নয়াদিল্লি, 28 অক্টোবর: জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাড়াল। উপত্যকার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের বাড়তি সতর্ক থাকতে নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। গোয়েন্দারা জানতে পেরেছেন ইজরায়েলে যে কায়দায় হামাস আক্রমণ করেছে তা থেকে অনুপ্রাণিত হয়ে কেউ বা কারা কাশ্মীরে আচমকাই আঘাত হানতে পারে। আর তাই আগাম সতর্কতা নিয়ে রাখা হচ্ছে।
এই বিষয়ে জানতে নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলেছিল ইটিভি ভারত। তিনি জানিয়েছেন, হামাসের হামলা থেকে অনুপ্রাণিত হয়ে কোনও ব্যক্তি বা কোনও জঙ্গি সংগঠন উপত্যকায় হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে। আর তাই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। তবে জম্মু ও কাশ্মীরের সর্বত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করে রাখা আছে বলে যে কোনও জঙ্গি সংগঠনই এই ধরনের আক্রমণ করতে ভয় পাবে বলে অনুমান আধিকারিকের। একইসঙ্গে সেনা জানতে পেরেছে, উপত্যকার বিভিন্ন জায়গায় প্রায় 71 জন প্রশিক্ষিত পাক-জঙ্গি রয়েছে। তাদের উপস্থিতির কথা মাথায় রেখেই নিরাপত্তার প্রশ্নে কোনওরকম গাফিলতি করতে চাইছে না প্রশাসন।
শীর্ষ আধিকারিকের কথায়, "এখন উপত্যকায় 71 জন বিদেশি জঙ্গি আছে। তাছাড়া প্রশিক্ষণ নেওয়া স্থানীয় জঙ্গির সংখ্যা 33। সেপ্টেম্বর মাসে আমরা 10 জঙ্গিকে নিকেশ করি। গ্রেফতার হয় 33 জন। একইভাবে অক্টোবর মাসে 11 জঙ্গিকে নিকেশ করা হয়। পাশপাশি গ্রেফতার হয় 12 জঙ্গি। সামগ্রিকভাবে 2023 সালে নিরাপত্তা বাহিনী 60 জন জঙ্গিকে খতম করেছে। গ্রেফতার হয়েছে 47 জন।" তিনি জানান, 2022 সালে সবমিলিয়ে 221 জন জঙ্গিকে নিকেশ করেছিল বাহিনী। গ্রেফতার হয়েছিল মোট 373 জঙ্গি।
এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি ক্রমশ আরও খারাপ হচ্ছে। নতুন করে হামাসের অধীনে থাকা গাজায় হামলা করেছে ইজরায়েল। একযোগে আকাশ এবং স্থলপথে হামলা হয়েছে। গাজার ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে যোগাযোগের অন্য মাধ্যম গুলির উপরেই আঘাত হানা হয়েছে। ইজরায়েলের এই স্থলাভিযান নিয়ে ইতিমধ্যেই কূটনেতিক মহলে প্রবল তরজা শুরু হয়েছে।
আরও পড়ুন: 19 বছরেই অস্ত্র ব্যবহারে পারদর্শী, যোগেশের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি ইন্টারপোলের