ত্রণ জানায় ও তারা সবাই অংশ নেয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে ।

সীমা হায়দারের দেওয়া ভিডিয়ো: ভারতের 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে সীমা হায়দার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন ৷ ওই ভিডিয়োতে তিনি ভারতে বসবাস করার ইচ্ছা প্রকাশ করেছেন । তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশ সরকারের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে ।

সীমা হায়দারকে নিয়ে তদন্ত এখনও চলছে ৷ তার পরও আশা করা হচ্ছে তাঁকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে । তাঁকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আবেদন করা হয়েছে ৷ সম্ভবত সেই কারণেই ভিডিয়োতে 'বন্দে মাতরম' এবং 'ভারত মাতা কী জয়' স্লোগানও দিয়েছেন সীমা ।

উল্লেখ্য, পাকিস্তানি সীমা গোলাম হায়দার সচিন মীনার প্রেমে পড়েছিলেন । অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে দু’জনে একে অপরের মুখোমুখি হয়েছিল । এরপর সীমা হায়দার তাঁর চার সন্তান-সহ নেপাল হয়ে অবৈধভাবে গত 13 মে ভারতে আসেন ও রবুপুরায় সচিনের সঙ্গে থাকা শুরু করেন । তার আগে দু’জন একটি ভাড়াবাড়িতে থাকতেন ৷ পরে নয়ডা পুলিশ বিষয়টি জানতে পেরে হরিয়ানার ফরিদাবাদ থেকে সচিন মীনা ও সীমা হায়দারকে হেফাজতে নিয়ে যায় । জেল থেকে জামিনে ছাড়া পেয়ে রবুপুরায় সচিনের বাড়িতেই থাকছেন সীমা । তাঁকে উত্তরপ্রদেশের এটিএস-ও জিজ্ঞাসাবাদ করেছে ৷

আরও পড়ুন: 'প্রেমিকের জন্যই ভারতে', এটিএস-এর 13 প্রশ্নে আর কী বললেন পাক যুবতী ?

নয়াদিল্লি ও গ্রেটার নয়ডা, 15 অগস্ট: মঙ্গলবার সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে 77তম স্বাধীনতা দিবস পালিত হল । গ্রেটার নয়ডার রাবুপুরার ডিপিএস স্কুলে পাকিস্তানি নাগরিক সীমা হায়দারের চার সন্তানও ভারতের স্বাধীনতা দিবসে সামিল হল ৷ তবে তারা ওই স্কুলে পড়ে না ৷ কিন্তু স্কুলের তরফে তাদের এ দিনের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় ৷ তাই তারা সেখানে গিয়েছিল ৷

ডিপিএস চেয়ারম্যানের বিবৃতি: দিল্লি পাবলিক স্কুল, রাবুপুরার চেয়ারম্যান ভীম সেন শর্মা জানিয়েছেন, সচিন মীনার বাবা সীমার চার সন্তানকে স্কুলে ভরতি করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন । কিন্তু স্কুল ম্যানেজমেন্টের বক্তব্য সীমাকে এখনও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়নি । তাই তাদের পক্ষে ওই চারজনকে ভরতি করা সম্ভব হয়নি । তবে স্বাধীনতা দিবস উপলক্ষে ডিপিএস ম্যানেজমেন্ট কমিটি সীমার চার সন্তানকে আমন্ত্রণ জানায় ও তারা সবাই অংশ নেয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে ।

সীমা হায়দারের দেওয়া ভিডিয়ো: ভারতের 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে সীমা হায়দার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন ৷ ওই ভিডিয়োতে তিনি ভারতে বসবাস করার ইচ্ছা প্রকাশ করেছেন । তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশ সরকারের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে ।

সীমা হায়দারকে নিয়ে তদন্ত এখনও চলছে ৷ তার পরও আশা করা হচ্ছে তাঁকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে । তাঁকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আবেদন করা হয়েছে ৷ সম্ভবত সেই কারণেই ভিডিয়োতে 'বন্দে মাতরম' এবং 'ভারত মাতা কী জয়' স্লোগানও দিয়েছেন সীমা ।

উল্লেখ্য, পাকিস্তানি সীমা গোলাম হায়দার সচিন মীনার প্রেমে পড়েছিলেন । অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে দু’জনে একে অপরের মুখোমুখি হয়েছিল । এরপর সীমা হায়দার তাঁর চার সন্তান-সহ নেপাল হয়ে অবৈধভাবে গত 13 মে ভারতে আসেন ও রবুপুরায় সচিনের সঙ্গে থাকা শুরু করেন । তার আগে দু’জন একটি ভাড়াবাড়িতে থাকতেন ৷ পরে নয়ডা পুলিশ বিষয়টি জানতে পেরে হরিয়ানার ফরিদাবাদ থেকে সচিন মীনা ও সীমা হায়দারকে হেফাজতে নিয়ে যায় । জেল থেকে জামিনে ছাড়া পেয়ে রবুপুরায় সচিনের বাড়িতেই থাকছেন সীমা । তাঁকে উত্তরপ্রদেশের এটিএস-ও জিজ্ঞাসাবাদ করেছে ৷

আরও পড়ুন: 'প্রেমিকের জন্যই ভারতে', এটিএস-এর 13 প্রশ্নে আর কী বললেন পাক যুবতী ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.